চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

সরকারি হাসপাতালে COVID- ভলেন্টিয়ার নিয়োগ, ইমেলের মাধ্যমে আবেদন করুন

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরে COVID- ভলেন্টিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাড়িতে বসে নিজের মোবাইলে ইমেলের মাধ্যমে আবেদন করতে পারবেন। নিয়োগ করা হবে চুক্তির ভিত্তিতে। পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে আবেদন করতে পারবেন। নিয়োগ করা হবে মালদা মেডিক্যাল কলেজ হসপিটালে। বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 07/05/ 2021।

পদের নাম ও বিভাগ গুলি নীচে দেওয়া হলো-

মেডিকেল অফিসার বিভাগে-
জেনারেল ডিউটি: মোট শূন্যপদ- 8 টি।
CCU/HDU: মোট শূন্যপদ- 4 টি।
শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে MBBS পাস। (MCI এবং যেকোনো স্টেট কাউন্সিল থেকে রেজিস্ট্রেশন)
বেতনক্রম: প্রতি মাসে 40,000/- টাকা।

স্পেশালিস্ট ডক্টর বিভাগে-
মেডিসিন: মোট শূন্যপদ- 3 টি।
শিক্ষাগত যোগ্যতা: যেকোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে MD/DNB (MCI)

[quads id=10]

এনেসথেসিয়া: মোট শূন্যপদ- 2 টি।
শিক্ষাগত যোগ্যতা: যেকোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে MD/DNB/DA (MCI)

রেসপিরেটরি মেডিসিন: মোট শূন্যপদ- 3 টি।
শিক্ষাগত যোগ্যতা: যেকোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে MD/ DNB/ DTCD (MCI)

বেতনক্রম: স্পেশালিস্ট ডক্টর বিভাগে প্রতিটি পদের জন্য প্রতি মাসে বেতন 50,000/- টাকা।

স্টাফ নার্স-
মোট শূন্যপদ: 60 টি।
শিক্ষাগত যোগ্যতা: যেকোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে GNM Nursing অথবা B.Sc. Nursing কোর্স করে থাকতে হবে।

বেতনক্রম: প্রতি মাসে 17,220/- টাকা।

[quads id=10]

বয়স: প্রতিটি পদের জন্য প্রার্থীর বয়স 01/05/ 2021 তারিখে 40 বছরের মধ্যে হতে হবে।

আবেদন পদ্ধতি: আবেদন করতে হবে ইমেলের মাধ্যমে। প্রার্থীকে তার পুরো বায়োডাটা বিজ্ঞপ্তি প্রকাশের 5 দিনের মধ্যে মালদা মেডিকেল কলেজে ইমেইল করতে হবে।

ইমেইল আইডি হল: covidmaldamch@gmail.com

Official Notification

[quads id=10]

স্কলারশিপ
WBSSC Gr. C D বই
জেনারেল নলেজ