লাইব্রেরিয়ান নিয়োগ পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশিত! ডাউনলোড করে নিন এক্ষুনি

একগুচ্ছ শূন্যপদে লাইব্রেরিয়ান নিয়োগ হতে চলেছে রাজ্যে। জেলায় জেলায় চলবে এই নিয়োগ প্রক্রিয়া। কিছুদিন আগেই এ বিষয়ের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। তারপর থেকে পরীক্ষার দিনক্ষণ জানার অপেক্ষায় ছিলেন চাকরিপ্রার্থীরা। সম্প্রতি বিধানসভার প্রশ্নোত্তর পর্বে গ্রন্থাগার মন্ত্রী জানান, আগামী ২৭ অগাস্ট অনুষ্ঠিত হতে চলেছে লাইব্রেরিয়ান নিয়োগ পরীক্ষা। এবার প্রকাশ পেল সংশ্লিষ্ট পরীক্ষার অ্যাডমিট কার্ড। ইতিমধ্যে আলিপুরদুয়ার, কোচবিহার, হুগলি, পুরুলিয়া, দক্ষিণ দিনাজপুর জেলার অ্যাডমিট প্রকাশ পেয়েছে। জেলার ওয়েবসাইট মারফত অনলাইনে অ্যাডমিট ডাউনলোড করতে পারবেন প্রার্থীরা। বাকি জেলাগুলিতেও খুব শীঘ্রই অ্যাডমিট প্রকাশ পাবে বলে আশা করা হচ্ছে।
Librarian Recruitment Admit Card 2023
অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন কিভাবে?
- লাইব্রেরিয়ান নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীরা প্রথমে জেলার ওয়েবসাইটে ভিজিট করবেন।
- ওয়েবসাইটের হোমপেজে লাইব্রেরিয়ান পরীক্ষার অ্যাডমিট ডাউনলোডের লিঙ্ক পেয়ে যাবেন। এতে ক্লিক করবেন প্রার্থীরা।
- এরপর প্রয়োজনীয় লগ ইন ডিটেলস দিয়ে সাবমিট করবেন।
- স্ক্রিনে অ্যাডমিট কার্ডটি দেখতে পাবেন। এটি ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন পরীক্ষার্থীরা।
চাকরির খবরঃ রাজ্যে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ
পরীক্ষার দিন অবশ্যই এই অ্যাডমিট কার্ড নিয়ে আসতে হবে পরীক্ষার্থীদের। এই অ্যাডমিটে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় নিয়মাবলী বর্ণনা করা থাকবে। প্রসঙ্গত, প্রায় হাজারের কাছাকাছি শূন্যপদে লাইব্রেরিয়ান নিয়োগ হতে চলেছে রাজ্যে। পুজোর পর এই নিয়োগ প্রক্রিয়া শেষ হবে বলে জানিয়েছেন গ্রন্থাগারমন্ত্রী। উল্লেখ্য, রাজ্যের গ্রন্থাগারগুলিতে প্রচুর শূন্যপদ থাকলেও নিয়োগ হচ্ছে না, অনেকদিন ধরেই এমন দাবি তুলছিলেন চাকরিপ্রার্থীরা। প্রার্থী অভাবে ধুঁকতে থাকা গ্রন্থাগারগুলির বন্ধ হওয়ার খবর প্রায়শই নজরে আসছে। তাই পঞ্চায়েত ভোট কাটতেই নিয়োগে উদ্যোগী হয়েছে রাজ্য। রাজ্য জুড়ে বিভিন্ন গ্রন্থাগার মিলিয়ে মোট ৭৩৭ টি শূন্যপদে নিয়োগ করা হবে প্রার্থীদের। ইতিমধ্যে রাজ্যে লাইব্রেরির সংখ্যা ২,৪৪০। এর মধ্যে ১৩টি সরকারি লাইব্রেরি ও ১৯টি শহুরে লাইব্রেরি। বাকি ২২০৯টি গ্রামীণ লাইব্রেরি রয়েছে রাজ্যে। পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে লাইব্রেরিগুলিতে।