পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য দারুন সুখবর। প্রচুর শূন্যপদে কনস্টেবল নিয়োগের ঘোষণা হয়েছে রাজ্যে। সম্প্রতি মন্ত্রীসভার বৈঠকে এই সিদ্ধান্তে শিলমোহর পড়েছে। পঞ্চায়েত ভোটের আগে মুখ্যমন্ত্রী কড়া নির্দেশ দিয়েছিলেন অতি দ্রুত সারতে হবে নিয়োগ প্রক্রিয়া। ভোট মিটতেই তৎপর রাজ্য প্রশাসন। সোমবার মন্ত্রীসভার বৈঠকে হাজার হাজার শূন্যপদে কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। আর এই ঘোষণার পরই মুখে হাসি ফুটেছে রাজ্যের চাকরিপ্রার্থীদের।
পঞ্চায়েত ভোটের কারণে সরগরম ছিল রাজ্য রাজনীতি। তাই নির্বাচন মিটতেই মন্ত্রী ও আধিকারিকদের নিয়ে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। গত সোমবার নবান্নে আয়োজিত হয়েছিল মন্ত্রীসভার বৈঠক। এই বৈঠকে কলকাতা পুলিশের ২৫০০টি শূন্যপদে কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, এই নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। সূত্রের খবর, অতি শীঘ্রই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বোর্ডের তরফে। আবেদন জানানোর সময়সীমা-সহ বিস্তারিত জানানো হবে তখনই। পশ্চিমবঙ্গ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট (prb.wb.gov.in) ও (wbpolice.gov.in) থেকে এ বিষয়ে আপডেট পাবেন প্রার্থীরা।
আরও পড়ুনঃ মাধ্যমিক পাশে রাজ্যে জেল পুলিশ নিয়োগ
[quads id=10]
শুধু তাই নয়, ৪৪০ জন লোয়ার ডিভিশন ক্লার্ক, দমকল বিভাগে ৮৬ জন কর্মী, ও ৫৪৬৮ টি পদে কমিউনিটি হেলথ অফিসারও নিয়োগ করতে চলেছে রাজ্য। সবমিলিয়ে এই বিপুল শূন্যপদে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের মন্ত্রীসভা। আশা করা যাচ্ছে, বেশি বিলম্ব না করে শীঘ্রই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে বোর্ড। আর কিছু দিনের অপেক্ষা। তারপরেই প্রতীক্ষা সফল হবে চাকরিপ্রার্থীদের।
[quads id=10]







