অনেক চাকরিপ্রার্থীদের মনে প্রশ্ন থাকে মাধ্যমিক পাশ যোগ্যতায় কি চাকরি পাওয়া যায়? আপনিও যদি পশ্চিমবঙ্গের একজন চাকরিপ্রার্থী হয়ে থাকেন তবে আজকের প্রতিবেদনটি আপনার জন্য। আজকের প্রতিবেদনে আমরা দেখে নেব মাধ্যমিক পাশ যোগ্যতায় এই মুহূর্তে কি কি চাকরির আবেদন চলছে। মাধ্যমিক পাশে কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন চাকরি থাকে।
মাধ্যমিক পাশে সরকারি চাকরি
1) স্কিল ইন্ডিয়ার মাধ্যমে ভারতীয় রেলে কর্মী নিয়োগ- সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে (SECR) সম্প্রতি স্কিল ইন্ডিয়া (Skill India) প্রজেক্টের মাধ্যমে কর্মী নিয়োগ করতে চলেছে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলার চাকরিপ্রার্থীরা এই পদগুলিতে চাকরির জন্য আবেদন করতে পারবেন।
পদের নাম – Trade Apprentice (Welder, Turner, Fitter, Electrician, Etc.)
শিক্ষাগত যোগ্যতা – স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে মাধ্যমিক (১০+২) পাশ সহ NCVT স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডগুলিতে আইটিআই পাশ চাকরিপ্রার্থীরা এই পদগুলিতে চাকরির জন্য আবেদন করতে পারবেন।
বয়সসীমা – আবেদন করার জন্য চাকরিপ্রার্থীর বয়স হতে হবে ন্যূনতম ১৫ বছর থেকে সর্বোচ্চ ২৪ বছরের মধ্যে।
আবেদন পদ্ধতি – সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে চাকরিপ্রার্থীদের। আবেদন করার জন্য apprenticeshipindia.org ওয়েবসাইটে নিজেদের রেজিস্ট্রেশন করতে হবে।
আবেদনের শেষ তারিখ – ২২ জুন, ২০২৩।
Apply Now: Click Here
2) ছাপাখানায় সুপারভাইজার নিয়োগ- সিকিউরিটি প্রিন্টিং এন্ড মিন্টিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (SPMCIL), ইন্ডিয়া গভর্মেন্ট মিন্ট (IGM) -এর পক্ষ থেকে সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হল। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে এই শুন্যপদগুলিতে চাকরির জন্য আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা।
পদের নাম – Supervisor [(OL) Level-A-1], Engraver (Level–B-4), Jr. Technician (Burnisher) Level-W-1
শিক্ষাগত যোগ্যতা – ইংরেজি অথবা হিন্দি বিষয়ে স্নাতকোত্তর, চারুকলা (Fine Arts) বিষয়ে নূন্যতম ৫৫% নাম্বার নিয়ে স্নাতক, মাধ্যমিক পাশ সহ NCVT, SCVT স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যেকোনো ট্রেডে ITI পাশ চাকরিপ্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। হিন্দি থেকে ইংরেজি ভাষায় ট্রান্সলেশানের পূর্ব অভিজ্ঞতা থাকা আবশ্যক। কম্পিউটারে হিন্দি ভাষা সংক্রান্ত কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা জরুরী।
বয়সসীমা – প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। তপশীলি জাতিভুক্ত প্রার্থীদের বয়সের ছাড় রয়েছে।
আবেদন পদ্ধতি – চাকরিপ্রাথীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য igmkolkata.spmcil.com ওয়েবসাইটে নিজেদের রেজিস্ট্রেশন করতে হবে।
আবেদনের শেষ তারিখ – ০৭ জুলাই, ২০২৩।
Apply Now: Click Here
3) ICMR -এ চাকরির সুযোগ- ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR), ন্যাশানাল ইনস্টিটিউট ফর রিসার্চ ইন এনভাইরোমেন্টাল হেল্থ (NIRCH) ভারত সরকারের পক্ষ থেকে সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলার চাকরিপ্রার্থীরা এই পদগুলিতে চাকরির জন্য আবেদন করতে পারবেন।
পদের নাম – Technician, Multi-Tasking Staff (MTS)
শিক্ষাগত যোগ্যতা – Technician পদের জন্য Medical Laboratory Technology/ Computer/ Statistics বিষয়ে ডিপ্লোমা ডিগ্রী প্রাপক চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন। অপরদিকে Multi-Tasking Staff পদের জন্য মাধ্যমিক পাশ চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন।
বয়সসীমা – আবেদনকারী প্রার্থীদের সর্বোচ্চ বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে।
আবেদন পদ্ধতি – সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে চাকরিপ্রার্থীদের। আবেদপনপত্র জমা দেবেন “THE DIRECTOR, ICMR-NATIONAL INSTITUTE FOR RESEARCH IN ENVIRONMENTAL HEALTH, BHAURI BYPASS ROAD, BHOPAL – 462 030” এই ঠিকানায়।
আবেদনের শেষ তারিখ – ১৫ জুলাই, ২০২৩।
Apply Now: Click Here
4) বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ- নেয়াভেলী লিগনাইট কর্পোরেশন লিমিটেড (NLC) তাদের ওয়েবসাইটে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রায় পাঁচশ শূন্যপদে নিয়োগ করতে চলেছে এই সংস্থা। পশ্চিমবঙ্গের যেকোনো জেলার চাকরিপ্রার্থীরা এই পদগুলিতে চাকরির জন্য আবেদন করতে পারবেন।
পদের নাম – Industrial Trainee [Specialized Mining Equipment (SME) Operations, Mines & Mine Support Services]
শিক্ষাগত যোগ্যতা – মাধ্যমিক পাশ সহ স্বীকৃত ITI প্রতিষ্ঠান থেকে Fitter/ Turner/ Electrician/ Welding/ MMV/ Diesel Mechanic/ Tractor Mechanic/ Civil/ Foundry অথবা Cable Jointing ট্রেডে ডিগ্রী প্রাপক চাকরিপ্রার্থীদের NAC সার্টিফিকেট থাকলে Mines & Mine Support Services পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। অপরদিকে Specialized Mining Equipment (SME) Operations পদের জন্য 3 years Diploma in Engineering কোর্স সম্পূর্ণ করা চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন।
বয়সসীমা – আবেদনকারী প্রার্থীদের বয়স হতে হবে সর্বোচ্চ ৩৭ বছরের মধ্যে। SC/ ST প্রার্থীদের ৫ বছর, OBC প্রার্থীদের ৩ বছর বয়সের ছাড় উপলব্ধ আছে।
আবেদন পদ্ধতি – প্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে এই পদগুলিতে চাকরির জন্য আবেদন করতে হবে। আবেদন করার জন্য সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট www.nlcindia.in এ ভিজিট করতে হবে চাকরিপ্রার্থীদের।
আবেদনের শেষ তারিখ – ০৮ জুলাই, ২০২৩।
Apply Now: Click Here
5) ITBP -তে কনস্টেবল নিয়োগ- ইন্দো তিব্বত বর্ডার পুলিশ (ITBP), মিনিস্ট্রি অফ হোম এফেয়ার্স (MHA) -এর মাধ্যমে ড্রাইভার পদে কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সম্প্রতি। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন।
পদের নাম – Constable (Driver)
শিক্ষাগত যোগ্যতা – যেকোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করা চাকরিপ্রার্থীরা এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। সেইসঙ্গে আবেদনকারী প্রার্থীর ভারী যানবাহন চালকের একটি বৈধ লাইসেন্স থাকা আবশ্যক।
বয়সসীমা – উক্তপদে আবেদন করার জন্য প্রার্থীর জন্ম তারিখ হতে হবে ২৭ জুলাই ১৯৯৬ থেকে ২৬ জুলাই ২০০২ -এর মধ্যে।
আবেদন পদ্ধতি – ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য প্রার্থীদের অফিশিয়াল ওয়েবসাইট recruitment.itbpolice.nic.in -এ গিয়ে আবেদন করতে হবে।
আবেদনের সময়সীমা – এই পদগুলিতে নিয়োগের জন্য আবেদন শুরু হচ্ছে আগামী ২৭ জুন ২০২৩ থেকে। আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২৬ জুলাই ২০২৩ তারিখ পর্যন্ত।
Apply Now: Click Here