অন্যান্য খবর

রাজ্যে শিক্ষক বদলি স্থগিত! বন্ধ হচ্ছে ‘উৎসশ্রী’ পোর্টাল

Advertisement

রাজ্যের শিক্ষক-শিক্ষিকাদের বদলি সংক্রান্ত আবেদন জানানোর মাধ্যম ‘উৎসশ্রী‘ পোর্টাল। এই পোর্টালের মাধ্যমে নিজেদের বাড়ির কাছে বদলির জন্য আবেদন জানাতে পারেন তাঁরা। ‘উৎসশ্রী’ পোর্টাল তৈরিতে সরকারের উদ্দেশ্য ছিল, বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা আনা। তবে, বর্তমানে এই পোর্টাল বন্ধ রয়েছে। সরকার জানিয়েছিল ৩০ জুন পর্যন্ত এটি বন্ধ রাখা হবে। তবে এবার রাজ্য শিক্ষা দফতর পোর্টাল বন্ধ রাখার মেয়াদ আরও বৃদ্ধি করল।

গত বছরের ২৯ ডিসেম্বর সরকারের তরফে একটি নির্দেশিকা জারি করে জানানো হয়েছিল, পোর্টাল বন্ধ থাকবে ৩০ জুন পর্যন্ত। এদিকে শুক্রবার তথা ৩০ জুন আরও একটি নির্দেশিকা প্রকাশ করে রাজ্য শিক্ষা দফতর। এই নির্দেশিকায় জানানো হয়, আগামী ৩১ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত ‘উৎসশ্রী’ পোর্টাল বন্ধ থাকবে। অর্থাৎ চলতি বছরে বন্ধই থাকছে ‘উৎসশ্রী’ পোর্টাল। যার দরুণ এবছর আর কোনোও শিক্ষক বদলির আবেদন গ্রহণ করা হবে না।

আরও পড়ুনঃ রাজ্যের শিক্ষকদের জন্য বিরাট সুখবর

শিক্ষা দফতর জানিয়েছে, ‘ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন’ অনুরোধ জানিয়েছিল ‘উৎসশ্রী’ পোর্টাল ডিসেম্বর পর্যন্ত বন্ধ রাখার জন্য। সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে, কিছু শিক্ষক সংগঠনের তরফে আবেদন, কিছু বিশেষ ক্ষেত্রে যেন বদলির আবেদন গ্রাহ্য হয়। এ বিষয়ে ডেপুটেশন দেওয়ার কথাও ভেবেছে শিক্ষক সংগঠনগুলি। এদিকে সূত্রের খবর, সরকার এখন শিক্ষক নিয়োগের বিষয়টিতে মন দিতে চাইছে। সমস্ত জেলার শূন্যপদগুলি তাই খতিয়ে দেখা প্রয়োজন। এসব কারণে সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে ‘উৎসশ্রী’ পোর্টাল।

চাকরির খবরঃ ব্যাংকে ৩ হাজার শূন্যপদে ক্লার্ক পদে নিয়োগ

রাজ্যে শিক্ষক বদলি স্থগিত

Related Articles