ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে অনেকগুলো শর্ট নোটিফিকেশন জারি হয়েছ। একাধিক চাকরির বিজ্ঞপ্তি বেরোনোর ফলে ছাত্র-ছাত্রীদের মনে আশার আলো তৈরি হয়েছে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক পিএসসি কোন কোন বিজ্ঞপ্তি জারি করেছে-
পিএসসি ক্লার্কশিপ- পিএসসি সম্প্রতি ক্লার্কশিপ পরীক্ষার একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি বের করেছে। একটি শর্ট নোটিফিকেশন জারি হয়েছে। যেখানে জানানো হচ্ছে যে খুব শীঘ্রই এই পদে আবেদন করতে চাওয়া ইচ্ছুক চাকরি প্রার্থীদের জন্য আবেদনের বিস্তারিত বিজ্ঞপ্তি জারি করবে পাবলিক সার্ভিস কমিশন। যেখানে বেতন সীমা থেকে শূন্য পদের সংখ্যা, আবেদন পদ্ধতির সবকিছুই সম্পূর্ণরূপে জানিয়ে দেওয়া হবে। তবে পূর্ববর্তী বিজ্ঞপ্তি অনুযায়ী বলা যায় মাধ্যমিক পাশ যোগ্যতা থাকলে এই পদে আবেদন করা যাবে।
বিস্তারিত পড়ুন
WBPSC LDA RECRUITMENT- পশ্চিমবঙ্গ প্রাণিসম্পদ উন্নয়ন দপ্তরের তরফ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হল। খুব শীঘ্রই প্রাণীসম্পদ উন্নয়ন সহকারীর করা হবে পদে নিয়োগ করা হবে। ভারতের যে কোন রাজ্যের বাসিন্দা মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করতে পারবেন, এছাড়া চাকরিপ্রার্থীকে অবশ্যই বাংলা ভাষা বলতে জানতে হবে। সর্বাধিক ৪০ বছর বয়স পর্যন্ত এই পদে আবেদন করা যাবে।
বিস্তারিত পড়ুন
WBPSC IDO RECRUITMENT- পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার পদে নিয়োগ করা হচ্ছে। এই পদে আবেদনের তারিখ সম্পর্কে এখনও বিস্তারিতভাবে জানা যায়নি। তবে ন্যূনতম স্নাতক যোগ্যতা থাকলেই এই পদে আবেদন করা যাবে। একই সাথে আবেদনকারীকে বাংলা ভাষা লিখতে, পড়তে ও বলতে পারার দক্ষতা রাখতে হবে।
বিস্তারিত পড়ুন
WBPSC DRAFTSMAN RECRUITMENT- পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে খুব শীঘ্রই মিউনিসিপালিটি দপ্তরের ড্রাফটসম্যান পদে নিয়োগ করা হবে। এই পদের জন্য মোট কতজনকে নিয়োগ করা হবে বা শিক্ষাগত যোগ্যতা এখনও জানা যায়নি। তবে খুব শীঘ্রই বিস্তারিত বিষয় জানিয়ে একটি নোটিফিকেশন জারি হবে।
বিস্তারিত পড়ুন
মোটর ভেইকেল ইন্সপেক্টর পদ- পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন খুব শীঘ্রই মোটর ভেইকেল ইন্সপেক্টর পদে নিয়োগ করতে চলেছে। এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীকে স্নাতক ডিগ্রী পাশ করতে হবে। আবেদনকারীর বয়স ১৮-৩৯ বছরের মধ্যে হতে হবে। চাকরিপ্রার্থীদের উচ্চতা হতে হবে ১৭০ সেন্টিমিটার এবং ছাতির দৈর্ঘ্য কমবেশি ৮৬ সেন্টিমিটার হলেই হবে। পাহাড়ি এলাকার চাকরিপ্রার্থীদের জন্য উচ্চতা হবে ১৬০ সেন্টিমিটার ও ছাতির দৈর্ঘ্য হবে ৮১ সেন্টিমিটার। প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে এবং তারপর ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। এক্ষেত্রে ৭১০০ থেকে ৩৭ হাজার ৬০০ টাকা পর্যন্ত বেতন পাওয়া যাবে।
বিস্তারিত পড়ুন
পিএসসি মিসলেনিয়াস- পি এস সি খুব শীঘ্রই মিসলেনিয়াস পদের জন্য আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু করতে চলেছে। এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে পশ্চিমবঙ্গ সরকারের অধীনে থাকা একাধিক দপ্তরের বিভিন্ন পদমর্যাদার অফিসার হতে পারা যায়। যে কোনও বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করলেই এই পরীক্ষায় বসা যায়। এই পরীক্ষায় বসার জন্য চাকরিপ্রার্থীদের নূন্যতম ২০-৩৯ বছর বয়স হতে হবে। এই পদের ক্ষেত্রে চাকরি প্রার্থীরা ৭১০০ টাকা থেকে ৩৭ হাজার ৬০০ টাকা পর্যন্ত বেতন পেয়ে থাকেন। এছাড়াও বিভিন্ন সরকারি ভাতা প্রদান করা হয়। প্রিলিমিনারি পরীক্ষার পর মেন পরীক্ষা ও তারপর পার্সোনালিটি টেস্ট এই তিনটি পর্যায়ে এই পরীক্ষা হয়।
বিস্তারিত পড়ুন
ফুড প্রসেসিং অফিসার- পিএসসির তরফ থেকে রাজ্য সরকারের খাদ্য দপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে। সম্প্রতি একটি শর্ট নোটিস দেওয়া হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে খুব শীঘ্রই ‘ফুড প্রসেসিং ডেভেলপমেন্ট অফিসার’ পদে কর্মী নিয়োগ করা হবে। তবে এই পদে আবেদনের জন্য শূন্য পদ, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি জানতে সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করতে হবে।
বিস্তারিত পড়ুন
পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচার- পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন খুব শীঘ্রই অ্যাসিস্ট্যান্ট টিচার পদে নিয়োগ করতে চলেছে। যেখানে বাংলা মাধ্যম বিদ্যালয় গুলিতে থাকা বাংলা, ইংরেজি, পদার্থবিদ্যা, রসায়ন, গণিত, জীবন বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, স্ট্যাটিস্টিক্স, অর্থনীতি, ইতিহাস, ভূগোল, পুষ্টি বিজ্ঞান, শিক্ষা বিজ্ঞান ইত্যাদি বিষয়ে আবেদন করা যাবে। সব ক্ষেত্রেই শিক্ষক শিক্ষিকাদের যোগ্যতা থাকতে হবে। তবে শিক্ষাগত যোগ্যতা অথবা বয়স নিয়ে বিশদে কিছু জানানো হয় নি। খুব শীঘ্রই সম্পূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে।
বিস্তারিত পড়ুন