কেন্দ্রীয় সরকারের যন্ত্র ইন্ডিয়া লিমিটেড মাধ্যমিক পাশে বিনামূল্যে প্রশিক্ষণের মাধ্যমে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।
Employment No- 1457
পদের নাম- Non ITI and ITI
মোট শূন্যপদ- ৫,৩৯৫ টি।
যে সমস্ত ট্রেডে নিয়োগ করা হবে সেগুলো হলো- Machinist, Turner, Electrician, Fitter, Welder সহ বিভিন্ন পদে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা- Non ITI পদের ক্ষেত্রে যেকোনো স্বীকৃত বোর্ড থেকে ৫০ শতাংশ নম্বর নিয়ে মাধ্যমিক পাশ করে থাকতে হবে। এবং ITI পদের ক্ষেত্রে মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ট্রেডে ITI পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।
বয়স- প্রার্থীর বয়স ১৫ বছর থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন। বয়স হিসাব করতে হবে ২৮ মার্চ, ২০২৩ অনুযায়ী।
স্টাইপেন্ড- প্রশিক্ষণ চলাকালীন প্রতিমাসে স্টাইপেন্ড ৬ হাজার টাকা (Non ITI ) ও ৭ হাজার টাকা (ITI)।
চাকরির খবরঃ রাজ্যে কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চমাধ্যমিক পাশে কর্মী নিয়োগ
পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শূন্যপদের বিন্যাস- ইছাপুর রাইফেল ফ্যাক্টরি কলকাতা- ৪৭০ টি, দমদম- ৩১ টি, ইছাপুর স্টিল ফ্যাক্টরি- ২১৪ টি ও কসিপুর-১৯৩ টি।
আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। www.yantraindia.co.in গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে JPEG/ JPG Format -এ আপলোড করতে হবে।
চাকরির খবরঃ
রাজ্যে বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ
রাজ্যে ব্যাঙ্ক অফ বারোদাতে কর্মী নিয়োগ
আবেদন ফি- আবেদন ফি বাবদ GEN/ OBC/ EWS প্রার্থীদের ক্ষেত্রে ২০০/- টাকা ও SC/ ST/ PWD/ Woman প্রার্থীদের ক্ষেত্রে ১০০/- টাকা ধার্য করা হয়েছে। আবেদন ফি জমা করা যাবে Net Banking, Credit Card, Debit Card -এর মাধ্যমে।
আবেদনের শেষ তারিখ- ২৮ মার্চ, ২০২৩
Official Notification: Download Now
Apply Now: Click Here