পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবল ও সাব ইন্সপেক্টর নিয়োগ, কীভাবে আবেদন করবেন দেখুন

পশ্চিমবঙ্গ পুলিশের কোস্টাল পুলিশ স্টেশনে কনস্টেবল, সাব-ইন্সপেক্টর এসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর নিয়োগ। আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। পদের নাম: Sub-Inspector (Crew Comprising Master), Assistant Sub-Inspector (Crew Engine Driver), Constable (Crew)। মোট শূন্যপদ-139…

Published By: ExamBangla.com | Published On:

পশ্চিমবঙ্গ পুলিশের কোস্টাল পুলিশ স্টেশনে কনস্টেবল, সাব-ইন্সপেক্টর এসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর নিয়োগ। আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।

পদের নাম: Sub-Inspector (Crew Comprising Master), Assistant Sub-Inspector (Crew Engine Driver), Constable (Crew)।

মোট শূন্যপদ-139

সাব ইন্সপেক্টর-24 (UR- 12, SC- 6, ST- 2, OBC A- 2, OBC B- 2)

এসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর-23 (UR- 12, SC- 6, ST- 1, OBC A- 2, OBC B- 2)

কনস্টেবল- 92 (UR- 50, SC- 21, ST- 5, OBC A- 9, OBC B- 7)

বয়স- বয়স হতে হবে সর্বোচ্চ 45 বছরের মধ্যে। বয়স হিসাব করবেন 1 জানুয়ারি 2020 তারিখের হিসাবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

বেতনক্রম-

সাব ইন্সপেক্টর- Rs. 32,100/- to Rs. 82,900/-

এসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর- Rs. 27,000/- to Rs. 69,800/-

কনস্টেবল- Rs. 22,700/- to Rs. 58,500/-

আবশ্যিক যোগ্যতা-কেবলমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। এবং আবেদনকারীকে Indian Navy/ Indian cost guard/ BSF water wing/ ITBP (water wing) এদের মধ্যে যেকোনো একটি বিভাগের অবসরপ্রাপ্ত কর্মী হতে হবে।

Essential Qualification-

সাব ইন্সপেক্টর-The candidates must have served as a Chief Petty Officer/Petty Officer in Navy, Seaman Branch only (Navigation, Communication, Gunnery, Anti-Submarine Warfare, Clearance Driver and Survey Recorders). or As a Adhikari/Pradhan Navik in Coast Guard, GD Branch only. or Minimum 2 years as a Sub-Inspector in Border Security Force (Water Wing)/Indo-Tibetan Border Police (Water Wing).

এসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর-The candidates must have served as a Petty Officer in Navy, Seaman Branch only (Navigation, Communication, Gunnery, Anti-Submarine Warfare, Clearance Driver and Survey Recorders). or Artificer III/IV, Mechanic III/IV, Mechanic (Power/Radio), Petty Officer Electrical (Power/Radio) in Navy Technical Branch (Non-aviation sailor only). or As a Pradhan Navik in Coast Guard, GD Branch only. or Minimum 3 years as an Assistant Sub-Inspector in Border Security Force (Water Wing)/Indo-Tibetan Border Police (Water Wing).

কনস্টেবল- The candidates must have served as a Leading Seaman/Seaman-I/Seaman-II in Navy equivalent all branches. or As Uttam Navik/Navik in Coast Guard in GD/Technical Branch only. or Minimum 3 years as a Constable in Border Security Force (Water Wing)/Indo-Tibetan Border Police (Water Wing).

আবেদন পদ্ধতি- আবেদন করতে হবে অনলাইনে। পশ্চিমবঙ্গ পুলিশের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে।

আবেদন ফি- বিভিন্ন পদ অনুযায়ী আলাদা আলাদা আবেদন ফি জমা দিতে হবে। জেনারেল এবং ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি সঙ্গে প্রসেসিং ফি জমা দিতে হবে। এসসি এবং এসটি প্রার্থীদের শুধুমাত্র প্রসেসিং ফি জমা দিতে হবে। কোন পদের জন্য কতটা কাজে লাগবে নিচে দেওয়া হল-

অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড করুন-

আবেদন করতে পারবেন-19 সেপ্টেম্বর থেকে 18 অক্টোবর 2020  বিকেল 5 টা পর্যন্ত।

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost. All the post write in local language i.e; bengali, so the all candidates can read carefully.

© Exambangla  | All rights reserved

Sitemap | Career