রাজ্য জুড়ে জারি তাপপ্রবাহের সতর্কতা। জৈষ্ঠের হাঁসফাঁস গরমে ক্লান্ত পশ্চিমবঙ্গ। এহেন পরিস্থিতিতে দিনের বেলা বাইরে বেরোতে রীতিমতো ভয় পাচ্ছেন মানুষজন। মাঝেমধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও ফের রোদের চোখরাঙানিতে ঘরে কোণঠাসা বঙ্গবাসী। কিছুদিন আগেই শিক্ষা দফতর ঘোষণা করে, ৫ জুন থেকে খুলে যাচ্ছে সেকেন্ডারি স্কুল ও ৭ জুন থেকে খুলে যাচ্ছে প্রাইমারি স্কুল। এরপরই মুখ্যমন্ত্রীর নির্দেশে ফের বাড়ানো হয় গরমের ছুটির মেয়াদ।
অত্যাধিক তাপে ছাত্রছাত্রীদের কথা চিন্তা করে মুখ্যমন্ত্রী জানান, আগামী ১৫ জুন থেকে স্কুল খুলবে বঙ্গে। তার আগে পর্যন্ত বাড়িতেই থাকবেন ছাত্রছাত্রীরা। এদিকে আজ ৭ জুন পেরিয়ে গেলেও রোদের ভ্রুকুটি কমার লক্ষণ নেই! দেখা নেই বর্ষার। দক্ষিণবঙ্গ ছাড়িয়ে উত্তরবঙ্গেও জারি হয়েছে তাপপ্রবাহের সতর্কতা। এদিকে বঙ্গে বর্ষা কবে আসবে তা নিয়ে এখনও দোটানায় আবহাওয়া দপ্তর। এবছর বর্ষা আসতে বিলম্ব হতে পারে বলেও মনে করা হচ্ছে।
আরও পড়ুনঃ স্কুল শিক্ষক শিক্ষিকাদের কড়া নির্দেশ
বিশেষজ্ঞদের মতে একমাত্র ভারী বৃষ্টিপাত হলে তবেই এই অস্বস্তি কমতে পারে। কিন্তু সেই ভারী বর্ষণের দেখা মিলছে কই? হাওয়া অফিস সূত্রে খবর, আরও বেশ কিছু দিন এই অস্বস্তি চলবে। তাই গরম না কমলে ও অস্বস্তি বাড়তে থাকলে পশ্চিমবঙ্গের গরমের ছুটি আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। সেক্ষেত্রে পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেবে রাজ্য।
 
				            
 
         
			
 
                                 
                              
		 
		 
		 
		 
		 
		 
		 
		 
		 
		