পশ্চিমবঙ্গ রাজ্যের অধীনস্থ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রাজ্যের স্বাস্থ্য কেন্দ্রে কর্মী নিয়োগ হতে চলেছে খুব শীঘ্রই। উল্লেখ্য, যেকোনো ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে উক্ত পদগুলিতে চাকরির জন্য আবেদন করতে পারবেন। মাসিক বেতন, শিক্ষাগত যোগ্যতা, ও আবেদন পদ্ধতি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করা হলো আজকের এই প্রতিবেদনে।
Employment No.- CMOH(SPG)/DH&FWS/7054
পদের নাম- Block Epidemiologist
মোট শূন্যপদ- ৩ টি। (UR- ১ টি, SC- ১ টি, OBC(A)- ১ টি।)
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে লাইফ সায়েন্স অথবা এপিডেমিওলজিতে স্নাতকোত্তর চাকরিপ্রাথীরা এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। MS Office অপারেটিং বিষয়ে দক্ষতা থাকতে হবে চাকরিপ্রার্থীদের।
মাসিক বেতন- ৩৫,০০০ টাকা।
বয়সসীমা- আবেদনকারীদের বয়স হতে হবে নূন্যতম ২১ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে।
আরও পড়ুনঃ রাজ্যের স্কুলে শিক্ষক নিয়োগ
[quads id=10]
পদের নাম- Block Public Health Manager
মোট শূন্যপদ- ৩ টি। (UR- ১ টি, SC- ১ টি, OBC(A)- ১ টি।)
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জীবন বিজ্ঞান অথবা ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতকোত্তর চাকরিপ্রাথীরা এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। MS Office অপারেটিং বিষয়ে দক্ষতা থাকতে হবে চাকরিপ্রার্থীদের।
মাসিক বেতন- ৩৫,০০০ টাকা।
বয়সসীমা- আবেদনকারীদের বয়স হতে হবে নূন্যতম ২১ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে।
[quads id=10]
পদের নাম- Staff Nurse
মোট শূন্যপদ- ১৬ টি। (UR- ৮ টি, SC- ৩ টি, ST- ২ টি,OBC(A)- ২ টি, OBC(B)-১ টি।)
শিক্ষাগত যোগ্যতা- ভারতীয় নার্সিং কাউন্সিল দ্বারা স্বীকৃত যেকোনো প্রতিষ্ঠান থেকে GNM কোর্স সম্পন্ন করা অথবা বিএসসি নার্সিং উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীকে স্থানীয় ভাষায় দক্ষতা রাখতে হবে।
মাসিক বেতন- ২৫,০০০ টাকা।
বয়সসীমা- আবেদনকারীদের বয়স হতে হবে সর্বোচ্চ ৬২ বছরের মধ্যে।
আরও পড়ুনঃ রাজ্যের স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ
পদের নাম- Community Health Assistant
মোট শূন্যপদ- ১৬ টি। (UR- ৮ টি, SC- ৩ টি, ST- ২ টি,OBC(A)- ২ টি, OBC(B)-১ টি।)
শিক্ষাগত যোগ্যতা- ভারতীয় নার্সিং কাউন্সিল দ্বারা স্বীকৃত যেকোনো প্রতিষ্ঠান থেকে ANM অথবা GNM কোর্স সম্পন্ন করা চাকরিপ্রার্থীরা এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন।
মাসিক বেতন- ১৩,০০০ টাকা।
বয়সসীমা- আবেদনকারীদের বয়স হতে হবে নূন্যতম ২১ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে।
আবেদন পদ্ধতি- শুধুমাত্র অনলাইন পদ্ধতিতে রেজিস্ট্রেশন এবং আবেদনপত্র গ্রহণ করা হবে। সেক্ষেত্রে আবেদনকারীদের একটি বৈধ মোবাইল নাম্বার ও একটি ইমেইল আইডি থাকা আবশ্যক। আবেদন করার সময় সমস্ত তথ্য নির্ভুল ভাবে পূরণ করতে হবে চাকরিপ্রার্থীদের। নির্ভুল ভাবে ডিজিটাল আবেদনপত্র সাবমিট করে প্রাপ্ত রেফারেন্স আইডি বা অ্যাপ্লিকেশান আইডি নোট ডাউন করে রাখতে হবে।
আরও পড়ুনঃ রাজ্যের বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ
[quads id=10]
আবেদন ফি- সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের এককালীন ৫০/- টাকা এবং অসংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের এককালীন ১০০/- টাকা আবেদন ফি জমা দিতে হবে।
আবেদনের শেষ তারিখ- ১০ আগস্ট, ২০২৩।
Official Notification: Download Now
Official Website: Apply Now







