বর্তমানে যেসব চাকরির ফর্ম ফিলাপ চলছে, একনজরে দেখে নিন

Share
ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারে সিকিউরিটি গার্ড এবং অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার পদে 92 জন কর্মী নিয়োগ করা হবে। নিয়োগ করা হবে যথাক্রমে গ্রূপ-সি এবং গ্রূপ-বি পদে।
শিক্ষাগত যোগ্যতা- সিকিউরিটি গার্ড পদের জন্য মাধ্যমিক পাশ। অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার পদের জন্য গ্রাজুয়েশন পাশ।
আবেদনের শেষ তারিখ- 6 ডিসেম্বর 2019।
অফিশিয়াল ওয়েবসাইট- www.barc.gov.in
বাঁকুড়া জেলা আদালতে লোয়ার ডিভিশন ক্লার্ক, ইংলিশ স্টেনোগ্রাফার এবং গ্রূপ-ডি পদে নিয়োগ।
শিক্ষাগত যোগ্যতা- বিভিন্ন পদ অনুযায়ী মাধ্যমিক/ অষ্টম শ্রেণী পাস, (সঙ্গে কম্পিউটারে টাইপিং যোগ্যতা থাকতে হবে)।
আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।
আবেদনের শেষ তারিখ- 10 ডিসেম্বর 2019।
অফিশিয়াল ওয়েবসাইট- www.calcuttahighcourt.gov.in
দেশের চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে (কানাড়া ব্যাঙ্ক, কর্পোরেশন ব্যাঙ্ক, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পাঞ্জাব এন্ড সিন্ধ ব্যাঙ্ক) 1163 স্পেশালিস্ট অফিসার নিয়োগ। এর পরীক্ষা নেবে ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশন (IBPS).
শিক্ষাগত যোগ্যতা- বিভিন্ন পদ অনুযায়ী বিষয়ে স্নাতক পাশ।
আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। পশ্চিমবঙ্গে পরীক্ষা কেন্দ্র রয়েছে।
আবেদনের শেষ তারিখ- 26 নভেম্বর 2019।
অফিশিয়াল ওয়েবসাইট- www.ibps.in
পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন ব্লকে আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল। আবেদন করতে পারবেন শুধুমাত্র মহিলারা।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ।
আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে।
আবেদনপত্র পৌঁছানোর শেষ তারিখ- 11 ডিসেম্বর 2019
অফিশিয়াল ওয়েবসাইট- purbamedinipur.gov.in
পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে গ্রূপ-সি ও গ্রূপ-ডি পদে নিয়োগ। লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা- বিভিন্ন পদ অনুযায়ী গ্রাজুয়েশন/ অষ্টম শ্রেণী পাশ।
ইন্টারভিউ এর তারিখ- 26 নভেম্বর 2019।
বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট- www.wbuafsce.org
পুরুলিয়া পৌরসভায় গ্রূপ-ডি পদে নিয়োগ। পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে এখানে আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা- অষ্টম শ্রেণী পাস, ভালো স্বাস্থ্যের অধিকারী হতে হবে।
আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা- To the Chairman, Purulia Municipality, P.O., P.S. & Dist.- Purulia, Pin 723101.
আবেদনের শেষ তারিখ- 19 নভেম্বর 2019।
অফিশিয়াল ওয়েবসাইট- http://puruliamunicipality.org
372 জন নার্সিং অফিসার নিয়োগ করবে হৃষিকেশের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সাইন্সেস (AIIMS)।
শিক্ষাগত যোগ্যতা- স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিএসসি (অনার্স) নার্সিং বা বিএসসি নার্সিং বা বিএসসি (পোস্ট সার্টিফিকেট) বা পোস্ট বেসিক বিএসসি নার্সিং। অথবা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে জেনারেল নার্সিং এন্ড মিডওয়াইফারি ডিপ্লোমা।
আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।
আবেদনের শেষ তারিখ- 24 ডিসেম্বর 2019।অফিশিয়াল ওয়েবসাইট- www.aiimsrishikesh.edu.in
CISF- এ 300 জন হেড কনস্টেবল নিয়োগ করা হবে। এই পদগুলিতে খেলোয়াড়রা আবেদনযোগ্য।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো শাখায় উচ্চমাধ্যমিক পাশ সঙ্গে খেলাধুলার যোগ্যতাও থাকতে হবে।
আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে।
আবেদনপত্র পৌঁছানোর শেষ তারিখ- 17 ডিসেম্বর 2019।
তারকেশ্বর পৌরসভায় গ্রূপ-ডি পদে নিয়োগ। নিয়োগ করা হবে হেল্পার, দারোয়ান, এটেনডেন্ট, ওয়ার্ক সরকার এবং ড্রাইভার পদে।
শিক্ষাগত যোগ্যতা- বিভিন্ন পদ অনুযায়ী অষ্টম শ্রেণী/ নবম শ্রেণী পাশ।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা- To the Chairman. Tarakeswar Municipality, J.K. Bazar, Tarakeswar
আবেদনপত্র পৌঁছানোর শেষ তারিখ- 29 নভেম্বর 2019
বাঁকুড়া জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল। শুধুমাত্র মহিলারাই এখানে আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ। আবেদনকারীকে সংশ্লিষ্ট ব্লকের স্থায়ী বাসিন্দা হতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ- 25 নভেম্বর 2019।
অফিশিয়াল ওয়েবসাইট- www.bankura.gov.in
চুক্তির ভিত্তিতে 3895 জন কর্মী নিয়োগ করবে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্টস ইন্ডিয়া (বেসিল)।
শিক্ষাগত যোগ্যতা- বিভিন্ন পদ অনুযায়ী ইলেকট্রিকাল, ওয়্যারম্যান ট্রেডে আইটিআই সার্টিফিকেট/ স্বীকৃত বোর্ড থেকে ক্লাস এইট পাস সঙ্গে ইলেকট্রিক্যাল সিস্টেম সংক্রান্ত কাজে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীকে হিন্দি ভাষা পড়তে ও লিখতে জানতে হবে।
আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।
আবেদনের শেষ তারিখ- 18 নভেম্বর 2019।
অফিশিয়াল ওয়েবসাইট- www.becil.jobs.com
উত্তর-পশ্চিম রেলে 2029 জন তরুণ-তরুণীকে অ্যাপ্রেন্টিসেশিপ ট্রেনিং দেওয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা- অন্তত 50 শতাংশ নম্বর সহ মাধ্যমিক পাশ সঙ্গে আইটিআই সার্টিফিকেট।
আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।
আবেদনের শেষ তারিখ- 8 ডিসেম্বর 2019।
অফিশিয়াল ওয়েবসাইট- www.rrcjaipur.in
হিন্দুস্থান কপারে ট্রেনে নিয়োগ। নির্বাচিত প্রার্থীদের হিন্দুস্থান কপারের ঘাটশিলার ইউনিটে নিয়োগ করা হবে। প্রথমে দুবছরের ট্রেনিং দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা- বিভিন্ন পদ অনুযায়ী মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল যেকোনো একটি ট্রেডে আইটিআই সার্টিফিকেট/ মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল ইঞ্জিনিয়ারিং ইত্যাদি।
আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা- Assistant General Manager (A&L), Hindustan Copper Limited (A Govt. of India Enterprise), Indian Copper Complex, P.O.- Moubhandar, Dist.- East Singhbhum, Jharkhand, Pin- 832103.
আবেদনপত্র পৌঁছানোর শেষ তারিখ- 16 ডিসেম্বর 2019।
Official website- www.hindustancopper.com

This post was last modified on December 20, 2020 12:54 am

সর্ব শেষ প্রকাশিত

মে মাসে যেসব চাকরির আবেদন চলছে, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখে নিন

আপনি কি পশ্চিমবঙ্গের বাসিন্দা? নূন্যতম যোগ্যতায় ভালো চাকরি খুঁজছেন? তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্য। আজকের…

18 hours ago

WB Gram Panchayet Practice Set 2024 | গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট ৭

WB Gram Panchayet Practice Set 2024: পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে…

1 day ago

রাজ্যের স্বাস্থ্য দপ্তরে ইন্টারভিউর মাধ্যমে কর্মী নিয়োগ, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখে নিন

রাজ্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ইন্টারভিউর মাধ্যমে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোনও লিখিত পরীক্ষা…

1 day ago

কলকাতা CSIR দপ্তরে কর্মী নিয়োগ, বিস্তারিত আবেদন পদ্ধতি দেখে নিন

সেন্ট্রাল গ্লাস এন্ড সিরামিক রিসার্চ ইনস্টিটিউট -এর পক্ষ থেকে বেশকিছু শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ…

2 days ago

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 | 04 মে 2024 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির…

2 days ago

প্রায় ২৫ হাজার চাকরি বাতিলের পর এবার, ৭০ হাজার প্রাইমারি শিক্ষকের চাকরি নিয়ে তৈরি হচ্ছে সংশয়

শিক্ষক নিয়োগে ভয়াবহ দুর্নীতির পরিণামে আমূল ভেঙ্গে পড়বে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা? কি হতে পারে পশ্চিমবঙ্গের…

2 days ago