অন্যান্য খবর

ছাত্রছাত্রীদের জন্য অভিনব উদ্যোগ নিল রাজ্য! এবার স্কলারশিপ পাবে সব পড়ুয়ারা

সব ছাত্রছাত্রীরাই পাবে স্কলারশিপ। রাজ্যের নয়া উদ্যোগে খুশি পড়ুয়া থেকে অভিভাবক সবাই।

Advertisement

পশ্চিমবঙ্গের দরিদ্র অথচ মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনায় যাতে কোনও সমস্যা না হয়, তার জন্য বিভিন্ন স্কলারশিপের ব্যবস্থা রয়েছে রাজ্যে। যেমন, মেধাশ্রী স্কলারশিপ, শিক্ষাশ্রী স্কলারশিপ, প্রি ও পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ ইত্যাদি। অনেক সময় খোঁজখবর না থাকায় বা আবেদন পদ্ধতি না জানার কারণে সরকারি বৃত্তির সুবিধা থেকে বঞ্চিত হন তাঁরা। আর এই সমস্যার সমাধানে এবার বিশেষ পদক্ষেপ আনতে চলেছে রাজ্য। যার দরুণ রাজ্যের প্রত্যেক ছাত্রছাত্রী এবার সরকারি স্কলারশিপের সুবিধা ভোগ করতে পারবেন।

সূত্রের খবর, পড়ুয়াদের স্কলারশিপের আওতায় আনতে অভিনব পদক্ষেপ নিচ্ছে রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতর। বর্তমানে তফশিলি জাতি ও ওবিসি ক্যান্ডিডেটদের জন্য চার ধরণের স্কলারশিপ চালু রয়েছে। যেমন, পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর ওবিসি পড়ুয়াদের জন্য রয়েছে মেধাশ্রী প্রকল্প, নবম-দশম শ্রেণী থেকে স্নাতকোত্তর পড়ুয়াদের জন্য রয়েছে প্রি ও পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ। এছাড়া তফশিলি জাতিভুক্ত পড়ুয়ারা ‘শিক্ষাশ্রী’ স্কলারশিপের সুবিধা পান। সূত্রের খবর, রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতর প্রত্যেক পড়ুয়াকে এসএমএসে স্কলারশিপ আপডেট ও লিঙ্ক পাঠানোর উদ্যোগ নিচ্ছে। সরকারের স্কলারশিপগুলির বিষয়ে ছাত্রছাত্রীরা যাতে অবহিত থাকেন, তার জন্য এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। আগে পড়ুয়াদের নানা স্থানে গিয়ে খোঁজখবর করতে হত বা আবেদনের জন্য অন্যত্র ছুটতে হত। তবে সরকারের এই পদক্ষেপে এসএমএস-এই সরাসরি আবেদনের লিঙ্ক পেয়ে যাবেন পড়ুয়ারা। ফলে ছোটাছুটি, বিভ্রান্তি যেমন কমবে তেমনই আবেদন জানানো আরও সহজ হবে।

আরও পড়ুনঃ মাধ্যমিক পাশে ৫ টি দুর্দান্ত স্কলারশিপ

রাজ্যের উদ্যোগকে বাস্তব রূপায়ণের উদ্দেশ্যে শিক্ষা দফতরের কাছে চিঠি পাঠানো হয়েছে। পড়ুয়াদের তথ্যগুলি চাওয়া হয়েছে শিক্ষা দফতরের থেকে। এই চিঠিতে বলা হয়েছে, ইউ-ডাইস ও এআইএসএইচই কোড রয়েছে এমন ওবিসি ও তফশিলি জাতিভুক্ত পড়ুয়াদের তালিকা দিতে হবে। সেই তালিকা মিলিয়ে দেখা হবে। তারপর যে সমস্ত পড়ুয়া স্কলারশিপের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন, তাঁদের সরকার সরাসরি সব তথ্য পাঠিয়ে দেবে। এর দ্বারা স্কলারশিপের প্রচার করা যেমন হবে, তেমনই আরও বেশি সংখ্যক ছাত্রছাত্রী স্কলারশিপগুলির আওতাভুক্ত হবেন।

ছাত্রছাত্রীদের জন্য অভিনব উদ্যোগ নিল রাজ্য

Related Articles