এক নজরে
West Bengal Police Sub Inspector 2019 Result: বহু প্রতিক্ষার পর প্রকাশিত হলো West Bengal Police Sub Inspector 2019 Result (UB & AB). এদিন 6 ফেব্রুয়ারি WBP Sub Inspector পদের চূড়ান্ত লিখিত পরীক্ষার ফলাফল হয়েছে। যেসব প্রার্থীরা 2019 WBP Sub Inspector পদের মেইন পরীক্ষা দিয়েছেন তারা অবশ্যই রেজাল্ট চেক করবেন। আজকের পোষ্টে রেজাল্ট চেক করার ডাইরেক্ট লিংক দেওয়া হয়েছে। সরাসরি লিংকে ক্লিক করে রেজাল্ট চেক করতে পারবে।
আরো পড়ুন: মাধ্যমিক পাশে ৫ হাজার শূন্যপদে কর্মী নিয়োগ
West Bengal Police Sub Inspector 2019 Result
যেসব প্রার্থীরা চূড়ান্ত ধাপের লিখিত পরীক্ষায় পাশ করেছেন তাদের সকলকে অভিনন্দন। চূড়ান্ত ধাপে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সমস্ত প্রার্থীদের পরবর্তী ধাপ পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ। খুব শীঘ্রই ইন্টারভিউ -এর তারিখ প্রকাশ করবে পশ্চিমবঙ্গ পুলিশ। West Bengal Police Sub Inspector 2019 Interview Date প্রকাশিত হলে এই ওয়েবসাইটে আপডেট দেওয়া হবে।
আরো পড়ুন: অষ্টম শ্রেণী পাশে কলেজে গ্রুপ-ডি কর্মী নিয়োগ
West Bengal Police Sub Inspector Result 2019
আরও পড়ুন: উচ্চ মাধ্যমিক পাশের সমবায় ব্যাংকের চাকরি
Check West Bengal Police Sub Inspector Result 2019
- Step- 1: WBP SI Result চেক করার জন্য নিচে দেওয়া বাটনে ক্লিক করতে হবে।
- Step- 2: সেখানে নিজের জেলা নির্বাচন করতে হবে। তারপর WBP SI পরীক্ষার অ্যাপ্লিকেশন সিরিয়াল নম্বর দিতে হবে। তার ঠিক নিচে দিতে হবে জন্মতারিখ। জন্মতারিখ দিতে হবে (DD/MM/YYYY) ফরমেটে।
- Step- 3: তারপরে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এইভাবে খুব সহজে West Bengal Police Sub Inspector 2019 Result চেক করতে পারবেন।
West Bengal Police Sub Inspector 2019 Interview Date
2019 সালের West Bengal Police Sub Inspector পদের চূড়ান্ত ধাপে লিখিত পরীক্ষায় পাশ করা প্রার্থীরা ইন্টারভিউতে ডাক পাবেন। ইন্টারভিউ হবে 30 নম্বরের। 30 নম্বরের মধ্যে 8 নম্বর পেলে ইন্টারভিউ পাস করতে পারবে প্রার্থীরা। ইন্টারভিউ -এর তারিখ ঘোষণা হলে আপডেট দেওয়া হবে।
West Bengal Police Sub Inspector 2019 Final Merit List
West Bengal Police Sub Inspector 2019 Final Merit List প্রকাশিত হয় Main Exam ও ইন্টারভিউয়ের নম্বরের উপর ভিত্তি করে। একজন প্রার্থীর Fianal Written Exam -এ পাওয়া নম্বর এবং ইন্টারভিউয়ে পাওয়া নম্বর সমষ্টি করে চূড়ান্ত মেধাতালিকা তৈরী হয়।