চাকরির খবর

West Bengal Group- D Job: গ্রূপ-ডি স্থায়ী পদে কর্মী নিয়োগ চলছে, এইট পাশে আবেদন করুন

Share

West Bengal Group- D Job: বহুদিন পর রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর। পশ্চিমবঙ্গে প্রচুর শূন্যপদে গ্রুপ-ডি স্থায়ী পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে পুরুষ মহিলা উভয়ই আবেদন করতে পারবেন। অন্তত অষ্টম শ্রেণী পাশ করে থাকলে আবেদন করা যাবে। কোনরূপ লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

পদের নাম: গ্রুপ-ডি।

মোট শূন্যপদ: 135 টি।

পদের নাম ও শূন্য পদ:
সুইপার মেট (7 টি), মেট (14 টি), ইলেকট্রেশিয়ান হেল্পার (1 টি), পিয়ন/ অর্ডারলি/ মেসেঞ্জার (5 টি), হেল্পার ফ্রম গ্যাংম্যান (10 টি), হেল্পার/ ক্লিনার/ এটেনডেন্ট (8 টি), সুইপার (30 টি), হেল্পার (টিউবওয়েল) (1টি), পাম্পিং হেল্পার (1 টি), পাইপলাইন হেল্পার (1 টি), মজদুর (57 টি)।

শিক্ষাগত যোগ্যতা:
সুইপার পদ বাদে বাকি পদগুলির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হতে হবে অন্তত অষ্টম শ্রেণী পাশ। এবং সুইপার পদের ক্ষেত্রে অন্তত পড়তে ও লিখতে জানলেই আবেদন করা যাবে। উভয় ক্ষেত্রেই উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা আবেদনযোগ্য।

West Bengal Group- D Job

বয়স:
উপরোক্ত পদগুলিতে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। বয়স হিসাব করবেন 1 জানুয়ারি, 2020 তারিখ অনুযায়ী। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

বেতন:
সুইপার মেট ও মেট পদ বাদে বাকি সব পদগুলির ক্ষেত্রে মূল বেতন 17,000/- থেকে 43,600/- টাকা (পে লেভেল 1 অনুযায়ী)। এবং সুইপার মেট ও মেট পদের ক্ষেত্রে মূল বেতন 17,600/- থেকে 45,200/- টাকা (পে লেভেল 2 অনুযায়ী)।

আবেদন পদ্ধতি:
আবেদন করতে হবে নির্দিষ্ট ফরমেটে। দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশনের অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করা যাবে। সঠিকভাবে পূরণ করা আবেদন পত্র, এবং সঙ্গে সমস্ত নথিপত্র সংযুক্ত করে একটি মুখ বন্ধ খামে দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশনের নির্দিষ্ট ড্রপবক্সে সরাসরি গিয়ে জমা দিতে হবে। আবেদনপত্র যে খামের মধ্যে ভরে পাঠাবেন ওই খামের উপরে লিখতে হবে “Application for the post of……….. (যে পদে আবেদন করবেন তার নাম)। আবেদনপত্র জমা দেওয়া যাবে 15 জানুয়ারি, 2021 বিকেল পাঁচটা পর্যন্ত।

আবেদনপত্রের সঙ্গে যে সব নথিপত্র জমা দিতে হবে:
১) বয়সের প্রমাণপত্র।
২) জাতিগত শংসাপত্র (প্রযোজ্য হলে)।
৩) অভিজ্ঞতা শংসাপত্র (যদি থাকে)।
৪) প্রতিবন্ধী শংসাপত্র (প্রতিবন্ধী প্রার্থীদের জন্য)।
৫) শিক্ষাগত শংসাপত্র।

প্রসঙ্গত, একজন আবেদনকারী কেবল একটি পদে আবেদন করতে পারবেন। দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশনের তরফ থেকে আবেদন পত্রের ফরমেট দেওয়া হয়েছে। আবেদনপত্রের সাথে একটি এডমিট কার্ডের ফরমেট সংযুক্ত করা রয়েছে। ওই এডমিট কার্ডটিও পূরণ করে পাঠাতে হবে। পরবর্তীকালে ইন্টারভিউ -এর তারিখ ও স্থান সহ ওই এডমিট কার্ডটি আবেদনকারীর বাড়ির ঠিকানায় দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশনের তরফ থেকে পাঠানো হবে।

Download Application form
Visit Official Website

সর্ব শেষ প্রকাশিত

মে মাসে যেসব চাকরির আবেদন চলছে, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখে নিন

আপনি কি পশ্চিমবঙ্গের বাসিন্দা? নূন্যতম যোগ্যতায় ভালো চাকরি খুঁজছেন? তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্য। আজকের…

8 hours ago

WB Gram Panchayet Practice Set 2024 | গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট ৭

WB Gram Panchayet Practice Set 2024: পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে…

23 hours ago

রাজ্যের স্বাস্থ্য দপ্তরে ইন্টারভিউর মাধ্যমে কর্মী নিয়োগ, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখে নিন

রাজ্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ইন্টারভিউর মাধ্যমে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোনও লিখিত পরীক্ষা…

1 day ago

কলকাতা CSIR দপ্তরে কর্মী নিয়োগ, বিস্তারিত আবেদন পদ্ধতি দেখে নিন

সেন্ট্রাল গ্লাস এন্ড সিরামিক রিসার্চ ইনস্টিটিউট -এর পক্ষ থেকে বেশকিছু শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ…

1 day ago

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 | 04 মে 2024 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির…

1 day ago

প্রায় ২৫ হাজার চাকরি বাতিলের পর এবার, ৭০ হাজার প্রাইমারি শিক্ষকের চাকরি নিয়ে তৈরি হচ্ছে সংশয়

শিক্ষক নিয়োগে ভয়াবহ দুর্নীতির পরিণামে আমূল ভেঙ্গে পড়বে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা? কি হতে পারে পশ্চিমবঙ্গের…

2 days ago