অন্যান্য খবর

ডিসেম্বরে পরপর ছুটির ঘোষণা করলো রাজ্য সরকার! বন্ধ থাকবে স্কুল, কলেজ, অফিস

ডিসেম্বর মাসে একটানা ছুটি পাবেন সরকারি কর্মচারীরা। তালিকা প্রকাশ করল রাজ্য সরকার। কোন কোন তারিখে থাকছে ছুটি জানতে হলে বিস্তারিত পড়ুন আজকের প্রতিবেদন।

Advertisement

শীত পড়তেই সুখবর দিল রাজ্য সরকার। আসছে ডিসেম্বরে পরপর ছুটি পাবেন সরকারি কর্মী ও স্কুল, কলেজের ছাত্রছাত্রীরা। বর্ষশেষের আগেই টানা ছুটি পড়বে রাজ্যে। বন্ধ থাকবে স্কুল, কলেজ, অফিস। কোন কোন দিন থাকছে ছুটি? জানালো সরকার। আজকের এই প্রতিবেদনে ছুটির তালিকা-সহ বিস্তারিত ব্যাখ্যা করা হল। একনজরে দেখে নিন শিক্ষার্থী থেকে সরকারি কর্মীরা।

বছরের শুরুতে রাজ্য সরকারের তরফে যে ছুটির ক্যালেন্ডার প্রকাশ করা হয়, সেখানে দেখা যাচ্ছে আগামী ২০ ডিসেম্বর বুধবার মহর্ষি বাল্মীকি জয়ন্তী উপলক্ষ্যে ছুটি থাকবে রাজ্যে। এরপর আগামী ২৫ ডিসেম্বর সোমবার বড়দিন/ক্রিসমাস উপলক্ষে বন্ধ থাকবে স্কুল, কলেজ, অফিস। তারপর বছরের প্রায় শেষলগ্নে ৩১ ডিসেম্বর নিউ ইয়ার ইভ চলবে বঙ্গে। তার পরদিন ১ জানুয়ারি ২০২৪ নিউ ইয়ারের কারণে ছুটি পাবেন সকলে।

শিক্ষা ও চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট সর্বপ্রথম পেতে টেলিগ্রামে যুক্ত হন 👇👇👇

ডিসেম্বরে পরপর ছুটির ঘোষণা করলো রাজ্য সরকার

আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গের সরকারি ছুটির তালিকা ২০২৪ pdf

প্রসঙ্গত, নভেম্বর মাসের শেষ থেকেই অ্যানুয়াল এক্সাম শুরু হয়েছে স্কুলে, স্কুলে। মিড ডিসেম্বরে শেষ হবে পরীক্ষা। তারপর নিয়মিত পঠনপাঠন বন্ধ থাকলেও খাতা দেখা ও অফিসিয়ালি কাজ কর্মের জন্য স্কুলে যেতে হবে শিক্ষক-শিক্ষিকাদের। তাই ডিসেম্বর মাসের ছুটির বার্তা মুখে হাসি ফোটালো তাঁদের। ইতোমধ্যে ২০২৪ সালের ছুটির ক্যালেন্ডার প্রকাশ করেছে রাজ্য সরকার। বেশ কিছু উৎসব রবিবার পড়ায় কমেছে মোট ছুটির সংখ্যা। উক্ত দিনগুলির ছুটি ফের দেওয়া হবে নাকি তা নিয়ে আলোচনা চলছে রাজ্যের অন্দরে।

ডিসেম্বরে পরপর ছুটির ঘোষণা করলো রাজ্য সরকার

Related Articles