কারেন্ট অ্যাফেয়ার্স ১৬ মার্চ, ২০২০ Daily Current Affairs

১) World Consumer Rights Day: 15 মার্চ পালিত হল। প্রথম কনজিউমার দিবস পালন করা হয়েছিল ১৯৮৩ সালে। এবছরের থিম ছিল- "The Sustainable Consumer". ২) করোনা ভাইরাস রুখতে "Namaste Over Handshake"…

Published By: ExamBangla.com | Published On:
১) World Consumer Rights Day: 15 মার্চ পালিত হল। প্রথম কনজিউমার দিবস পালন করা হয়েছিল ১৯৮৩ সালে। এবছরের থিম ছিল- “The Sustainable Consumer”.
২) করোনা ভাইরাস রুখতে “Namaste Over Handshake” অভিযান চালু করল কর্ণাটক সরকার। এই অভিযানের মাধ্যমে জনগণকে বলা হচ্ছে, অপর ব্যক্তির সঙ্গে দূরত্ব বজায় রেখে হাত মেলানোর পরিবর্তে ‘নমস্তে’ করতে।

৩) হিমাচল প্রদেশের ১০ টি জেলার মোট ৪২৮ টি গ্রাম পঞ্চায়েত এলাকায় জল ব্যবস্থাপনা এবং কৃষিক্ষেত্রে উৎপাদনশীলতা বাড়াতে বিশ্বব্যাংক ৮০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ প্রদান করবে। এক্ষেত্রে ভারত সরকার, হিমাচলপ্রদেশ সরকার এবং বিশ্বব্যাংকের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

৪) World Sleep Day- ১৩ মার্চ। World Sleep Society এর আয়োজন করে। এই দিন পালনের মাধ্যমে ঘুমানোর প্রয়োজনীয়তা, প্রতিটি মানুষের জন্য ঘুম কেন গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো জনসমক্ষে তুলে ধরা।

৫) ত্রিপুরার সাবরুম শহরে নতুন ইন্টিগ্রেটেড চেকপোস্ট (ICP) নির্মাণের জন্য ৩৬৫ কোটি টাকা বরাদ্দ করা হলো। এটি হবে ইন্দ-বাংলা বর্ডার এর দ্বিতীয় চেকপোস্ট। প্রথমটি হল 2013 সালে নির্মিত আখাউরা ICP.

৬) পাই (π) দিবস পালিত হয় ১৪ মার্চ। π হল একটি গ্রিক অক্ষর। গণিতে ধ্রুবক হিসেবে এটি ব্যবহৃত হয়। এর মান প্রায় ৩.১৪১৫৯।

৭)Yes Bank- নতুন ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে নিযুক্ত হলেন প্রশান্ত্ কুমার।

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost. All the post write in local language i.e; bengali, so the all candidates can read carefully.

© Exambangla  | All rights reserved

Sitemap | Career