শিক্ষার খবর

মাধ্যমিকের আগেই সরকারি শিক্ষক-শিক্ষিকাদের জন্য নতুন নোটিশ! না মানলে বাতিল হবে চাকরি

মাধ্যমিক স্তরের বিদ্যালয়গুলির শিক্ষক-শিক্ষিকাদের জন্য নতুন নির্দেশিকা জারি করল রাজ্যের শিক্ষা দপ্তর। মাধ্যমিক পরীক্ষার আগেই কার্যকর করতে হবে এই নতুন নিয়ম। বিস্তারিত পড়ুন আজকের প্রতিবেদনে।

Advertisement

মাধ্যমিক শুরুর মাস দুয়েক আগেই মধ্যশিক্ষা পর্ষদের গুরুত্বপূর্ণ পদক্ষেপ। শিক্ষক-শিক্ষিকাদের জন্য জারি করা হল বিশেষ নির্দেশিকা। পর্ষদের তরফে জানানো হয়েছে, নয়া এই নির্দেশ মানতে হবে রাজ্যের স্কুলগুলির শিক্ষক-শিক্ষিকাদের। না মানলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। পাশাপাশি, সংশ্লিষ্ট স্কুলের বিরুদ্ধেও শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। আসন্ন মাধ্যমিক পরীক্ষা যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, তার জন্য পর্ষদের এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল।

ঠিক কী বলা হয়েছে বিজ্ঞপ্তিতে? সম্প্রতি পর্ষদের তরফে যে নতুন নোটিশ প্রকাশ হয়েছে সেখানে বলা হয়েছে রাজ্যে সরকার অনুমোদিত মাধ্যমিক স্তরের স্কুল গুলিতে কর্মরত শিক্ষকদের যে তথ্য পর্ষদের কাছে রয়েছে, তা এবার আপডেট করতে হবে। তথ্য আপডেট করতে হবে নির্দিষ্ট একটি পোর্টালে। শিক্ষক-শিক্ষিকারা তাঁদের যোগাযোগ নম্বর, যোগ্যতা ও অভিজ্ঞতা এগুলি আপডেট করবেন। জরুরি ভিত্তিতে এই তথ্যগুলি আপডেটের নির্দেশ দিয়েছে পর্ষদ। তথ্য আপডেট করা যাবে অনলাইন পোর্টালের মাধ্যমে।

সরকারি শিক্ষক-শিক্ষিকাদের জন্য নতুন নোটিশ

আরও পড়ুনঃ বদলে গেল মাধ্যমিক টেস্ট পেপার

পর্ষদের তরফে জানানো হয়েছে, এই সপ্তাহ থেকেই খুলে যাচ্ছে ডেটা আপলোডের পোর্টাল। যা খোলা থাকবে আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত। এই দশদিনের মধ্যে শিক্ষক-শিক্ষিকারা তাঁদের ডেটা আপডেট করে নেবেন। তা নাহলে ব্যতিক্রমী পদক্ষেপ নেবে পর্ষদ। সূত্রের খবর, মাধ্যমিকের মূল্যায়ন প্রক্রিয়াতে যাতে কোনো ত্রুটি না থাকে ও মাধ্যমিকের ফল প্রকাশের দেরী না হয়, এই দুই লক্ষ্য অর্জনে বিশেষ পদক্ষেপটি নিল পর্ষদ। আর তাই স্কুল শিক্ষকদের তথ্যগুলি বিবেচনা করে দেখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সরকারি শিক্ষক-শিক্ষিকাদের জন্য নতুন নোটিশ

Related Articles