কারেন্ট অ্যাফেয়ার্স ২৫ জুন, ২০২০ Daily Current Affairs 25 June 2020

১) কে JSW Cement- এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন? উঃ সৌরভ গাঙ্গুলী। ২) আন্তর্জাতিক যোগ দিবস কবে পালিত হয়? উঃ ২১ জুন। এবছরের থিম- Yoga for Health, Yoga at…

Published By: ExamBangla.com | Published On:

১) কে JSW Cement- এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন?

উঃ সৌরভ গাঙ্গুলী।

২) আন্তর্জাতিক যোগ দিবস কবে পালিত হয়?

উঃ ২১ জুন। এবছরের থিম- Yoga for Health, Yoga at Home.

৩) World Music Day কবে পালিত হয়?

উঃ ২১ জুন। এবছরের থিম- Music at the Intersections.

৪) কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক সারা দেশ জুড়ে মোট কয়টি খেলো ইন্ডিয়া সেন্টার গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে?

উঃ ১০০০ টি।

৫) সম্প্রতি কে National Institute of Public Finance and Policy (NIPFP)- এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন?

উঃ ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর উর্জিত প্যাটেল।

৬) World Hydrography Day কবে পালিত হয়?

উঃ ২১ জুন। এবছরের থিম ছিল- Hydrography Autonomous Technology.

৭) সম্প্রতি কোন রেসলার WWE থেকে অবসর নিলেন?

উঃ আন্ডারটেকার।

৮) আন্তর্জাতিক অলিম্পিক দিবস কবে পালিত?

উঃ ২৩ জুন।

৯) সম্প্রতি কোন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান মহিলা ইথিওপিয়ায় আমেরিকার রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন?

উঃ গীতা পাসি।

১০) United Nations Public Service Day কবে পালিত হয়?

উঃ ২৩ জুন।

১১) International Widows’ Day কবে পালিত হয়?

উঃ ২৩ জুন।

১২) সম্প্রতি কোন রাজ্যে “Ektu Khelo, Ektu Padho”- নামক লার্নিং প্লাটফর্ম লঞ্চ করা হলো?

উঃ ত্রিপুরা।

১৩) সম্প্রতি কে Bajaj Consumer Care এর ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে নিযুক্ত হলেন?

উঃ জয়দীপ নন্দী।

১৪) কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক “YUKTI”- নামক পোর্টাল লঞ্চ করেছে, YUKTI- র পুরো নাম কি?

উঃ Young India Combating COVID with Knowledge, Technology and Innovation.

১৫) সম্প্রতি ভারত UNRWA কে কত টাকা আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করলো?

উঃ ১০ মিলিয়ন ডলার। UNRWA- United Nations Relief and Works Agency for Palestine Refugee.

১৬) সম্প্রতি কোন রাজ্যে “ইন্দিরা রাসোই যোজনা” চালু করা হলো?

উঃ রাজস্থান। গরিব মানুষদের খাবার সংস্থানের উদ্দেশ্যে এই প্রকল্প চালু করা হয়েছে।

১৭) PM CARES Fund- এর ২০০০ কোটি টাকা দিয়ে কত সংখ্যক ভেন্টিলেটর সিদ্ধান্ত নিল ভারত সরকার?

উঃ ৫০ হাজার। এই ভেন্টিলেটার গুলি ভারতে তৈরি হবে। এবং এগুলি বিভিন্ন সরকারি হাসপাতালে সরবরাহ করা হবে।

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost. All the post write in local language i.e; bengali, so the all candidates can read carefully.

© Exambangla  | All rights reserved

Sitemap | Career