অস্ত্র কারখানায় ক্লার্ক, ফায়ারম্যান, MTS পদে নিয়োগ

কেন্দ্রীয় সরকারের অস্ত্র কারখানায় কয়েকশো পদে নিয়োগ। নিয়োগ করা হবে তিনটি ইউনিটে- i) 223 Advance base Ordnance Depot (223 ABOD), ii) 17 Field Ammunition Depot (17 FAD), iii) 23 Field…

Published By: ExamBangla.com | Published On:
কেন্দ্রীয় সরকারের অস্ত্র কারখানায় কয়েকশো পদে নিয়োগ। নিয়োগ করা হবে তিনটি ইউনিটে- i) 223 Advance base Ordnance Depot (223 ABOD), ii) 17 Field Ammunition Depot (17 FAD), iii) 23 Field Ammunition Depot (23 FA).
 
পদের নাম, যোগ্যতা-
মাল্টিটাস্কিং স্টাফ (MTS): মাধ্যমিক পাশ। ফায়ারম্যান (Male Candidates Only): মাধ্যমিক পাশ। জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট (LDC): উচ্চমাধ্যমিক পাশ। সঙ্গে ইংরেজিতে মিনিটে ৩৫  টি শব্দ টাইপের গতি থাকতে হবে। ট্রেডসম্যান (মজদুর): মাধ্যমিক পাশ।
For More Details go to www.indianarmy.nic.in
 
মোট শূন্যপদ- ১০৮ টি। ট্রেডসম্যান: ৬২ টি (223 ABOD- ৩০, 23 FAD- ৩২)। ফায়ারম্যান ৩৫ টি (223 ABOD- ১৩, 23 FAD- ২২)। জুনিয়র অফিসার অ্যাসিস্ট্যান্ট- ৯ টি (223 ABOD- ৭, 23 FAD- ১, 17 FAD- ১)। মাল্টিটাস্কিং স্টাফ- ২ টি (23 FAD- ২)।
বয়সসীমা- 18 থেকে 25 বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
 
বেতনক্রম- ট্রেডসম্যান এবং মাল্টিটাস্কিং স্টাফ পদের জন্য Pay Scale Rs. 18,000/- to 56,900/- Level- 01. ফায়ারম্যান এবং জুনিয়ার অফিস অ্যাসিস্ট্যান্ট পদের জন্য Pay Scale Rs. 19,900/- to 63,200/- Level- 02.
 
শারীরিক যোগ্যতা- ফায়ারম্যান পদের জন্য: উচ্চতা 165 সেমি (2 cm relaxation for ST)। ওজন: কমপক্ষে 50 কেজি। ছাতি 81.5 cm. দৌড়: ছয় মিনিটে 1.6 Km. ট্রেডসম্যান পদের জন্য- ছয় মিনিটে 1.5 km দৌড়।

আবেদন ফি- শূন্য।
 
আবেদন পদ্ধতি- আবেদন করতে হবে নির্দিষ্ট ফরমেটে। আবেদন পত্র ফিলাপ করে, সঙ্গে সমস্ত ডকুমেন্টস দিয়ে সেল্ফ অ্যাটেস্টেড করে পাঠাতে হবে এই ঠিকানায়- Commandent, 23 Field Ammunition Depot, Pin- 909723. খামের উপরে বড় হাতের অক্ষরে লিখবেন- APPLICATION FOR THE POST OF……………………. এবং আপনার ক্যাটাগরি উল্লেখ করবেন (GEN/ EWS/ PH/ MSP/ SC/ ST/ OBC). 
 
আবেদনের শেষ তারিখ- 11 ই জানুয়ারি 2020.
 
আবেদনপত্রের সঙ্গে নিম্নলিখিত প্রমাণপত্র সেল্ফ অ্যাটেস্টেড করে দিতে হবে- জন্ম সার্টিফিকেট, মেডিকেল সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, প্রতিবন্ধী সার্টিফিকেট, দুই কপি পাসপোর্ট সাইজের ফটো ইত্যাদি।
নিচের বাটনে ক্লিক করে অফিশিয়াল নোটিশটি ডাউনলোড করুন-
 

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost. All the post write in local language i.e; bengali, so the all candidates can read carefully.

© Exambangla  | All rights reserved

Sitemap | Career