চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

গার্ডেনরিচ শিপ বিল্ডার্সে ইঞ্জিনিয়ার নিয়োগ, দেখে নিন বিস্তারিত আবেদন পদ্ধতি

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। গার্ডেনরিচ শিপ বিল্ডার্স এন্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের (GRSE) পক্ষ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ্যে এসেছে। যে বিজ্ঞপ্তি অনুযায়ী দেখা যাচ্ছে একাধিক শূন্যপদে নিয়োগ করা হবে কর্মী।

চাকরিপ্রার্থীরা কোন কোন পদে আবেদন করতে পারবেন? কবে থেকে শুরু হচ্ছে ফর্ম ফিলাপ? কতদিন পর্যন্ত চলবে? কতদিন পর্যন্ত আবেদনের টাকা জমা দিতে পারবেন সবকিছুই বিস্তারিত আলোচনা করা হলো আমাদের আজকের এই প্রতিবেদনে।

[quads id=10]

প্রথমেই দেখে নেওয়া যাক কোন পদে কর্মী নিয়োগ করা হতে চলেছে- এক্সপার্ট/স্পেশালিস্ট।

এই পদে আবেদন করার জন্য নূন্যতম বয়সসীমা কত রাখা হয়েছে? নূন্যতম বয়স সীমার কোন উল্লেখ না থাকলেও সর্বোচ্চ বয়সসীমা রাখা হয়েছে ৬৫ বছর অব্দি।

শিক্ষাগত যোগ্যতা-
ইঞ্জিনিয়ারিং অথবা এর সমতুল্য ডিগ্রীধারী হতে হবে আবেদনকারীকে। মেকানিক্যাল/ মেরিন ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রনিক্স/ ইলেকট্রিক্যাল/ নাভাল আর্কিটেকচারের ওপর এই ডিগ্রী থাকতে হবে। এছাড়াও থাকতে হবে নূন্যতম ২৪ বছরের ওয়ারশীপ তৈরি, ওয়ারশিপ মেরামত এবং ওয়ারশিপ ডিজাইন করার অভিজ্ঞতা।

আরও পড়ুনঃ স্টেট ব্যাংকে ৬০০ শূন্যপদে অফিসার নিয়োগ, গ্র্যাজুয়েশন পাশে আবেদন করুন 

মাসিক বেতন কত হবে?
প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি অনুযায়ী দেখা গিয়েছে কোনওরকম মাসিক বেতনের উল্লেখ সেখানে করা হয়নি। সুতরাং বোঝাই যাচ্ছে মাসিক বেতন হবে আলোচনা সাপেক্ষ।

কতক্ষণ কাজ করতে হবে?
ন্যূনতম ১২ দিন অনসাইট এবং বাকি দিনগুলো ভয়েস কল, ভিডিও কল অথবা ইমেইলের মাধ্যমে কাজ করার সুবিধা পাবেন। তবে যেকোন মাসের বারো দিন (রবিবার এবং অন্যান্য ছুটির দিন বাদে) স্বশরীরে কাজের জায়গায় উপস্থিত বাঞ্ছনীয়।

কীভাবে এখানে আবেদন করবেন?
যে সমস্ত চাকরি-প্রার্থীরা এখানে আবেদন করতে চাইছেন তাদেরকে চলে যেতে হবে এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা অনলাইনেই আবেদন করতে পারবেন। এখানে স্ব-স্বাক্ষরিত জন্মের প্রমাণ পত্র সহ, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, এক্সপেরিয়েন্স সার্টিফিকেট সবকিছুই পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে।

[quads id=10]

গুরুত্বপূর্ণ তারিখ গুলি:
১) অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়েছে ২৪শে ডিসেম্বর, ২০২৪ থেকে।
২) রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে ১০ই জানুয়ারি, ২০২৫ পর্যন্ত।
৩) শেষ আবেদন মূল্য জমা দিতে পারবেন ১০ই জানুয়ারি, ২০২৫ পর্যন্ত।

আরও পড়ুনঃ মাসিক ১ লাখ টাকা বেতনের চাকরি দিচ্ছে নাবার্ড, কি কি যোগ্যতা লাগবে দেখুন

উল্লেখ্য, এই চাকরিটির মূলত দুই বছরের একটি চুক্তিবদ্ধ চাকরির বিজ্ঞপ্তি। তাই এখানে আবেদন করার আগে বিজ্ঞপ্তিতে খুব ভালো করে পড়ে নেবেন।

Official Notification

স্কলারশিপ
WBSSC Gr. C D বই
জেনারেল নলেজ