চাকরির খবর

WB ICT Computer Teacher Recruitment 2022 | Apply Online ICT Teacher in West Bengal

Advertisement

পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর। রাজ্যে ১৭১৯ স্কুলে কম্পিউটার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই কম্পিউটার শিক্ষক পদে আবেদন করার জন্য কোনোরূপ বি.এড ডিগ্ৰী লাগবে না। প্রতিটি জেলার স্কুলগুলিতে কম্পিউটার শিক্ষক নিয়োগ করা হবে। নিজের জেলায় এমনকি নিজের ব্লক এলাকার স্কুলে চাকরির সুযোগ রয়েছে। পশ্চিমবঙ্গের প্রত্যেক জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন। West Bengal Computer Teacher Recruitment 2022.

WB ICT Computer Teacher Recruitment 2022

পদের নাম- স্কুল কো-অর্ডিনেটর (কম্পিউটার শিক্ষক)।

ICT Computer Teacher Vacancy

১৭১৯ টি। প্রতিটি জেলায় শূন্যপদ রয়েছে।

ICT Computer Teacher Qualification

যেকোনো শাখায় গ্র্যাজুয়েশন পাশ। সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে এক বছরের ডিপ্লোমা অথবা DOEACC- A level অথবা BCA কোর্স করে থাকতে হবে। এছাড়াও সেকেন্ডারি স্কুলে অন্ততপক্ষে এক বছরের কাজের অভিজ্ঞতা এবং হায়ার সেকেন্ডারি স্কুলে দু’বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার বিষয়ে গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট পাশ করে থাকলে অগ্রাধিকার পাবেন। পাশাপাশি বি.এড কোর্স করা থাকলেও অগ্রাধিকার পাবেন। তবে বি.এড কোর্স বাধ্যতামূলক নয়।

চাকরির খবরঃ পৌরসভায় মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ

ICT Computer Teacher Apply Online

আগ্রহী প্রার্থীরা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। ইতিমধ্যেই অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে। http://recruitmentwbict.schoolnetindia.com ওয়েবসাইটে গিয়ে সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করার জন্য আবেদনকারীর একটি বৈধ মোবাইল নম্বর ও একটি বৈধ ইমেল আইডি থাকতে হবে। অনলাইনে আবেদন করার লিঙ্ক নীচে দেওয়া হয়েছে।
আবেদন ফী– শুন্য। অর্থাৎ এই পদে আবেদন করার জন্য কোনোরূপ আবেদন ফী লাগবে না।

ICT Computer Teacher Documents

১) সম্প্রতি তোলা কালার ফটো।
২) বয়সের প্রমাণপত্র।
৩) সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট।
৪) কম্পিউটারের এক বছরের ডিপ্লোমা করার সার্টিফিকেট।
৫) জন্ম তারিখের প্রমাণপত্র বা আধার কার্ড।
৬) ভোটার কার্ড।
৭) বায়ো ডাটা। বায়ো ডাটা পিডিএফ ফরমেটে আপলোড করতে হবে।
৮) সিগনেচার।

উপরোক্ত ডকুমেন্টস গুলি অনলাইনে আবেদন করার সময় আপলোড করতে হবে।

WB COMPUTER TEACHER

 

ICT Computer Teacher Selection Process

লিখিত পরীক্ষা ও ইন্টারিউয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচিত করা হবে।

চাকরির খবরঃ বিশ্ববিদ্যালয়ে নন টিচিং স্টাফ পদে চাকরি

Official Notice: Download Now
Vacancy List: Download Now

Daily Job Update: Click Here
Apply Now: Click Here

Related Articles