পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অধীনস্থ বিভিন্ন জেলে জেল পুলিশ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মাধ্যমিক পাশেই এই শূন্যপদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। যেকোনো ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে এই শূন্যপদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। মোট শূন্যপদ, বয়সসীমা, মাসিক বেতন ইত্যাদি বিস্তারিত তথ্য উল্লেখ করা হলো আজকের এই প্রতিবেদনে।
Employment No.- WBPRB/NOTICE – 2023/ 26 (Warder/Female Warder-23)
পদের নাম- জেল পুলিশ (Warder/Female Warder)
মোট শূন্যপদ- ১৩০ টি। (পুরুষ- ১০০ টি, মহিলা- ৩০ টি।)
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে মাধ্যমিক অথবা সমতুল্য পরীক্ষায় পাশ করা চাকরিপ্রার্থীরা এই শূন্যপদে চাকরির জন্যে আবেদন করতে পারবেন।
WBP Jail Police WhatsApp Group
মাসিক বেতন- ROPA 2019 এর Pay Level 6 অনুযায়ী ২২,৭০০/- টাকা থেকে ৫৮,৫০০/- টাকা।
বয়সসীমা- ১ জানুয়ারি ২০২৩ তারিখ অনুযায়ী চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় উপলব্ধ আছে।
জেল পুলিশ পরীক্ষার সিলেবাস ডাউনলোড করুন
আবেদন পদ্ধতি- পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট prb.wb.gov.in অথবা পশ্চিমবঙ্গ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট wbpolice.gov.in -এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে চাকরিপ্রার্থীদের। যার জন্য প্রার্থীদের একটি বৈধ মোবাইল নম্বর এবং ইমেইল আইডি থাকা আবশ্যক। ওয়েবফর্মের মাধ্যমে আবেদন জানানোর সময় প্রতিটি কাগজপত্রের কপি স্ক্যান করে আপলোড করতে হবে।
WBP Jail Police Best Book 👇👇👇
শারীরিক যোগ্যতা- পুরুষ এবং মহিলা আবেদনকারীদের শারীরিক যোগ্যতার পরিমাপ উল্লেখ করা হল।
চাকরির খবরঃ ৪৪৫১ টি শূন্যপদে ব্যাংকে কর্মী নিয়োগ
আবেদন ফি- সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের কেবলমাত্র প্রসেসিং ফি বাবদ ২০/- টাকা জমা দিতে হবে। অন্যদিকে অসংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ২২০/- টাকা আবেদন ফি জমা দিতে হবে।
নিয়োগ পদ্ধতি- লিখিত পরীক্ষা, শারীরিক পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।

আবেদনের শেষ তারিখ- অনলাইনে আবেদন শুরু হবে আগামী ৬ আগস্ট, ২০২৩ তারিখ থেকে এবং আবেদন গ্রহণ করা হবে ২৬ আগস্ট, ২০২৩ তারিখ পর্যন্ত।
Official Notification: Download Now
Official Website: Click Here