অন্যান্য খবর

Primary TET 2023 Form Fill-up Step By Step | আবেদন জানানোর সঠিক পদ্ধতি জেনে নিন

Share

চলতি বছরের ডিসেম্বর মাসে প্রাইমারি টেট পরীক্ষা আয়োজন করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ডিসেম্বরের ১০ তারিখ হবে পরীক্ষাটি নির্দিষ্ট করা হয়েছে পরীক্ষার জন্য। যথারীতি পরীক্ষার ঠিক দুই মাস আগে সেপ্টেম্বর থেকেই ফর্ম ফিল আপ শুরু করে দিয়েছে পর্ষদ। গতকাল সন্ধ্যা থেকে আরম্ভ হয়েছে আবেদন গ্রহণ প্রক্রিয়া। যে সকল প্রার্থীরা এবছর টেটের আবেদন জানাতে ইচ্ছুক, তাঁরা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট মারফত আবেদন জানাতে পারবেন। কিভাবে আবেদন জানাবেন, তা স্টেপ বাই স্টেপ বলা হল এই প্রতিবেদনে।

Primary TET 2023

১) টেট পরীক্ষার আবেদন জানানোর জন্য প্রার্থীকে প্রথমে (wbbpe.org) ওয়েবসাইটে যেতে হবে।
২) এরপর হোমপেজে অবস্থিত (Application for
Teacher Eligibility Test-2023 (TET-2023) লিঙ্কে ক্লিক করতে হবে।
৩) এরপর স্ক্রিনে প্রদর্শিত বক্সে ইমেল অ্যাড্রেস ও মোবাইল নম্বরটি দেবেন। এরপর একটি ওটিপি আসবে। সেই ওটিপি-টি লিখে সাবমিট করে দিতে হবে।
৪) এরপর পার্সোনাল ডিটেলসের ফর্ম ফিল করতে হবে। এখানে নাম, অভিভাবকের নাম, জন্ম তারিখ,ক্যাটেগরি, সাব ক্যাটেগরি, মোবাইল নম্বর, ইমেল আইডি, জেন্ডার, আধার নম্বর, আপনার মাতৃভাষা বক্সগুলি ফিল করতে হবে। আপনি যদি PWD শ্রেণীতে পড়েন তবে সেটাও এই ফর্ম থেকে সিলেক্ট করতে হবে।

আরও পড়ুনঃ চলতি বছরের প্রাইমারি টেট পরীক্ষা কারা দিতে পারবে

৫) পার্সোনাল ডিটেলসের পর অ্যাড্রেস ডিটেলস ফিল করতে হবে পরীক্ষার্থীদের। এখান থেকে আপনার বাড়ির নম্বর, গ্রাম/রাস্তার নাম, পোস্ট অফিস, ব্লক, পুলিশ স্টেশন, জেলা, রাজ্য, পিন কোড পূরণ করতে হবে।
৬) এরপর আপনার এডুকেশনাল ডিটেলস ফিল করতে হবে। এখানে আপনার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার বোর্ড, পাশের বছর, প্রাপ্ত নম্বর, ও পার্সেন্টেজ লিখে পূরণ করতে হবে। একই রকম ভাবে স্নাতকের ডিটেলস দিতে হবে আপনাদের।
৭) এরপরের ধাপে আপনার ট্রেনিং যোগ্যতা আপলোড করতে হবে। অর্থাৎ এখান থেকে আপনার ডি.এল.এড, বি.এল.এড, অথবা ডি.এড, কোর্স সম্পর্কিত তথ্যগুলি দিতে হবে। যার মধ্যে কোর্স ধরণ, কোর্স স্টেট, এক্সামিনেশন বডি, সেশন, আপনি পাশ করেছেন না কোর্স করছেন, পাশ করে থাকলে কোন বছরে করেছেন তার সম্পূর্ণ ডিটেলস
দিতে হবে।
৮) এরপরের ধাপে ডকুমেন্ট আপলোড করতে হবে প্রার্থীদের। এখানে আপনাকে দিতে হবে সই, ছবি, প্রাথমিকের শিক্ষক ট্রেনিংয়ের প্রমাণপত্র, আধার কার্ড। সকল ডকুমেন্ট আপলোড হয়ে গেলে ‘সেভ অ্যান্ড ড্রাফট’ অপশনে ক্লিক করতে হবে। এখান থেকে প্রয়োজনে আগের তথ্য এডিট করতে পারবেন। আর যদি এডিট করতে না চান তবে ‘ডিক্লিয়ারেশন’ অপশনে ক্লিক করে সাবমিট অ্যান্ড পে তে ক্লিক করতে হবে।
৯) এরপর আবেদন ফি পেমেন্ট করতে হবে ও আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে। সবশেষে একটি রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড পাবেন। এটি অবশ্যই নিজেদের কাছে রেখে দেবেন প্রার্থীরা।

পরীক্ষা শুরুর কিছুদিন আগে অ্যাডমিট কার্ড দেওয়া হবে। রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ডটি ব্যবহার করে লগ ইন করবেন। সেখান থেকে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন প্রার্থীরা। এ বিষয়ে যে কোন আপডেট পেতে পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখবেন।

সর্ব শেষ প্রকাশিত

WBP Constable Practice Set 2024 | পুলিশ কনস্টেবল সাজেস্টিভ প্র্যাকটিস সেট ২১

WBP Constable Practice Set 2024: পশ্চিমবঙ্গ পুলিশের তরফে কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগ ২০২৪ -এর…

1 hour ago

ভারতের জাতীয় প্রতীক | National Symbol of India

ভারতের জাতীয় প্রতীক: ১৯৪৭ সালে তদানীন্তন ব্রিটিশ সরকারের থেকে দেশ ভাগের মাধ্যমে স্বাধীনতা অর্জন করে…

8 hours ago

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 | 14 মে 2024 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির…

11 hours ago

WB Gram Panchayet Practice Set 2024 | গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট ১০

WB Gram Panchayet Practice Set 2024: পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে…

1 day ago

এক সপ্তাহের মধ্যেই ৫০ শতাংশ হারে ডিএ পাবেন সরকারি কর্মীরা! রাজ্য সরকারি কর্মীদের জন্য নয়া চমক

চাঞ্চল্যকর তথ্য উঠে এলো পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে। "৫০ শতাংশ ডিএ…

1 day ago

মাধ্যমিক পাশে সেরা কয়েকটি স্কলারশিপ! আবেদন শুরু হয়েগেছে এই সমস্ত স্কলারশিপের জন্য

মাধ্যমিক ফল প্রকাশের পর কয়েকটা দিন সময় ইতিমধ্যেই অতিবাহিত হয়েছে। যে সমস্ত ছাত্র-ছাত্রীরা এবারের মাধ্যমিক…

1 day ago