লাইব্রেরিয়ান নিয়োগ ২০২৩, রাজ্যের সব জেলায় নিয়োগ চলছে

লাইব্রেরিয়ান নিয়োগ ২০২৩: সম্প্রতি রাজ্য জুড়ে জেলাভিত্তিক লাইব্রেরিয়ান নিয়োগ ২০২৩ এর বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। লাইব্রেরিয়ান নিয়োগ ২০২৩ এই বিজ্ঞপ্তি অনুসারে আবেদনকরতে ইচ্ছুক প্রার্থীরা যেকোনো জেলায় আবেদন করতে পারবেন। এই বিজ্ঞপ্তি…

Published By: Exam Bangla | Published On:

লাইব্রেরিয়ান নিয়োগ ২০২৩: সম্প্রতি রাজ্য জুড়ে জেলাভিত্তিক লাইব্রেরিয়ান নিয়োগ ২০২৩ এর বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। লাইব্রেরিয়ান নিয়োগ ২০২৩ এই বিজ্ঞপ্তি অনুসারে আবেদনকরতে ইচ্ছুক প্রার্থীরা যেকোনো জেলায় আবেদন করতে পারবেন। এই বিজ্ঞপ্তি অনুযায়ী বিভিন্ন জেলায় মোট শূন্য পদের পরিমাণ বিভিন্ন। ইচ্ছুক প্রার্থীরা লাইব্রেরিয়ান নিয়োগ ২০২৩ এই প্রতিবেদনটিতে কোন জেলায় কত শূন্য পদ রয়েছে সে সম্পর্কে ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে জানতে পারবেন।

লাইব্রেরিয়ান নিয়োগ ২০২৩

লাইব্রেরিয়ান নিয়োগ ২০২৩
পদের নাম রুরাল লাইব্রেরিয়ান
আবেদন শুরু 01/06/2023
আবেদন শেষ 15/06/2023
নিয়োগ পদ্ধতিলিখিত পরীক্ষা ও কম্পিউটার টেস্ট
আবেদনের লিংক given below

West Bengal Librarian Recruitment 2023

পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলাগুলিতে রুরাল লাইব্রেরিয়ান পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যে কোন ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে এই পদগুলিতে চাকরির জন্য আবেদন করতে পারবেন। বিভিন্ন জেলা ভিত্তিক আবেদনের লিংক ও মোট শূন্য পদের তালিকা নীচে টেবিল আকারে প্রকাশ করা হয়েছে।

West Bengal Librarian Recruitment 2023
জেলার নাম মোট শূন্যপদ আবেদনের লিঙ্ক
দক্ষিণ 24 পরগনা 52Apply Now
পুরুলিয়া30Apply Now
পূর্ব বর্ধমান55Apply Now
পশ্চিম বর্ধমান23Apply Now
উত্তর 24 পরগনা60Apply Now
নদীয়া 37Apply Now
জলপাইগুড়ি18Apply Now
হুগলি 52Apply Now
কোচবিহার34Apply Now
আলিপুরদুয়ার6Apply Now
হাওড়া36Apply Now
দার্জিলিং6Apply Now
বাঁকুড়া 31Apply Now
বীরভূম38Apply Now
দক্ষিণ দিনাজপুর14Apply Now
মুর্শিদাবাদ36Apply Now

আরও পড়ুনঃ রাজ্য স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ

শিক্ষাগত যোগ্যতা

রুরাল লাইব্রেরিয়ান পদে আবেদন করার জন্য ইচ্ছুক চাকরি প্রার্থীদের উচ্চ মাধ্যমিক অথবা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে। এছাড়াও লাইব্রেরি এন্ড ইনফরমেশন সাইন্স বিষয়ে পাশ সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক। পরীক্ষার্থীকে বাংলা ভাষা জানতে হবে এবং কম্পিউটার অপারেটিং সিস্টেম সম্পর্কে জ্ঞান রাখতে হবে।

মাসিক বেতন

উত্তীর্ণ প্রার্থীদের প্রত্যেক মাসে 22,700 টাকা প্রদান করা হবে।

বয়স সীমা

প্রার্থীদের বয়স সর্বনিম্ন 18 বছর থেকে সর্বোচ্চ 40 বছরের মধ্যে থাকতে হবে। তফসিলি জাতি ভুক্ত প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের বিশেষ ছাড় রয়েছে। S.C ও S.T প্রার্থীদের জন্য 5 বছর ও O.B.C (A এবং B) প্রার্থীদের জন্য 3 বছরের বিশেষ ছাড় রয়েছে।

join Telegram

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost. All the post write in local language i.e; bengali, so the all candidates can read carefully.

© Exambangla  | All rights reserved

Sitemap | Career