পশ্চিমবঙ্গের শিক্ষা দফতরের অধীনে থাকা সমস্ত বিদ্যালয় গুলিতে এবার অবশেষে শুরু হলো শিক্ষক শিক্ষিকা নিয়োগ। বছরের শেষ দিনে দারুণ সুখবর প্রকাশ করল পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন! রাজ্য সরকারের বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষিকা হতে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের জন্য এটি একেবারে সুবর্ণ সুযোগ। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অধীনে থাকা সমস্ত বাংলা মিডিয়াম এবং ইংলিশ মিডিয়াম উভয় বিদ্যালয়ে গুলিতেই একাধিক বিষয়ের শিক্ষক শিক্ষিকা নিয়োগ হবে। এখানে কোন কোন বিষয়ের শিক্ষক শিক্ষিকারা আবেদন করতে পারবেন? পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে কী কী জানানো হয়েছে? এই সমস্ত তথ্যই থাকলো আজকের প্রতিবেদনে।
পশ্চিমবঙ্গ রাজ্যের শিক্ষক শিক্ষিকা নিয়োগ সংক্রান্ত দুর্নীতি নিয়ে ইতিমধ্যে হয়ে গিয়েছে বহু আলোচনা সমালোচনা। তবে এবারে আবারও নতুন করে শিক্ষক-শিক্ষিকার নিয়োগের বিষয়ে উদ্যোগী হয়েছে পশ্চিমবঙ্গ পিএসসি। পশ্চিমবঙ্গ সাব অর্ডিনেট এডুকেশন সার্ভিস (গ্রুপ এ) বিভাগে এই নিয়োগটি করা হবে বলে জানা গিয়েছে। তাহলে এবার বাংলা মাধ্যম এবং ইংরেজি মাধ্যম বিদ্যালয় গুলিতে কোন কোন বিষয়ের শিক্ষক ও শিক্ষিকা নিয়োগ হচ্ছে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।
আরও পড়ুনঃ রাজ্য খাদ্য দপ্তরে ফুড প্রসেসিং অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি দিলো পিএসসি
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অধীনে থাকা বাংলা মাধ্যম বিদ্যালয় গুলিতে মূলত বাংলা, ইংরেজি, পদার্থবিদ্যা, রসায়ন, গণিত, জীবনবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, স্ট্যাটিস্টিক্স, অর্থনীতি, ইতিহাস, ভূগোল, পুষ্টিবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, HMFR, সংস্কৃত, কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স বিষয়ে শিক্ষক-শিক্ষিকা উভয়েই এবং বাণিজ্য বিভাগে শুধুমাত্র শিক্ষকেরা আবেদন জানাতে পারবেন।
অপরদিকে রাজ্য সরকারের অন্তর্গত ইংরেজি মিডিয়াম বিদ্যালয় গুলিতে ইংরেজি, পদার্থবিদ্যা, রসায়ন, গণিত, জীবনবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, স্ট্যাটিস্টিক্স, অর্থনীতি, ইতিহাস, ভূগোল বিষয়ে বিশেষজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা আবেদন জানানোর সুযোগ পাবেন। তবে হিন্দি ভাষার জন্য শুধুমাত্র যোগ্য শিক্ষকরাই আবেদন জানাতে পারবেন।
আরও পড়ুনঃ বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে একনজরে দেখে নিন
উভয় মাধ্যমের জন্যই শিক্ষক-শিক্ষিকাদের যথাযথ পরিমাণ শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। এর পাশাপাশি নির্দিষ্ট বিষয়ের জন্য বিশেষজ্ঞ শিক্ষক-শিক্ষিকারাই এখানে আবেদন জানাতে পারবেন। তবে WBPSC র পক্ষ থেকে নিয়োগের শর্ট নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেলেও, এখনো পর্যন্ত বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। অর্থাৎ ইচ্ছুক শিক্ষক-শিক্ষিকারা এখনো পর্যন্ত শূন্য পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন এবং নিয়োগ প্রক্রিয়া সম্পর্কিত তথ্যগুলি জানতে পারবেন না। তবে সূত্রের খবর অনুযায়ী অতি শীঘ্রই এই নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে WBPSC র অফিসিয়াল ওয়েবসাইটে। ইচ্ছুক চাকরি প্রার্থীরা তাই অবশ্যই নিয়মিতভাবে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখবেন।