চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

স্কুলে মোবাইল ব্যবহার নিষিদ্ধ! রাজ্য সরকারের নতুন নির্দেশিকা

ক্লাসে বসে ফোন থেকে সোশ্যাল মিডিয়ায় সময় কাটানো, কিংবা ল্যাবে বসে গান শোনার অভ্যাস, শিক্ষকদের বিরুদ্ধে মাঝেসাঝে এমন কিছু অভিযোগ শোনা যায় অভিভাবক- অভিভাবিকাদের কাছ থেকে। এমনকি এই অভিযোগ রাজ্য স্কুলশিক্ষা দপ্তরে জমাও পড়েছে বহুবার। কিন্তু এবার শিক্ষকদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা আনলো রাজ্য সরকার।

স্কুলের মধ্যে পড়ুয়াদের মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে অনেক আগে থেকেই। কিন্তু ক্লাসঘরে শিক্ষকদের মোবাইল ব্যবহার কতটা যুক্তিযুক্ত, সেই বিতর্কটা ঘুরপাক খাচ্ছিল বেশ কিছুদিন ধরেই। এবার স্কুলের ক্লাসঘরে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে রাজ্যের শিক্ষা দপ্তরের তরফে। বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, ল্যাব এবং লাইব্রেরীতেও শিক্ষক-শিক্ষিকা তথা শিক্ষাকর্মীদের মোবাইল ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মোবাইল ব্যবহার করা যাবে শুধুমাত্র শিক্ষা সংক্রান্ত কাজে। তবে সেক্ষত্রেও স্কুলের লিখিত অনুমতি লাগবে। স্কুল শিক্ষক- শিক্ষিকাদের মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অধিকাংশ ছাত্র- ছাত্রী তথা অভিভাবকদের মতে এই নিয়ম অনেক আগে জারি হলে বেশি ভালো হতো। তবে শিক্ষকদের একাংশের মতামত, মোবাইল ফোনের ইন্টারনেট ব্যবহার করে ছাত্র- ছাত্রীদের বিভিন্ন ছবি, ভিডিও দেখানো হয়; ফলে ছেলে মেয়েরা খুব সহজে কঠিন বিষয় সহজে বুঝতে পারে। কিন্তু এই নিষেধাজ্ঞা জারি হলে ছাত্র- ছাত্রীদের প্রয়োজনে কোনো ছবি কিংবা ভিডিও দেখানো যাবে না। ফলে তাদের বুঝতে অসুবিধা হবে।

[quads id=10]

আরও পড়ুনঃ
মাধ্যমিক পাশে পোস্ট অফিসে চাকরির সুযোগ
এপ্রিল মাসের সমস্ত চাকরির খবর

রাজ্য সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে ‘অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসস।’ সব মিলিয়ে এই নিয়ম লাগু হলে ছাত্র- ছাত্রীদেরই উপকার হবে বলে দাবি অভিভাবকদের। শিক্ষা দফতরের তরফে আরও জানানো হয়েছে, যদি কোন শিক্ষক টিউশন কিংবা কোন অযৌক্তিক ব্যবসার সাথে যুক্ত থাকেন, সেক্ষেত্রে রাজ্যের শিক্ষাদপ্তর তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবে।

[quads id=10]

স্কলারশিপ
WBSSC Gr. C D বই
জেনারেল নলেজ