জেনারেল নলেজ

গগনযান মিশন ২০২৪ | কবে গগনযান উৎক্ষেপণ হবে? জেনে নিন অনেক অজানা তথ্য

অবশেষে গগনযান উৎক্ষেপণ হতে চলেছে। মোট ৩ জন মহাকাশচারী কে নিয়ে মহাকাশে রওনা দেবে গগনযান। গগনযান সংক্রান্ত বিস্তারিত জানুন এই প্রতিবেদন থেকে।

Advertisement

গগনযান মিশন ২০২৪: বহু প্রতীক্ষিত ভারতীয় গগনযান ডানা মেলে আকাশে উড়তে চলেছে। ব্যাঙ্গালোরে আয়োজিত স্পেস এক্সপো ২০২৪ -এর অনুষ্ঠানে ইসরো চেয়ারম্যান এস সোমনাথ ঘোষণা করেছেন, “গগনযান মিশন উৎক্ষেপণের জন্য আমরা প্রস্তুত”। ২০২৪ সালের শেষ নাগাদ এই মিশন চালু করার চেষ্টা করা হচ্ছে।

গগনযান মিশন ২০২৪

‘গগন’ কথার অর্থ হলো আকাশ। আর ‘গগনযান’ কথার অর্থ হল ‘আকাশ যান’। গগনযান হল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার তৈরী করা মনুষ্যবাহী মহাকাশযান। এই মহাকাশযানটি মোট ৩ জনকে বহন করতে সক্ষম। গগনযানের শুষ্ক ভর ৩,৭৩৫ কেজি ও উৎক্ষেপণ ভর ৭,৮০০ কেজি। ৩,৭৩৫ কেজি ওজনের ক্যাপসুল টি ৩ জন মহাকাশচারীকে নিয়ে তিনদিন পর্যন্ত ৪০০ কিলোমিটার উচ্চতায় পৃথিবী প্রদক্ষিণ করবে, এবং শেষে ভারতীয় সমুদ্রের নির্দিষ্ট স্থানে অবতরণ করবে।

গগনযান মিশন ২০২৪

গগনযান -এর মাধ্যমে মহাকাশচারী পাঠানোর আগে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা পরীক্ষামূলকভাবে ‘ব্যোমিত্র’ নামক একটি রোবটকে মহাকাশে পাঠাবে। পরীক্ষামূলক মিশন গুলি যদি ঠিকঠাক হয় তবে পরবর্তী মিশনে মহাকাশচারীদের পাঠানো হবে।

ব্যোমিত্র

আরও পড়ুনঃ জানেন কি নীতি আয়োগ কি?

গগনযানে কারা যাবেন?

গগনযান মিশনে যে মহাকাশচারীদের মহাকাশে পাঠানো হবে তাদের মধ্যে রয়েছেন গ্রুপ ক্যাপ্টেন প্রশান্ত বালাকৃষ্ণান নায়ার, অজিত কৃষ্ণান, অঙ্গদ প্রতাপ এবং উইন কমান্ডার শুভাংশু শুক্লা। ২০১৯ সালে ইসরো, রাশিয়ার মহাকাশ গবেষণার সংস্থা (Роскосмос রস্‌কস্‌মস্‌) অধীনস্থ গ্লাভকসমস (Glavkosmos) -এর সঙ্গে চুক্তি স্বাক্ষরিত করে রাশিয়ার ইউরি গ্যাগারিন কসমোনট ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ দেওয়া হয় এই চারজন মহাকাশচারী কে। ২০২০ সাল থেকে প্রায় এক বছরের বেশি সময়কাল ধরে এই প্রশিক্ষণ চলছিল।

গগনযানে কারা যাবেন

কোন কোম্পানি গগনযান তৈরী করেছে?

হিন্দুস্থান অ্যারোনিটিক্স লিমিটেড (HAL) এবং ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো (ISRO) এটি তৈরী করেছে। সর্বপ্রথম ২০১৪ সালের ১৩ ফেব্রুয়ারি হিন্দুস্থান অ্যাররোনিটিক্স লিমিটেড ক্রু মডিউল -এর স্ট্রাকচার ইসরোকে হস্তান্তর করেছিল।

গগনযান মহাকাশযানটি কে এমন ভাবে তৈরী করা হচ্ছে যাতে মহাকাশযানটি মহাকাশচারীদের নিরাপদে কক্ষপথে নিয়ে গিয়ে অভিযান শেষে নিরাপদে পৃথিবীপৃষ্ঠে ফিরিয়ে আনতে পারে। ক্যাপসুল মডিউলটি প্রোপেল্যান্ট ইঞ্জিন দ্বারা চালনা করা হবে। ক্যাপসুল টিতে মহাকাশচারীদের লাইফ সাপোর্টের ব্যবস্থাও রয়েছে। এবার অপেক্ষা, কবে গগনযান সফলভাবে উৎক্ষেপণ হবে।

আরও পড়ুনঃ ভারতের চন্দ্র অভিযানের ইতিহাস

Related Articles