এই সপ্তাহে যেসব চাকরির ফর্ম ফিলাপ চলছে, একনজরে দেখে নিন

Share
পশ্চিমবঙ্গ পুলিশে Staff Officer-cum-Instructor পদে নিয়োগ।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো বিষয়ে গ্রাজুয়েশন পাশ।
আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।
আবেদনের শেষ তারিখ- 24 ডিসেম্বর 2019।
অফিশিয়াল ওয়েবসাইট- www.wbpolice.gov.in

স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কয়েক হাজার কর্মী নিয়োগ করা হবে। নিয়োগ করা হবে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে। পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরে একাধিক সেন্টার রয়েছে। Combined Higher Secondary Level (10+2) Examination 2019 (CHSL
শিক্ষাগত যোগ্যতা- প্রতিটি পদের জন্য উচ্চমাধ্যমিক পাশ।
আবেদন করতে পারবেন- 3 ডিসেম্বর 2019 থেকে 10 জানুয়ারি 2020 মধ্যে।

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে Audit and Accounts Service পরীক্ষার মাধ্যমে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল। নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তরে।

শিক্ষাগত যোগ্যতা- কমার্সে গ্রাজুয়েশন পাস অথবা ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্ট অফ ইন্ডিয়ার সদস্য হতে হবে, ইত্যাদি।

আবেদনের শেষ তারিখ- 23 ডিসেম্বর 2019

অফিশিয়াল ওয়েবসাইট- www.pscwbapplication.in
ভারতীয় নৌবাহিনীতে টেকনিক্যাল অফিসার পদে নিয়োগ। নিয়োগের আগে ট্রেনিং দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা- ফিজিক্স, কেমিস্ট্রি ও অংকে অন্তত 70% নম্বরসহ উচ্চমাধ্যমিক পাশ। সঙ্গে অল ইন্ডিয়া জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা (মেন), 2019 (B.E./ B.Tech এর জন্য) পরীক্ষায় প্রার্থীকে অবশ্যই উত্তীর্ণ হয়ে থাকতে হবে।
আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।
আবেদন করতে পারবেন- 29 নভেম্বর থেকে 19 ডিসেম্বর পর্যন্ত।
অফিশিয়াল ওয়েবসাইট- www.joinindiannavy.gov.in
কেন্দ্রীয় সরকারের আপার ডিভিশন ক্লার্ক ও লোয়ার ডিভিশন ক্লার্ক (UDC & LDC) পদে নিয়োগ। নিয়োগ করবে Central Council for Research in Ayurvedic Sciences.
শিক্ষাগত যোগ্যতা- পদ অনুযায়ী উচ্চমাধ্যমিক/ গ্রাজুয়েশন পাস।
আবেদনের শেষ তারিখ- 19 ডিসেম্বর 2019
অফিশিয়াল ওয়েবসাইট- www.ccras.nic.in
গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে গ্রূপ-সি ও গ্রূপ-ডি পদে নিয়োগ। পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা- বিভিন্ন পদ অনুযায়ী অষ্টম শ্রেণী পাস/ উচ্চমাধ্যমিক পাস/ গ্রাজুয়েশন পাস।
আবেদনের শেষ তারিখ- 16 ই ডিসেম্বর 2019।
অফিশিয়াল ওয়েবসাইট- www.ugb.ac.in
কেন্দ্রীয় সরকারের মাধ্যমিক বোর্ডে অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, একাউন্টেন্ট পদে নিয়োগ।
শিক্ষাগত যোগ্যতা- বিভিন্ন পদ অনুযায়ী উচ্চমাধ্যমিক/ গ্রাজুয়েশন পাস। সঙ্গে কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।
আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।
আবেদনের শেষ তারিখ- 16 ই ডিসেম্বর 2019।
অফিশিয়াল ওয়েবসাইট- www.cbse.nic.in
বাঁকুড়া জেলা আদালতে লোয়ার ডিভিশন ক্লার্ক, ইংলিশ স্টেনোগ্রাফার এবং গ্রূপ-ডি পদে নিয়োগ।
শিক্ষাগত যোগ্যতা- বিভিন্ন পদ অনুযায়ী মাধ্যমিক/ অষ্টম শ্রেণী পাস, (সঙ্গে কম্পিউটারে টাইপিং যোগ্যতা থাকতে হবে)।
আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।
আবেদনের শেষ তারিখ- 10 ডিসেম্বর 2019।
অফিশিয়াল ওয়েবসাইট- www.calcuttahighcourt.gov.in
বরানগর মিউনিসিপালিটিতে গ্রূপ-সি ও গ্রূপ-ডি পদে নিয়োগ। পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক/ অষ্টম শ্রেণী পাস।
আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে।
আবেদনের শেষ তারিখ- 6 ডিসেম্বর 2019।

অফিশিয়াল ওয়েবসাইট- www.baranagarmunicipality.org
পুরুলিয়া জেলার আনন্দমঠ যুভেনিল হোম ফর গার্লস- এ বিভিন্ন পদে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ।
শিক্ষাগত যোগ্যতা- বিভিন্ন পদ অনুযায়ী উচ্চমাধ্যমিক পাস/ নার্সিং/ ফার্মাসি/ কমার্সে গ্রাজুয়েট পাশ, অথবা সাইকোলজি/ সোশ্যাল ওয়ার্ক/ সোশ্যাল সায়েন্স ইত্যাদি বিষয়ে মাস্টার ডিগ্রী পাশ ইত্যাদি।
আবেদনের শেষ তারিখ- 5 ডিসেম্বর 2019
অফিশিয়াল ওয়েবসাইট- www.purulia.gov.in
নিখরচায় নার্সিং কোর্স পড়িয়ে সরাসরি আর্মিতে চাকরি। 220 জন মহিলা প্রার্থীকে চার বছরের বিএসসি নার্সিং পড়িয়ে মিলিটারি নার্সিং সার্ভিসে নিয়োগ করবে ভারতীয় সেনাবাহিনী। শুধুমাত্র মহিলারা এই পদে আবেদন করতে পারবেন। পড়াশোনা থাকা খাওয়ার কোন খরচ নেই।
শিক্ষাগত যোগ্যতা- ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ও ইংরেজি নিয়ে অন্তত 50 শতাংশ নম্বর সহ উচ্চমাধ্যমিক পাস।
আবেদনের শেষ তারিখ- 2 ডিসেম্বর 2019।
অফিশিয়াল ওয়েবসাইট- www.joinindianarmy.nic.in

This post was last modified on December 20, 2020 12:52 am

সর্ব শেষ প্রকাশিত

DRDO’তে স্টাইপেন্ড সহ প্রশিক্ষণের দারুণ সুযোগ, ৩১ মে তারিখের মধ্যে আবেদন করুন

ফ্রেশার্স চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সুখবর। ডিফেন্স রিসার্চ এন্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশন সংস্থার পক্ষ থেকে বেশকিছু শূন্যপদে…

3 hours ago

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 | 18 মে 2024 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির…

7 hours ago

WB Gram Panchayet Practice Set 2024 | গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট ১২

WB Gram Panchayet Practice Set 2024: পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে…

24 hours ago

রাজ্যের মৎস গবেষণা কেন্দ্রে কর্মী নিয়োগ, লিখিত পরীক্ষা ছাড়াই ইন্টারভিউর মাধ্যমে সরাসরি নিয়োগ

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। সেন্ট্রাল মেরিন ফিসার্স রিসার্চ ইনস্টিটিউট, দীঘা রিজিওনাল স্টেশনের পক্ষ থেকে একটি…

1 day ago

মাধ্যমিক পাশে কি কি চাকরি আছে | মাধ্যমিক পাশে কি কি সরকারি চাকরি পাওয়া যায়

রাজ্যে প্রত্যেক বছর প্রায় কয়েক লক্ষ পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকেন। মাধ্যমিক উত্তীর্ণ সকল…

1 day ago

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 | 17 মে 2024 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির…

1 day ago