শিক্ষার খবর

আরো বাড়ল গরমের ছুটির মেয়াদ! ৫ জুন নয়, কবে খুলছে স্কুল জেনে নিন

Advertisement

গত ২রা মে থেকে শুরু হয়েছে গরমের ছুটি। গ্রীষ্মাবকাশ শেষে স্কুল কবে খুলবে সে বিষয়ে প্রথমে কিছু জানায়নি স্কুল শিক্ষা দফতর। সম্প্রতি শিক্ষা দফতর জানায় আগামী ৫ জুন থেকে সেকেন্ডারি স্কুল ও ৭ জুন থেকে প্রাথমিক স্কুলগুলি খুলে যাবে। মঙ্গলবার স্কুল খোলার বিজ্ঞপ্তি দেয় মধ্যশিক্ষা পর্ষদ। সেই অনুযায়ী শুরু হয়েছিল প্রস্তুতি। কিন্তু এবার মুখ্যমন্ত্রীর নির্দেশানুসারে গরমের ছুটির মেয়াদ আরো বাড়ল রাজ্যে।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন পশ্চিমবঙ্গের তাপপ্রবাহের কারণে আরো বাড়বে গরমের ছুটি। তাই ৫ জুন নয়, বরং ১৫ জুন থেকে স্কুলের পঠনপাঠন চালু হবে। সম্প্রতি আবহাওয়া দপ্তর জানিয়েছে, এখনই গরম কাটার সম্ভাবনা নেই বরং অস্বস্তি থাকবে আরো কিছুদিন। তাই পড়ুয়াদের কথা চিন্তা করে আরো অতিরিক্ত ১০ দিনের গরমের ছুটি চলবে রাজ্যের স্কুলগুলিতে।

আরও পড়ুনঃ এবার চার বছরে স্নাতক হবেন পড়ুয়ারা

প্রসঙ্গত, এপ্রিলের হাঁসফাঁস গরমে সাত দিনের অতিরিক্ত ছুটি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এগিয়ে আসে গ্রীষ্মবকাশও। এদিকে স্কুল খোলার ঘোষণা হতে আবহাওয়ার পরিস্থিতি বিবেচনা করে আরো কিছুদিন ছুটি বাড়াল রাজ্য। এদিকে, এক মাসেরও বেশি দিন স্কুল বন্ধ থাকায় ক্ষতি হচ্ছে পড়ুয়াদের পঠনপাঠনের। মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশ, স্কুল খুললে অতিরিক্ত ক্লাস নিয়ে সিলেবাস শেষ করতে হবে শিক্ষক-শিক্ষিকাদের।

আরো বাড়ল গরমের ছুটির মেয়াদ

Related Articles