নভেম্বর মাসের সব চাকরির খবর, November Month all Job Update

প্রকাশিত হল WBCS 2020- এর অফিশিয়াল নোটিফিকেশন। West Bengal Civil Service (Exe.) etc. Examination, 2020। শিক্ষাগত যোগ্যতা- যেকোনো শাখায় গ্রাজুয়েশন পাস করে থাকলে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ- 25…

Published By: ExamBangla.com | Published On:
প্রকাশিত হল WBCS 2020- এর অফিশিয়াল নোটিফিকেশন। West Bengal Civil Service (Exe.) etc. Examination, 2020।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো শাখায় গ্রাজুয়েশন পাস করে থাকলে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ- 25 নভেম্বর 2019।
অফিশিয়াল ওয়েবসাইট- www.pscwbaplication.in
কেন্দ্রীয় সরকারের কয়েকশো অফিসার, অ্যাসিস্ট্যান্ট ও ক্লার্ক পদে নিয়োগ। কম্বাইন্ড গ্রাজুয়েট লেবেল পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের এই পদগুলিতে নিয়োগ করা হবে। কম্পিউটার বেস্ট এক্সামিনেশন টিয়ার- 1 পরীক্ষা হবে 2 থেকে 11 মার্চ এর মধ্যে।
শিক্ষাগত যোগ্যতা- স্নাতক পাস।
আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। 
আবেদনের শেষ তারিখ- 25 নভেম্বর 2019।
অফিশিয়াল ওয়েবসাইট- www.ssc.nic.in
রাজ্য সরকারের শ্রম দপ্তরে 200 ফার্মাসিস্ট পদে নিয়োগ। নিয়োগ করবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন।
শিক্ষাগত যোগ্যতা- ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স/ বায়োলজিক্যাল সায়েন্স নিয়ে উচ্চমাধ্যমিক পাস সঙ্গে দুই বছরের ফার্মাসিতে ডিপ্লোমা কোর্স।
আবেদনের শেষ তারিখ- 21 নভেম্বর 2019।
অফিশিয়াল ওয়েবসাইট- www.pscwbaplication.in
চন্দ্রকোনা কলেজে গ্রূপ-ডি স্থায়ী পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোনরূপ লিখিত পরীক্ষা ছাড়াই গ্রূপ-ডি পদে নিয়োগ করা হবে।
গ্রূপ-ডি পদের ইন্টারভিউ হবে 29 নভেম্বর 2019।
আবেদনপত্র পাবেন অফিসিয়াল ওয়েবসাইটে।
অফিশিয়াল ওয়েবসাইট- www.chandrakonavm.ac.in
 
সরকারি কলেজ গুলিতে লাইব্রেরিয়ান পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ করবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন।
শিক্ষাগত যোগ্যতা- লাইব্রেরী সাইন্স/ ইনফর্মেশন সাইন্স/ ডকুমেন্টেশন সাইন্স মাস্টার ডিগ্রী পাস।
আবেদনের শেষ তারিখ- 25 নভেম্বর 2019 দেওয়া হবে।
অফিশিয়াল ওয়েবসাইট- www.pscwbaplication.in
বর্ডার রোড অর্গানিসেশন মাল্টি স্কিল্ড ওয়ার্কার পদে নিয়োগ। মোট 540 টি শূন্যপদে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাস সঙ্গে মেকানিক মোটর/ ভেহিকেল বা ট্রাক্টরে ট্রেড সার্টিফিকেট থাকতে হবে।
আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা- ‌ GREF centre, Dighi Camp, Pune, Pin 411015
আবেদনপত্র পৌছানোর শেষ তারিখ- 24 নভেম্বর 2019।
অফিশিয়াল ওয়েবসাইট- www.bro.gov.in
 
ভারতীয় সেনাবাহিনীতে ট্রেনিং দিয়ে অফিসার নিয়োগ করা হবে। শুধু অবিবাহিত তরুণরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা- ফিজিক্স, কেমিস্ট্রি ও ম্যাথমেটিক্সে অন্তত 70 শতাংশ নম্বর সহ উচ্চ মাধ্যমিক পাস।
আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।
আবেদনের শেষ তারিখ- 13 নভেম্বর 2019।
অফিশিয়াল ওয়েবসাইট- www.joinindianarmy.nic.in
কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে 4805 আইটিআই এবং নন-আইটিআই পাস তরুণ-তরুণীকে অ্যাপ্রেন্টিসেশিপ ট্রেনিং দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা-  নন-আইটিআই প্রার্থীদের ক্ষেত্রে 50% নম্বর সহ মাধ্যমিক পাস (অংক, বিজ্ঞান বিষয়ে প্রতিটিতে 40% নম্বর থাকা বাধ্যতামূলক)। আইটিআই প্রার্থীদের ক্ষেত্রে মাধ্যমিক সঙ্গে আইটিআই কোর্স পাস।
এই নিয়োগের অফিশিয়াল বিজ্ঞপ্তি ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে প্রকাশিত হবে। বিজ্ঞপ্তি প্রকাশিত হলে এই ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।
অফিশিয়াল ওয়েবসাইট- www.ofb.gov.in
ঝাড়গ্রাম জেলা পরিষদে লোয়ার ডিভিশন ক্লার্ক এবং গ্রূপ-ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা- কমপক্ষে মাধ্যমিক অথবা অষ্টম শ্রেণি পাশ।
আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।
আবেদনের শেষ তারিখ- 15 নভেম্বর 2019
অফিসিয়াল ওয়েবসাইট- www.jhargram.gov.in

ভদ্রেশ্বর পৌরসভায় গ্রূপ- ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ করা হবে ড্রাইভার, পাম্প অপারেটর, মজদুর এবং হেল্পার পদে।
শিক্ষাগত যোগ্যতা- বিভিন্ন পদ অনুযায়ী অষ্টম শ্রেণী পাস এবং সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা থাকতে হবে।
আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। 
আবেদনপত্র পাঠানোর ঠিকানা- The Chairman, Bhadreswar Municipality, G.T. Road, P.O. & P.S.- Bhadreswar, Dist.- Hoogly, Pin- 712124
আবেদনপত্র পৌঁছানোর শেষ তারিখ- 14 নভেম্বর 2019।
অফিসিয়াল ওয়েবসাইট- www.bhadreswarmunicipality.com
 
সরাসরি রেলির মাধ্যমে পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা থেকে এয়ারফোর্সে এয়ারম্যান পদে নিয়োগ করা হবে। রেলি আয়োজিত হবে ভুবনেশ্বরের কলিঙ্গ ষ্টুডিও চকে। 
শিক্ষাগত যোগ্যতা- বিএ, স্নাতকে অন্যতম বিষয় হিসেবে ইংরেজি পড়ে থাকতে হবে। অথবা বিএসসি, অন্যতম বিষয় হিসেবে ফিজিক্স/সাইকোলজি/ কেমিস্ট্রি/ ম্যাথামেটিক্স/ কম্পিউটার সায়েন্স বা স্ট্যাটিসটিকস পড়ে থাকতে হবে। সবক্ষেত্রেই স্নাতকে 50 শতাংশ নম্বর পাওয়া বাধ্যতামূলক। রেলির দিন সকাল 6 টায় রেলি কেন্দ্রে হাজির হতে হবে।
যোগাযোগ করুন- (011) 2569-4209/9606 অথবা (0674) 256-1336
 
মুর্শিদাবাদ জেলায় চুক্তিভিত্তিক স্বাস্থ্য কর্মী নিয়োগ চলছে। পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে এই পদে আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা- বিভিন্ন পদ অনুযায়ী উচ্চমাধ্যমিক, গ্রাজুয়েশন এবং DMLT/BMLT
আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে।
আবেদনপত্র পাঠানোর লাস্ট ডেট- 13 নভেম্বর 2019।
আবেদনপত্র পাবেন অফিশিয়াল ওয়েবসাইটে- www.wbhealth.gov.in
আর্মি নেভি এবং এয়ারফোর্সে কয়েকশো অফিসার পদে নিয়োগ। এই পদগুলিতে ছেলে মেয়ে উভয়েই আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা- বিভিন্ন পদ অনুযায়ী ইঞ্জিনিয়ারিং- এ গ্রাজুয়েশন পাশ।
আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।
আবেদনের শেষ তারিখ- 19 নভেম্বর 2019।
অফিশিয়াল ওয়েবসাইট- www.upsc.gov.in

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost. All the post write in local language i.e; bengali, so the all candidates can read carefully.

© Exambangla  | All rights reserved

Sitemap | Career