পশ্চিমবঙ্গ রাজ্যের পৌরসভার নিয়োগ নিয়ে এবারের কড়া সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের। এতদিন পর্যন্ত কলকাতা সহ পশ্চিমবঙ্গ রাজ্যের একাধিক পৌরসভার নিয়োগের ক্ষেত্রে কোন রকম সঠিক পদ্ধতি মেনে নিয়োগ করা হচ্ছিল না। যখন যেমন পৌরসভার প্রয়োজন হয়েছে তখন নিজেদের ভিতর থেকেই চাকরিপ্রার্থীদের নিয়োগ করেছে পৌরসভা গুলি। এই খবর সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছতেই এই পদ্ধতি বন্ধ করে সঠিক নিয়োগ পদ্ধতি অবলম্বন করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গ রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য এই নির্দেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
WB Municipality Recruitment
পৌরসভা কর্মী নিয়োগের সম্ভাবনা:
চাকরিপ্রার্থীদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গ রাজ্যে ২০২৬ সালে রয়েছে বিধানসভার নির্বাচন। নির্বাচনের পূর্বে সমস্ত রাজ্যের নিয়োগ পদ্ধতিতে স্বচ্ছতা আনার প্রচেষ্টা চালাচ্ছেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ এক্ষেত্রে বলা যেতে পারে, কিছুদিনের মধ্যেই চাকরিপ্রার্থীদের জন্যেও আসতে পারে দুর্দান্ত সুখবর। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের পূর্বেই পশ্চিমবঙ্গ রাজ্যের একাধিক পৌরসভায় কর্মী নিয়োগ হতে পারে বলে মনে করছেন বহু বিশেষজ্ঞ। তবে এবার প্রশ্ন হচ্ছে, কোন পদ্ধতি মেনে পৌরসভা গুলি কর্মী নিয়োগ করবে?
পৌরসভায় কর্মী নিয়োগের পদ্ধতি:
সম্প্রতি পশ্চিমবঙ্গ রাজ্যের পৌরসভা গুলির ইচ্ছামত কর্মী নিয়োগের অভিযোগ নবান্নে পৌঁছন মাত্রই এই বিষয়ে কড়া নির্দেশ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। যেখানে তিনি স্পষ্ট ভাবে বলেছেন যে পৌরসভা গুলির এই ইচ্ছামতো কর্মী নিয়োগের প্রভাব পরবর্তীকালে রাজ্য সরকারের উপর এসে পড়তে পারে। এবার থেকে এই সমস্ত সমস্যাগুলি তৈরি হওয়ার আগেই মুখ্যমন্ত্রী সঠিক পদক্ষেপ গ্রহণ করতে চান। এই উদ্দেশ্য তিনি পৌরসভায় কর্মী নিয়োগের জন্য ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনকে বেছে নিয়েছেন। এছাড়াও মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে, পশ্চিমবঙ্গ রাজ্যের কোন পৌরসভা এবার থেকে আর নিজেদের ইচ্ছামত কর্মী নিয়োগ করতে পারবে না। পৌরসভায় কর্মী নিয়োগের জন্য ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনের সহায়তায় সঠিক নিয়োগ পদ্ধতি অবলম্বন করে কর্মীদের নিয়োগ করতে হবে।
আরও পড়ুনঃ মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে একনজরে দেখে নিন
রাজ্যের পৌরসভার বিরুদ্ধে অভিযোগ:
পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন পৌরসভা গুলির পক্ষ থেকে বর্তমানে নিজেদের ইচ্ছামত কর্মী নিয়োগ হয়ে থাকে। এর ফলে চাকরিপ্রার্থীদের জন্য অবিচার হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ রাজ্যের একাধিক নিয়োগ নিয়ে দুর্নীতির খবর উঠে এসেছে শিরোনামে। রাজ্য সরকার কর্মী নিয়োগের বিষয়গুলি থেকে দুর্নীতি একেবারে নির্মূল করার প্রচেষ্টায় উদ্যত হয়েছে। এই কারণেই এবার পশ্চিমবঙ্গ রাজ্যের পৌরসভার নিয়োগে আসতে চলেছে বিরাট পরিবর্তন।
২০১৮ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিমবঙ্গ রাজ্যে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশন আইন গঠিত হয়। ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসের ২ তারিখ থেকে এই আইন গোটা পশ্চিমবঙ্গে কার্যকর হয়েছিল। মূলত রাজ্যের পৌরসভা গুলিতে কর্মী নিয়োগের বিষয়টিকে একসাথে নিয়ে আসার উদ্যোগেই এই কমিশন গঠন করা হয়। এতদিন পর্যন্ত এই নিয়ম সততার সঙ্গে অবলম্বন করা না হলেও এবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই বিষয়ের স্বচ্ছতা আসতে চলেছে।