ওবিসি সেন্ট্রাল হোস্টেল গাজল এবং রাতুয়া ব্লকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো সম্প্রতি। যেকোনো ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে এই পদগুলিতে চাকরির জন্য আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি ইত্যাদি বিস্তারিত তথ্য উল্লেখ করা হলো আজকের এই প্রতিবেদনে।
Employment No. – 349/BCW(MLD)
পদের নাম – Superintendent
মোট শূন্যপদ – ২ টি।
শিক্ষাগত যোগ্যতা – স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক চাকরিপ্রার্থীরা এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন।
মাসিক বেতন – ১২,০০০ টাকা।
চাকরির খবরঃ এয়ারপোর্টে উচ্চমাধ্যমিক পাশে কর্মী নিয়োগ
[quads id=10]
পদের নাম – Caretaker
মোট শূন্যপদ – ১ টি।
শিক্ষাগত যোগ্যতা – যেকোনো বোর্ডের স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ চাকরিপ্রার্থীরা এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন।
মাসিক বেতন – ৮,০০০ টাকা।
এছাড়াও Cook, Helper, Night Guard ইত্যাদি একাধিক পদে করা হবে নিয়োগ।
আবেদন পদ্ধতি – ইচ্ছুক চাকরিপ্রার্থীদের সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অফলাইনে আবেদন জানানোর জন্য চাকরিপ্রার্থীদের মালদা জেলার অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্রটি ডাউনলোড করে সেটিকে যথাযথভাবে পূরণ করে নির্দিষ্ট দপ্তরে জমা দিতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা – Office of the Project Officer-cum-District Welfare Officer, Backward Classes Welfare & Tribal Development, Malda, Cemetry Road Near BT College, PO – Malda, PS – English bazar, Dist – Malda, PIN – 732101
চাকরির খবরঃ রাজ্যে ব্লক কো-অর্ডিনেটর পদে কর্মী নিয়োগ
[quads id=10]
নিয়োগ পদ্ধতি – সুপারেনটেনডেন্ট এবং কেয়ারটেকার পদের জন্য লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। অন্যান্য পদগুলির জন্য সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদনের শেষ তারিখ – ১৪ জুন, ২০২৩।
[quads id=10]
Official Notification: Download Now
Official Website: Click Here







