শিয়রে পঞ্চায়েত নির্বাচন। জুলাই মাসের ৮ তারিখ পঞ্চায়েত ভোট বঙ্গে। নির্বাচনের প্রস্তুতিপর্বে জোর তোড়জোড় চলছে রাজ্য জুড়ে। এহেন বাতাবরণে এবার শিক্ষকদের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণের বার্তা দিল রাজ্য সরকার। বিকাশ ভবন থেকে চিঠি পাঠানো হয়েছে রাজ্যের জেলাগুলিতে। যার দরুণ এবার মুখে হাসি ফুটতে চলেছে রাজ্যের শিক্ষক ও শিক্ষাকর্মীদের।
অনেকদিন ধরে বাকি পড়ে রয়েছে শিক্ষক ও শিক্ষাকর্মীদের বকেয়া টাকা। বেতন ভিন্ন এই বকেয়া টাকা নিয়ে রাজ্যের সরকারি স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীদের দাবি-দাওয়া ছিল অনেকদিন ধরেই। বারংবার এ বিষয়ে সরকারের নিকট অভিযোগ তোলেন তাঁরা। এর আগে সরকারের তরফে সেরকম স্পষ্ট উত্তর আসেনি। তবে, পঞ্চায়েত নির্বাচনের দামামা বাজতেই সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে রাজ্য সরকার। ইতিমধ্যে রাজ্য শিক্ষা দফতরের তরফে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, রাজ্যের সমস্ত স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীদের এরিয়ার বাবদ বকেয়া টাকা মিটিয়ে দিতে হবে। সমস্ত জেলার স্কুল ইন্সপেক্টরদের এহেন নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ
সরকারি কর্মীদের ১৬ শতাংশ ডিএ বৃদ্ধি
রাজ্যের চুক্তিভিত্তিক কর্মীদের প্রমোশন
[quads id=10]
সাধারণত, কোনো নতুন শিক্ষক ও শিক্ষাকর্মী কাজে যোগ দিলে ডিআই অফিসে তাঁদের যোগদানের কাগজপত্র তৈরিতে দেরী হলে সেই প্রার্থীর বেতন সহ বিভিন্ন ভাতা পেতে বিলম্ব হয়। অথবা নতুন ডিআই যুক্ত হলেও একই সমস্যা হতে পারে। পাশাপাশি, কর্মক্ষেত্রে পদন্নোতি, ট্রান্সফার বা কাজে যোগ দিতে দেরী হলে, এছাড়া অন্যান্য বেশ কিছু কারণে শিক্ষক ও শিক্ষাকর্মীদের বকেয়া টাকা আটকে যায়। সূত্রের খবর, কারোর কারোর ক্ষেত্রে প্রায় তিন থেকে পাঁচ বছরের বকেয়া টাকা আটকে রয়েছে। তবে এবার বিষয়টি নিয়ে একটি সুষ্ঠু সমাধানে এসেছে রাজ্য সরকার। সরকারের তরফে নির্দেশ, অতি দ্রুত এই বকেয়া টাকা মিটিয়ে দিতে হবে। রাজ্য সরকারের এই উদ্যোগে নিঃসন্দেহে খুশি শিক্ষকেরা। শিক্ষক মহলের একাংশের দাবি, সরকার যে শিক্ষকদের পাশে রয়েছে তারই একটি প্রচ্ছন্ন বার্তা এই উদ্যোগ।
আর পড়ুনঃ
একলাফে বেতন বৃদ্ধি হবে সরকারি কর্মীদের (7th Pay Commission)
[quads id=10]







