মাধ্যমিকের পর এবার উচ্চ মাধ্যমিকের পালা! পশ্চিমবঙ্গ রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য গতকাল মধ্যশিক্ষা পর্ষদ ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোনোর তারিখ ঘোষণা করে দিয়েছে। মে মাসের ২ তারিখে সকাল ন’টা থেকে জানা যাবে মাধ্যমিকের রেজাল্ট। কিন্তু তাহলে উচ্চমাধ্যমিকের রেজাল্ট কবে বেরোবে? এই নিয়ে উদগ্রীব হয়ে রয়েছে ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবকরা। এই মর্মে ইতিমধ্যেই সূত্রের তরফ থেকে বেশ কিছু খবর পাওয়া গিয়েছে। বিস্তারিত জানতে চোখ রাখুন আজকের প্রতিবেদনে।
উচ্চ মাধ্যমিক রেজাল্ট ২০২৫
প্রায় দুই মাসের বেশি সময় অপেক্ষা করার পর অবশেষে প্রকাশিত হতে চলেছে মাধ্যমিকের ফলাফল। ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষাটি শুরু হয়েছিল ফেব্রুয়ারি মাসের ১০ তারিখে, যা শেষ হয় ঐ মাসেরই ২২ তারিখ। অপরদিকে উচ্চমাধ্যমিক পরীক্ষা চলেছিল মার্চ মাসের ৩ তারিখ থেকে ১৮ তারিখ পর্যন্ত।
তাহলে উচ্চ মাধ্যমিক রেজাল্ট কবে বেরোচ্ছে?
ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ রাজ্যের শিক্ষা সংসদের পক্ষ থেকে বেশ কিছু তথ্য প্রকাশ করা হয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্যের এসএসসি দুর্নীতি বিষয়ে সমগ্র ২০১৬ র প্যানেল বাতিল হওয়ার আগেই WBCHSE জানিয়েছিল, মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের পরবর্তী দুই সপ্তাহের মধ্যেই প্রকাশ্যে আসতে পারে উচ্চ মাধ্যমিকের ফলাফল। এইমাত্র ঘোষণা হলো উচ্চ মাধ্যমিক রেজাল্ট প্রকাশের তারিখ। নীচের লিংকে ক্লিক করে নতুন আপডেট দেখে নিন।
আরও পড়ুনঃ এইমাত্র ঘোষণা হলো উচ্চ মাধ্যমিক রেজাল্ট ডেট, এক্ষুনি দেখে নিন
এর পাশাপাশি বিগত বছরে দুই পরীক্ষার রেজাল্ট প্রকাশের তারিখ থেকেও এই বিষয়ে বেশ কিছুটা ধারণা করা যাচ্ছে। ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট মে মাসের ২ তারিখে প্রকাশ করা হয়। অপরদিকে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় তার ঠিক ৬ দিনের মাথায়। অর্থাৎ ২০২৪ সালের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছিল মে মাসের ৮ তারিখে।
আরও পড়ুনঃ ২০২৫ মাধ্যমিক রেজাল্ট নিজের মোবাইলে কীভাবে দেখবেন?
এখনও পর্যন্ত সংসদের তরফে কোন ঘোষণা না হলেও, সমস্ত তথ্য এবং বিগত বছরের ট্রেন্ড দেখে সম্ভাব্য তারিখের একটি ধারণা করা হয়েছে। এই বছরেও মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে তৃতীয় সপ্তাহের মধ্যেই প্রকাশিত হবে ২০২৫ এর উচ্চমাধ্যমিক ফলাফল। পরীক্ষার্থীরা এই বছর wbchse.wb.gov.in -এই ওয়েবসাইট থেকে নিজেদের রেজাল্ট দেখে নিতে পারবেন।