WBP Wireless Operator Recruitment 2021: Eligibility Criteria, Syllabus, Apply Online for WBP Wireless Operator

WBP Wireless Operator Recruitment 2021: West Bengal Police -এর তরফ থেকে উচ্চ মাধ্যমিক পাশে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ করা হবে West Bengal Police -এর Telecommunication বিভাগে। বিজ্ঞপ্তি নং…

Published By: ExamBangla.com | Published On:

WBP Wireless Operator Recruitment 2021: West Bengal Police -এর তরফ থেকে উচ্চ মাধ্যমিক পাশে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ করা হবে West Bengal Police -এর Telecommunication বিভাগে। বিজ্ঞপ্তি নং এবং পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ- 19/02/2021, উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবেন। West Bengal Police Telecommunications Recruitment 2021.

WBP Wireless Operator Recruitment 2021

West Bengal Police Wireless Operator Recruitment 2021. Advertisement No.- WBPRB/ NOTICE- 2021/9 (WSRT- 20), and the date of publication of notification is 19/02/2021. Latest Recruitment Notification for WBP Wireless Operator. Here, West Bengal Police Wireless Operator Official Notification Download. WBP Wireless Operator Recruitment Notice Download Now.

WBP Wireless Operator Recruitment 2021

Name of the Post

Wireless operator (ওয়্যারলেস অপারেটর). পশ্চিমবঙ্গ পুলিশের টেলিকমিউনিকেশন বিভাগে (WBP Telecommunication Department) এই কর্মী নিয়োগ করা হবে।

WBP Wireless Operator Vacancy

West Bengal Police (WBP) Wireless Operator 2021 Total Vacancy- 1251.

Sl. No.CategoryNo. of vacancies
MaleFemale
1.UR61868
2.SC24828
3.ST688
4.OBC-A 11312
5.OBC-B799
Total1126125

WBP Wireless Operator Qualification

West Bengal Police Wireless Operator পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা হতে হবে, WBCHSE বা যেকোনো অনুমোদিত বোর্ড থেকে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ (Higher Secondery Pass). উচ্চমাধ্যমিকে বিষয় হিসেবে পদার্থবিদ্যা এবং গণিত পড়ে থাকতে হবে।

Download: WBP Constable Syllabus 2021

পাশাপাশি আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক (Indian Citizen) হতে হবে। আবেদনকারীকে বাংলা ভাষা পড়তে লিখতে এবং বলতে জানতে হবে। যেসব প্রার্থীদের মাতৃভাষা নেপালি, তাদের ক্ষেত্রে বাংলা ভাষা না জানলেও আবেদন করা যাবে।

Age Limit (As on 01/01/2021)

WBP Wireless Operator Age Limit

  • UR- 18 to 27 years.
  • SC/ ST- 18 to 32 years.
  • OBC- 18 to 30 years.

Download: WBP Constable Previous years Questions PDF

কেবল পশ্চিমবঙ্গের SC/ ST/ OBC প্রার্থীরা সর্বোচ্চ বয়স সীমায় ছাড় পাবেন। অন্যান্য রাজ্যের সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সাধারণ প্রার্থী হিসেবে বিবেচিত হবেন।

WBP Wireless Operator Salary

West Bengal Police Wireless Operator Salary is given as per existing rules.

WBP Wireless Operator Selection Process

West Bengal Police Wireless Operators will be selected through five steps.

  • Preliminary Examination- 100 Marks.
  • Physical Measurement Test (PMT)- Need to Qualify.
  • Physical Efficiency Test (PET)- Need to Qualify.
  • Final Written Examination- 85 Marks.
  • Personality Test/ Interview- 15 Marks.

WBP Wireless Operator Syllabus

WBP Wireless Operator Syllabus 2021. West Bengal Police Wireless Operator পদে প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস অর্থাৎ কোন বিষয় থেকে কত নম্বর আসবে, তা নিচে দেওয়া হল। West Bengal Police Wireless Operator Preliminary Syllabus Download.

WBP Wireless Operator Syllabus 2021
SubjectNo. of QuestionsMarks
General Knowledge & Current Affairs4040 Marks
Mathematics2020 Marks
Everyday Physical Science2020 Marks
Logical and Analytical Reasoning2020 Marks
Total- 100100 Marks
Duration1 Hours 30 Minutes
Exam TypeMCQ
Negetive Marking0.25

Physical Measurement Test (PMT)

Physical Measurement Test for WBP Wireless Operator. WBP Wireless Operator Height, Weight & Chest details.

1)গোর্খা, গাড়োয়ালিস, রাজবংশী, সিডিউল ট্রাইব শ্রেণীভূক্ত প্রার্থী বাদে বাকি সবার ক্ষেত্রে,

  • Height- Male: 167 cm, Female- 160 cm.
  • Weight- Male: 56 kg (minimum), Female- 48 kg (minimum).
  • Chest- Male: 78 cm (+ 5 cm expansion), Female- Not Applicable

2)গোর্খা, গাড়োয়ালিস, রাজবংশী, সিডিউল ট্রাইব শ্রেণীভূক্ত প্রার্থীদের ক্ষেত্রে,

  • Height- Male: 160 cm, Female- 155 cm.
  • Weight- Male: 52 kg (minimum), Female- 45 kg (minimum).
  • Chest- Male: 76 cm (+ 5 cm expansion), Female- Not Applicable

Download: WBP Sub Inspector Syllabus 2021

WBP Wireless Operator Recruitment 2021

Physical Efficiency Test (PET)

WBP Wireless Operator PET. পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 3 মিনিটের মধ্যে 800 মিটার দৌড়াতে হবে। এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 2 মিনিটে 400 মিটার দৌড়াতে হবে।

  • Male Candidates- 800m run within 3 min.
  • Female Candidates- 400m run within 2 min.

Main Exam Syllabus

West Bengal Police Wireless Operator Main Exam will be conducted through two parts. পশ্চিমবঙ্গ পুলিশের ওয়্যারলেস অপারেটর পদের চূড়ান্ত ধাপের লিখিত পরীক্ষা বা Main Exam নেওয়া হবে দুটি পার্টে। যেসব প্রার্থীরা PMT & PET পাশ করবেন কেবল সেইসব প্রার্থীরা চূড়ান্ত ধাপে লিখিত পরীক্ষায় বসতে পারবেন। Final Written Exam full Marks 100.

  • Part- I: 70 Marks.
  • Part- II: 15 Marks.

Part- I: উচ্চ মাধ্যমিক স্তরের পদার্থবিদ্যা এবং গনিত থেকে এই বিভাগে প্রশ্ন থাকবে। পরীক্ষা হবে 70 নম্বরের। প্রশ্নের সংখ্যা 70 টি। অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান এক। প্রশ্ন হবে mcq টাইপের। সময়সীমা- 1 ঘন্টা। প্রশ্নপত্র কেবল ইংরেজি ভাষায় থাকবে। নেগেটিভ মার্কিং 0.25

Part- II: এই বিভাগে ইংরেজি থেকে বাংলা অথবা নেপালি ভাষায় অনুবাদ করতে হবে। পরীক্ষা হবে 15 নম্বরের। পরীক্ষার সময় সীমা 30 মিনিট।

প্রসঙ্গত, Part- I এবং Part- II এর পরীক্ষা একই দিনে হবে।

WBP Wireless Operator Interview

West Bengal Police Wireless Operator Interview full Marks 15. যেসব প্রার্থীরা চূড়ান্ত ধাপের লিখিত পরীক্ষায় পাশ করবেন, সেইসব প্রার্থীরা ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্টে অংশগ্রহণ করতে পারবেন। Main Exam -এর নম্বর এবং ইন্টারভিউ -এর নম্বর মিলিয়ে চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ করা হবে।

Download: WBP SI Previous years Questions PDF

Application Process

Application Process for Recruitment to the Post of WBP Wireless Operator 2021. পশ্চিমবঙ্গ পুলিশের Wireless Operator পদে আবেদন করতে হবে অনলাইনে। West Bengal Police -এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। West Bengal Police Official Website- www.wbpolice.gov.in

Application Fees

পশ্চিমবঙ্গ পুলিশের ওয়্যারলেস অপারেটর পদে আবেদন করার জন্য আবেদন ফি বাবদ জমা দিতে হবে 275/- টাকা (জেনারেল এবং ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে), 25/- টাকা (পশ্চিমবঙ্গের SC/ ST প্রার্থীদের ক্ষেত্রে)। Application Fees for Wireless Operator in West Bengal Police

  • UR/ OBC- Rs. 275/-
  • SC/ ST- Rs. 25/-

WBP Wireless Operator Last Date

WBP Wireless Operator পদে আবেদন করার শেষ তারিখ 22/03/2021.

WBP Wireless Operator Official Notice Download

Download WBP Wireless Operator Official Notification Pdf. Download link is given below-

Click here

WBP Wireless Operator Apply Online link

West Bengal Police Wireless Operator Apply link is given below-

Click here

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost. All the post write in local language i.e; bengali, so the all candidates can read carefully.

© Exambangla  | All rights reserved

Sitemap | Career