একদিনে ৩ টি পুলিশ পরীক্ষার রেজাল্ট, এক্ষুনি দেখে নিন

বহু আকাঙ্খিত প্রতীক্ষার অবসান। একই দিনে রাজ্যের দুই গুরুত্বপূর্ণ পরীক্ষার রেজাল্ট ঘোষণা। অবশেষে প্রকাশিত হলো West Bengal Police Sub Inspector (UB & AB) এবং Wireless Operator in WB Police Telecommunication…

Published By: ExamBangla.com | Published On:

বহু আকাঙ্খিত প্রতীক্ষার অবসান। একই দিনে রাজ্যের দুই গুরুত্বপূর্ণ পরীক্ষার রেজাল্ট ঘোষণা। অবশেষে প্রকাশিত হলো West Bengal Police Sub Inspector (UB & AB) এবং Wireless Operator in WB Police Telecommunication -এর রেজাল্ট। এদিন রাজ্য পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে প্রকাশিত হয়েছে এই দুই গুরুত্বপূর্ণ চাকরির প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল। যে সমস্ত চাকরিপ্রার্থী এই পরীক্ষা দিয়েছিলেন তারা নিম্নে দেওয়া লিঙ্কে ক্লিক করে সরাসরি দেখে নিন নিজের রেজাল্ট।

WBP Sub Inspector Preliminary Result

যারা পরবর্তী ধাপের জন্য উত্তীর্ণ তাদের অভিনন্দন। এর পরের ধাপে রয়েছে Physical Measurement Test (PMT) এবং Physical Efficiency Test (PET). তারপর রয়েছে লিখিত মেন পরীক্ষা এবং ইন্টারভিউ।

গত ৫ ডিসেম্বর, ২০২১ সালে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, ১০৮৮ টি শূন্যপদে নিয়োগের জন্য সাব- ইন্সপেক্টর প্রিলিমিনারি পরীক্ষা সংঘটিত হয়েছিল। তারই ফলাফল প্রকাশিত এদিন বুধবার। PMT & PET শুরু হবে ২৮ শে এপ্রিল, ২০২২ থেকে। PMT & PET পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড ২১ শে এপ্রিল থেকে wbprb.applythrunet.co.in ওয়েবসাইটে পাওয়া যাবে।

WBP Wireless Operator Preliminary Result

অন্যদিকে, Wireless Operator-এর ক্ষেত্রে শূন্যপদ ছিল ১১২৬ টি (পুরুষ), ১২৫ টি (মহিলা)। এই পদের পরবর্তী ধাপের PMT & PET পরীক্ষা হবে ৩০ শে এপ্রিল ২০২২ থেকে। অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে ২৫ শে এপ্রিল থেকে।

WBP Sub Inspector Preliminary Cut Off

(UB & AB) (Male)

  • Unreserved- 126.5
  • S.T- 88
  • S.C- 115.5
  • OBC-A- 114
  • OBC-B- 124

Cut Off (Female):

  • Unreserved- 113
  • S.T- 83.5
  • S.C- 98
  • OBC-A- 89
  • OBC-B- 106

Wireless Operator Preliminary Cut Off

For Male Candidates:

  • Unreserved- 59.25
  • S.T- 23.5
  • S.C- 46
  • OBC-A- 47.75
  • OBC-B- 56.25

For Female Candidates:

  • Unreserved- 42.75
  • S.T- 6.5
  • S.C- 13.25
  • OBC-A- 6.75
  • OBC-B- 33.5

প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট দেখবেন কিভাবে?

1. পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট wbpolice.gov.in অথবা https://prb.wb.gov.in/ -তে ভিজিট করুন।
2. Results section
3. Application S.I No. লিখুন, জন্মতারিখ দিন (DOB) এবং নিজের জেলা নির্বাচন করুন।
4. Submit করুন।

WBP SI Preliminary Result: Click Here
Wireless Operator Result: Click Here

পাশাপাশি এদিন পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বর্ডার তরফ থেকে Excise Constable, Lady Excise Constable চূড়ান্ত লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। নীচে দেওয়া লিংকে ক্লিক করে ফলাফল দেখতে পারবেন।
Excise Constable Result: Click Here

পরবর্তী ক্ষেত্রে চাকরির পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। মেন পরীক্ষা সম্পর্কিত সমস্ত তথ্য অফিসিয়াল ভাবে ঘোষণা হবার সঙ্গে সঙ্গেই আমাদের ওয়েবসাইট পোস্ট করা হবে।

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost. All the post write in local language i.e; bengali, so the all candidates can read carefully.

© Exambangla  | All rights reserved

Sitemap | Career