Madhyamik Result 2025: ২ মে মাধ্যমিকের ফল প্রকাশ। জীবনের পরবর্তী পদক্ষেপ করার আগে রেজাল্ট দেখার অপেক্ষায় বসে লক্ষাধিক পরীক্ষার্থী। পাস, ফেলের চিন্তাও রয়েছে। মাধ্যমিকে মোট সাতটি বিষয়, প্রথম ভাষা, দ্বিতীয় ভাষা, ইতিহাস, ভূগোল, অঙ্ক, ভৌতবিজ্ঞান এবং জীবনবিজ্ঞান। প্রতিটি বিষয়েরআলাদা করে নম্বর ১০০। অর্থাৎ মোট ৭০০ নম্বরের পরীক্ষায় ঠিক কত পেলে পাস!
মাধ্যমিক পরীক্ষায় কত নম্বর পেলে পাস?
২০২৫ সালের মাধ্যমিকে পাসের হার কত হতে পারে, তা নিয়ে কথা বলার আগে মধ্যশিক্ষা পর্ষদের নিয়ম জানা জরুরি। এই নিয়ম অনুযায়ী, মোট নম্বরের ভিত্তিতে মাধ্যমিকের পাস-ফেল নির্ধারিত হয় না। প্রতিটি বিষয়ে ন্যূনতম নম্বর পেতেই হয়। বলে রাখি, প্রতিটি বিষয়ে ২৫ নম্বর পেতে হয়। অর্থাৎ ২৫ হল পাশমার্ক। আর মাধ্যমিকে যেহেতু সাতটি বিষয় আছে, তাই ন্যূনতম অন্তত ১৭৫ নম্বর পেলে তবেই পাস করবেন পরীক্ষার্থী।
আরও পড়ুনঃ এই লিংকে মধ্যমিকের রেজাল্ট সর্বপ্রথম দেখা যাবে, সেভ করে রাখুন এই লিংক
২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১০ ফেব্রুয়ারি থেকে। শেষ হয়েছিল ঠিক ২২ ফেব্রুয়ারি তারিখে। শেষদিন ছিল ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা। যে ছাত্র-ছাত্রীদের ঐচ্ছিক বিষয় ছিল না, তাদের পরীক্ষা আগেই শেষ হয়ে গিয়েছিল। তারপর থেকেই চলছে পাস ফেলের চিন্তা। ভালো পরীক্ষা দিয়ে এসেও হারিয়ে যাচ্ছে কনফিডেন্স। তাহলে চলুন জেনে নিই, ২০২৫ মাধ্যমিকের পাশের হার কত হতে পারে?
২০২৫ মাধ্যমিকের পাশের হার কত হতে পারে?
২০২৫ সালের পশ্চিমবঙ্গ মাধ্যমিক (West Bengal Madhyamik 2025) পরীক্ষার ফলাফল এখনও প্রকাশিত হয়নি। তবে, পূর্ববর্তী বছরের ফলাফল ও প্রবণতা দেখে পাশের হার কত হতে পারে, তার কিছু ধারণা করা যেতে পারে।
২০২৪ সালে পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষায় পাশের হার ছিল ৮৩.৩১%। ২০২৪ সালে পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন ৯ লক্ষ ২৩ হাজার ৬৩৬ জন শিক্ষার্থী। উত্তীর্ণ হয়েছেন ৭ লক্ষ ৬৫ হাজার ২৫২ জন পড়ুয়া। এবার পুরনো বছরের তথ্যের দিকে তাকালে, ২০২৩ সালে পরীক্ষার্থী ছিল ৬,৩৭,১০৫ জন। পাশ করেছে ৫,৪৮,৯০৯ জন।
পরিসংখ্যান দেখলে বোঝা যায়, যেহেতু ২০২৪ সালের পাশের হার ৮৩.৩১% ছিল, এবং পাশের সংখ্যাও নিতান্তই কম ছিল না। এমন পরিস্থিতিতে ২০২৫ সালে পাশের হার আরও কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে, অবশ্যই এটি নির্ভর করবে পরীক্ষার মান, শিক্ষার্থীদের প্রস্তুতি, এবং অন্যান্য বিভিন্ন বিষয়ের উপর। তাই এবার ফলাফল প্রকাশিত হলে, আপনি সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাধ্যমে ফলাফল জানতে পারবেন।