রাজ্যে ১৫ হাজার শিক্ষক নিয়োগ, বিধানসভায় বললেন শিক্ষামন্ত্রী

দ্রুত ১৫ হাজার শিক্ষক নিয়োগ, বিধানসভায় ঘোষণা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। আগামী দুই মাসে এসএসসিতে নিয়োগ হবে। আদালতের জোট কাটিয়ে এসএসসিতে নিয়োগ, বিধানসভায় জানালেন ব্রাত্য বসু।

এদিন মঙ্গলবার বিধানসভার শীতকালীন অধিবেশনে নিয়োগ সংক্রান্ত ব্যাপারে বলতে গিয়ে এমনটাই জানিয়েছেন শিক্ষা মন্ত্রী। খবর সূত্রে, এখনও প্রায় পাঁচ হাজারেরও বেশি চাকরিপ্রার্থী মামলা চলছে হাইকোর্টে। সেই সমস্ত মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আদালত বাড়তি দু’মাস সময় নিয়েছে। হাইকোর্টের রায়ের পর শুরু হবে নিয়োগ প্রক্রিয়া।

বর্তমানে কি কি চাকরির আবেদন চলছে দেখুন- ক্লিক করুন

প্রসঙ্গত, ২০১৬ সালের পর হয়েছিল আপার প্রাইমারি পরীক্ষা। তারপর এই দীর্ঘ সাত বছর কেটে গেলেও নিয়োগ অসম্পূর্ণ রয়ে গেছে। প্রথম যখন আপার প্রাইমারির মেধাতালিকা প্রকাশ হয়, তাতে নানান অস্বচ্ছতার অভিযোগ আনা হয়। যার ফলে, আদালত সেই মেধা তালিকা বাদ দিয়ে দেয়। আদালতের নির্দেশে আবার নতুন করে ইন্টারভিউতে বসেন চাকরিপ্রার্থীরা। সেইসাথে আদালতে নানা অভিযোগ নেওয়া হয়। সেই সমস্ত যাবতীয় অভিযোগ আগামী ডিসেম্বর মাসের মধ্যেই নিষ্পত্তি হবে বলে আশা করছেন শিক্ষামন্ত্রী। সেইসাথে আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের দীর্ঘ সময়র অপেক্ষার অবসান ঘুরতে আর মাত্র দু’মাসের অপেক্ষা।

বিধানসভায় অধিবেশনে নিয়োগ নিয়ে বলতে গিয়ে কেন্দ্রীয় সরকারের জাতীয় শিক্ষা নীতি ‘র প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। রাজ্যের শিক্ষক নিয়োগ সংক্রান্ত যেকোনো বিজ্ঞপ্তি প্রকাশিত হলে ExamBangla.com -এর পাতায় সর্বপ্রথম প্রকাশিত হবে।