সামনেই দুর্গাপূজা। পুজোর আগেই সুখবর দিল পশ্চিমবঙ্গ সরকার। পুজোর আগেই বেতন বৃদ্ধি করে কর্মীদের খুশি করল পশ্চিমবঙ্গ সরকার। তবে রাজ্য সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি করা হয়নি। তাহলে কাদের এই বেতন বৃদ্ধি হল?
গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন ব্লক অফিসে বাংলা সহায়তা কেন্দ্রে কর্মরত ডাটা এন্ট্রি অপারেটর দের বেতন বৃদ্ধি করা হলো রাজ্য সরকারের তরফ থেকে। পুজোর আগে বাংলা সহায়তা কেন্দ্রের কর্মীদের জন্য বেতন বৃদ্ধির ঘোষণা খুশির খবরই বটে।
আরও পড়ুনঃ ৪০ লক্ষ নতুন কর্মসংস্থান দেবে কেন্দ্রীয় সরকার
এর আগে বাংলা সহায়তা কেন্দ্রের কর্মীরা প্রতিমাসে ১৪,৩৮০ টাকা পারিশ্রমিক পেতেন। কিন্তু বেতন বৃদ্ধির পর পারিশ্রমিকের পরিমাণ বেড়ে দাঁড়াবে ১৬ হাজার টাকা। বাড়তি বেতন এই অক্টোবর মাস থেকেই লাগু হবে। এই কর্মীদের ক্ষেত্রে মাসিক বেতন বৃদ্ধির পরিমাণ প্রায় ১৬২০ টাকা। পাশাপাশি আগামী বছর থেকে বাংলা সহায়তা কেন্দ্রের কর্মীদের বার্ষিক বেতনও বৃদ্ধি পাবার সম্ভাবনা রয়েছে, যা কার্যকর হবে ২০২৫ সালের জুলাই মাস থেকে।