মেধাশ্রী প্রকল্পে পড়ুয়ারা পাবে ৮০০ টাকা! ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী! জানুন বিস্তারিত

মেধাশ্রী প্রকল্পে পড়ুয়ারা পাবে ৮০০ টাকা

রাজ্যের অনগ্রসর শ্রেণীর পড়ুয়াদের জন্য বিভিন্ন প্রকল্প চালু রেখেছে রাজ্য সরকার। পড়ুয়াদের পঠনপাঠনের উন্নতিকল্পে নেওয়া হয়েছে একাধিক ব্যবস্থা। এরইমধ্যে এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় আলিপুরদুয়ার থেকে ঘোষণা করলেন অনগ্রসর শ্রেণী (ওবিসি) পড়ুয়াদের জন্য নয়া প্রকল্প চালু করা হচ্ছে। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘মেধাশ্রী’ প্রকল্প।

বৃহস্পতিবার আলিপুরদুয়ারের হাসিমারায় সুভাষিনী চা বাগানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে কেন্দ্রীয় সরকারকে বিঁধে বেশ কিছু বক্তব্য রাখেন তিনি। এদিন মুখ্যমন্ত্রীর কথায়, কেন্দ্রের তরফে ওবিসি পড়ুয়াদের বৃত্তি প্রদান বন্ধ করা হয়েছে। তবে রাজ্য চায়না এই বৃত্তি বন্ধ হোক। তাই রাজ্যের দায়িত্বে ওবিসি পড়ুয়াদের বৃত্তি দেওয়া হবে।

আরও পড়ুনঃ মাধ্যমিকে রুটিন পরিবর্তন

FB Join

তাই মুখ্যমন্ত্রীর কথায়, ওবিসি পড়ুয়াদের বৃত্তির ৮০০ টাকা রাজ্য দেবে। আর সেই প্রকল্পের নাম দেওয়া হচ্ছে ‘মেধাশ্রী’ প্রকল্প। ইতিমধ্যে রাজ্যের তরফে জানানো হয়েছে, ‘মেধাশ্রী’ প্রকল্পের অন্তর্ভুক্ত হওয়া পড়ুয়াদের প্রতি বছরে ৮০০ টাকা করে বৃত্তি দেওয়া হবে।

চাকরির খবরঃ কেন্দ্রীয় সরকারের দপ্তরে প্রচুর MTS নিয়োগ

এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কেন্দ্রের তরফে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর ওবিসি শ্রেণীভুক্ত পড়ুয়াদের বৃত্তি বন্ধ হওয়ায় এহেন সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। সেই বৃত্তির দায়িত্ব এবার নেবে রাজ্য সরকার। সেইমতো প্রতি বছর প্রায় ২ লক্ষ ৬৩ হাজার পড়ুয়া বার্ষিক ৮০০ টাকা করে প্রাক-মাধ্যমিক বৃত্তি পাবেন। প্রসঙ্গত, এদিন মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের চাকরি নিয়েও মন্তব্য রাখেন। তিনি বলেন রেলের কোনোও স্থায়ী চাকরি নেই। এছাড়া একশো দিনের টাকা দেওয়ার ক্ষেত্রে বঞ্চনার কথাও উল্লেখ করেন তিনি।