ওয়েস্টার্ন কোলফিল্ডস লিমিটেডে বিভিন্ন পদে প্রশিক্ষণের জন্য আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মাধ্যমিক সহ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে পারবেন। প্রশিক্ষণ চলাকালীন প্রার্থীরা স্টাইপেন্ড পাবেন। সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে প্রার্থীর আবেদন করতে পারবেন।
পদের নাম ও শূন্যপদ- কম্পিউটার অপারেটর এন্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট- ২১৯ টি, Draughtsman (Civil)- ২৮ টি, ইলেকট্রিশিয়ান- ২৫০ টি, ফিটার- ২৪২ টি, মেকানিক (ডিজেল)- ৩৬ টি, মেকানিস্ট- ১২ টি, ম্যাসন ( বিল্ডিং কনস্ট্রাক্টর)- ৯ টি, পাম্প অপারেটর কাম মেকানিক- ১৬টি, সার্ভেয়র- ২০টি, টার্নার- ১৭ টি, ওয়েল্ডার (গ্যাস এবং ইলেকট্রিক)- ৭৬ টি, ওয়ারম্যান- ৪০ টি।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ সঙ্গে NCVT/ SCVT অনুমোদিত যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট শাখায় ITI পাশ।
বয়স- ২১/০৯/২০২১ তারিখে প্রার্থীর বয়স অন্ততপক্ষে ১৮ এবং সর্বোচ্চ ২৫ এর মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
স্টাইপেন্ড- এক বছরের ITI কোর্স করা থাকলে প্রতিমাসে ৭৭০০ টাকা এবং দু’বছরের ITI কোর্স করা থাকলে প্রতিমাসে ৮০৫০ টাকা।
[quads id=10]
আবেদন পদ্ধতি- প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। অনলাইনে আবেদন চলবে ২১ সেপ্টেম্বর, ২০২১ তারিখ পর্যন্ত। www.westerncoal.in ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
Official Notice: Download Now
Apply Now: Click Here
Daily Job Update: Click Here
[quads id=10]






