ফেব্রুয়ারি মাসের সব চাকরির খবর, পরীক্ষার তারিখ, রেজাল্ট- একনজরে দেখে নিন

2792 তরুণ-তরুণীকে অ্যাপ্রেন্টিসেশিপ ট্রেনিং দেবে পূর্ব রেল। হাওড়া ডিভিশন, শিয়ালদা ডিভিশন, মালদা ডিভিশন, আসানসোল ডিভিশন, কাঁচরাপাড়া ওয়ার্কশপ, লিলুয়া ওয়ার্কশপ, জামালপুর ওয়ার্কশপে ট্রেনিং দেওয়া হবে। এই অ্যাপ্রেন্টিসেশিপ ট্রেনিং দেওয়া হবে ফিটার,…

Published By: ExamBangla.com | Published On:
2792 তরুণ-তরুণীকে অ্যাপ্রেন্টিসেশিপ ট্রেনিং দেবে পূর্ব রেল। হাওড়া ডিভিশন, শিয়ালদা ডিভিশন, মালদা ডিভিশন, আসানসোল ডিভিশন, কাঁচরাপাড়া ওয়ার্কশপ, লিলুয়া ওয়ার্কশপ, জামালপুর ওয়ার্কশপে ট্রেনিং দেওয়া হবে। এই অ্যাপ্রেন্টিসেশিপ ট্রেনিং দেওয়া হবে ফিটার, মেশিনিস্ট, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক্স মেকানিক, ওয়্যারম্যান, কার্পেন্টার, ওয়েল্ডার, লাইনম্যান সহ বিভিন্ন ট্রেডে।
শিক্ষাগত যোগ্যতা- মোট অন্তত 50 শতাংশ নম্বর সহ মাধ্যমিক পাশ। সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে NCVT/ SCVT স্বীকৃত আইটিআই সার্টিফিকেট থাকতে হবে। ওয়েল্ডার, লাইনম্যান, ওয়্যারম্যান, কার্পেন্টার ও পেইন্টার ট্রেডের ক্ষেত্রে ক্লাস এইট পাশ করে থাকলেও আবেদন করতে পারবেন।
বয়স- 13 মার্চ 2020 তারিখে হিসেবে 15 থেকে 24 বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বসে ছাড় পাবেন।
আবেদন করতে হবে অনলাইনে।
আবেদন করা যাবে- 14 ফেব্রুয়ারি থেকে 13 মার্চ পর্যন্ত।

আলিপুরদুয়ার জেলায় 134 শূন্য পদে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ। এই পদগুলিতে কেবল মহিলারা আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ। উচ্চতর যোগ্যতার প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
বয়স- 1 জানুয়ারি 2020 তারিকের হিসেবে 18 থেকে 45 বছরের মধ্যে।
যে ব্লক এর জন্য আবেদন করবেন, আবেদনকারীকে সেই ব্লকের উল্লেখিত গ্রাম পঞ্চায়েতে স্থায়ী বাসিন্দা হতে হবে।
আবেদন করতে হবে।
আবেদন করতে হবে অনলাইনে।
আবেদনের শেষ তারিখ- 23 ফেব্রুয়ারি।

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ডিস্ট্রিক্ট অর্গানাইজার পদে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। মোট শূন্যপদ- ১৭
শিক্ষাগত যোগ্যতা- ফিজিক্যাল এডুকেশনে গ্রাজুয়েশন পাশ। সঙ্গে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার কোর্সের সার্টিফিকেট।
বয়স- সর্বোচ্চ 39 বছরের মধ্যে।
আবেদন করতে হবে অনলাইনে।
আবেদনের শেষ তারিখ- 24 ফেব্রুয়ারি।
পশ্চিম বর্ধমান জেলার দেশবন্ধু কলেজে ক্লার্ক ও লাইব্রেরি ক্লার্ক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ, সঙ্গে কম্পিউটার দক্ষতা থাকতে হবে।
বয়স- 1 জানুয়ারি 2020 তারিখে হিসেবে 18 থেকে 40 বছর।
আবেদন করতে হবে অফলাইনে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা- TEACHER IN CHARGE, DESHBANDHU MAHAVIDYALAYA, P.O.- CHITTRANJAN, DIST.- PASCHIM BARDHAMAN, PIN- 7133331
আবেদনপত্র পৌঁছানোর শেষ তারিখ- 24 ফেব্রুয়ারি।


রাজ্যে কৃষি প্রযুক্তি সহায়ক পদে নিয়োগ করা হবে। নিয়োগ করবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। WBPSC KPS Recruitment 2020.
শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাশ
KPS নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি এই ফেব্রুয়ারি মাসের মধ্যেই বেরোতে পারে।
পূর্ব মেদিনীপুর জেলার মুগবেড়িয়া সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড- এ গ্রুপ ডি (গ্রেড- III: ২ টি, গ্রেড- IV: ২ টি)  পদে কর্মী নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা- গ্রেড- III: মাধ্যমিক পাশ। গ্রেড- IV: অষ্টম শ্রেণী পাশ)।
বয়স- 1 জানুয়ারি 2020 তারিখের হিসেবে 18 থেকে 40 বছরের মধ্যে। সংরক্ষিত প্রার্থীরা বয়সে ছাড় পাবেন।

আবেদন করতে হবে সাদা কাগজে। বায়ো ডাটা লিখতে হবে। তার আগে আবেদন ফি বাবদ 150 টাকা (তপশিলি- 80) NEFT করতে হবে। A/c no.- 114000846041, Mugberia Central Co-Operative Bank Ltd., Main Branch, IFSC Code- WBSC0MGCB01. টাকা জমা দেওয়ার পর রিসিভ কপি প্রিন্ট করে নেবেন।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা- THE GENERAL MANAGER, MUGBERIA CENTRAL COOPERATIVE BANK LIMITED, P.O.- MUGBERIA, DIST.- PURBA MEDINIPUR, PIN- 721425.
আবেদনপত্র পৌঁছানোর শেষ তারিখ- 29 ফেব্রুয়ারি।
কেন্দ্রীয় সরকারের প্রাইমারি স্কুলে শিক্ষকতা করার জন্য সি-টেট পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হল। এই সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট (C-TET) পরীক্ষা হবে 5 জুলাই।
শিক্ষাগত যোগ্যতা- প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষক পদে আবেদনের জন্য: মোট অন্তত 50 শতাংশ নম্বর সহ উচ্চমাধ্যমিক পাশ সঙ্গে দু বছরের ডিএলএড (d.el.ed এর ফাইনাল ইয়ারের প্রার্থীরাও আবেদন করতে পারবেন)। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষক পদে আবেদনের জন্য: গ্রাজুয়েশন পাশ সঙ্গে দু বছরের ডিএলএড। অথবা অন্তত 50 শতাংশ নম্বর সহ গ্রাজুয়েশন পাশ সঙ্গে বিএড কোর্স পাশ হতে হবে।
আবেদন করতে হবে অনলাইনে।
আবেদনের শেষ তারিখ- 24 ফেব্রুয়ারি।
পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে 309 শূন্যপদে ইন্সট্রাক্টর ও স্টোরকিপার নিয়োগ।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ, সঙ্গে সংশ্লিষ্ট শাখায় ইঞ্জিনিয়ারিং- এ ডিপ্লোমা।
বয়স- সর্বোচ্চ 39 বছরের মধ্যে।
আবেদন করতে হবে অনলাইনে।
আবেদনের শেষ তারিখ- 18 ফেব্রুয়ারি।
রাজ্যের প্রতিটি জেলায় মোট 2577 শূন্যপদে ট্রাফিক পুলিশ নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক/ উচ্চমাধ্যমিক/ গ্রাজুয়েশন পাশ।
2021 সালে বিধানসভা ভোটের আগে এই নিয়োগ প্রক্রিয়া শেষ করবে রাজ্য সরকার
 
রাজ্যের কয়েকটি গুরুত্বপূর্ণ পরীক্ষার তারিখ: 
WBCS (Exe) etc. Examination, 2020 (Preli.)- 9 February 2020.
Miscellaneous Service Examination, 2019(Preli.)- 8 March 2020.
Pharmacist Grade- III: 15 March 2020.
Ward Master Grade- III: 22 March 2020.
Librarian Govt. Colleges- 29 March 2020.
ICDS Supervisor (on Promotion from AW workers)- 4 & 5 April 2020.
Dialysis Technician- 12 April 2020.
ICDS Supervisor (Main)- 25 & 26 April 2020.
MVI (NT)- 10 May 2020.
Udyan Palan Proyukti Sahayak- 17 May 2020.
Assistant Town Planner- 23 May 2020.
Clerkship Examination, 2019 Part- II: 14 June 2020.
 
কয়েকটি গুরুত্বপূর্ণ চাকরির ফলাফল-
West Bengal Civil Service (Exe) etc. Examination, 2019 (Main)- May, 2020
Miscellaneous Services Recruitment Examination, 2018 (Main)- March 2020
Recruitment Examination for the posts of Works Accountant,2018- June, 2020

Food SI Examination, 2018- April, 2020
West Bengal Information and Cultural Service Examination Category-A,2018- June,2020
ICDS Supervisior Preli- March, 2020.
IDO Examination, 2019- March,2020
Livestock Development Assistant- February, 2020
 
 
রাজ্যের পরিবহন দপ্তরে 1067 শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা- বিভিন্ন পদ অনুযায়ী অষ্টম শ্রেণী পাশ/ মাধ্যমিক/ উচ্চমাধ্যমিক।
এই নিয়োগের অফিশিয়াল বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশিত হবে।
 
পূর্ব মেদিনীপুর জেলায় ভলেন্টিয়ার শিক্ষক (১০) ও ভলেন্টিয়ার ক্লার্ক (৩০) পদে নিয়োগ।
শিক্ষাগত যোগ্যতা- ভলেন্টিয়ার শিক্ষক: 50% নম্বর সহ গ্রাজুয়েশন পাশ। ভলেন্টিয়ার ক্লার্ক: 45% নম্বরসহ গ্রাজুয়েশন পাশ, সঙ্গে যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশনে অন্তত 1 বছর মেয়াদের ডিপ্লোমা ডিগ্রী কোর্স পাস হতে হবে।
আবেদনকারীকে সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে।
বয়স- 21 থেকে 40 বছরের মধ্যে।
আবেদন করতে হবে অনলাইনে।
আবেদন করতে পারবেন- 14 ফেব্রুয়ারির মধ্যে।
 
কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীতে 84 হাজার কনস্টেবল নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা- বিভিন্ন পদ অনুযায়ী মাধ্যমিক উচ্চমাধ্যমিক পাশ।
এই নিয়োগের অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হলে জানিয়ে দেওয়া হবে।
হিন্দুস্থান কপারে কয়েকশো তরুণ-তরুণীকে বিভিন্ন ট্রেডে অ্যাপ্রেন্টিসেশিপ ট্রেনিং দেওয়া হবে। ট্রেনিং এর মেয়াদ 1 থেকে 3 বছর। ট্রেনিং চলাকালীন নির্দিষ্ট হারে স্টাইপেন্ড দেওয়া হবে। নিয়োগ করা হবে ফিটার, ওয়েল্ডার, টার্নার, ড্রাফটসম্যান, মেকানিক ডিজেল ইত্যাদি।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ, সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে NCVT স্বীকৃত আইটিআই কোর্স পাশ।
বয়স- 28 জানুয়ারি 2020 তারিখের হিসেবে 18 থেকে 30 বছরের মধ্যে।
আবেদন করতে হবে অনলাইনে। প্রথমে রেজিষ্ট্রেশন করতে হবে। তারপরে অফিশিয়াল ওয়েবসাইটে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ- 15 ফেব্রুয়ারি।
স্পোর্ট অথরিটি অফ ইন্ডিয়ায় 299 শূন্যপদে কর্মী নিয়োগ। প্রাথমিকভাবে দুই বছরের চুক্তিতে নিয়োগ করা হবে কলকাতা, লখনৌ, বেঙ্গালুরু সহ দেশের বিভিন্ন শহরে। কর্ম দক্ষতার উপর ভিত্তি করে কাজের চুক্তি বাড়ানো হতে পারে।
পদের নাম ও যোগ্যতা- ল্যাব টেকনিশিয়ান-নন-মেডিকেল (মেকানিক্যাল/ ইলেকট্রিক্যাল/ ইলেকট্রনিক্স/ ইন্সট্রুমেন্টেশনে ডিপ্লোমা), ল্যাব টেকনিশিয়ান মেডিকেল (মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা), নার্সিং অ্যাসিস্ট্যান্ট (নার্সিং ডিপ্লোমা), ফার্মাসিস্ট (ফার্মাসিতে ডিপ্লোমা), ফিজিওথেরাপিস্ট (ফিজিওথেরাপি তে স্নাতকোত্তর ডিগ্রি) সহ বিভিন্ন পদে নিয়োগ করা হবে।
বয়স- 35 বছরের মধ্যে।
আবেদন করতে হবে অনলাইনে। সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা। ইন্টারভিউ হবে কলকাতা বেঙ্গালুরু এবং পাটিয়ালায়। 
আবেদনের শেষ তারিখ- 15 ফেব্রুয়ারি।
 
শিয়ালদহ ডিভিশনে 2982 শূন্যপদে টিকিট বুকিং সেবক নিয়োগ। শিয়ালদহ ডিভিশনের অধীনে 146 টি স্টেশনে অসংরক্ষিত টিকিট বিক্রির জন্য “সাধারণ টিকিট বুকিং সেবক” নিয়োগ করা হচ্ছে।
শিক্ষাগত যোগ্যতা- অন্তত মাধ্যমিক পাশ।
বয়স- অন্তত 18 বছর।
যে স্টেশনের জন্য আবেদন করবেন আবেদনকারীকে স্থায়ী বাসিন্দা হতে হবে। যে জায়গায় টিকিট কাউন্টার করবেন, সেটি যেন মানুষের ব্যবহারের জন্য সুবিধা হয়। নিজের খরচে কাউন্টার তৈরি করতে হবে।
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে।
আবেদনপত্র পূরণ করে সরাসরি হাতে জমা দিতে হবে এই ঠিকানায়- THE SR. DIVISIONAL COMMERCIAL MANAGER, EASTERN RAILWAY, SEALDAH DIVISION, DRM BUILDING, ROOM NO. 44,‌ 16 KAIZAR STREET, Kolkata- 14.
দরখাস্ত জমা দেবেন- 11 ফেব্রুয়ারি থেকে 24 ফেব্রুয়ারির মধ্যে।
মুর্শিদাবাদ জেলায় গ্রাম রোজগার সহায়ক পদে নিয়োগ।
শিক্ষাগত যোগ্যতা- মোট অন্তত 55% নম্বরসহ বিজ্ঞান বিষয়ে উচ্চমাধ্যমিক পাশ।
বয়স- 18 থেকে 40 বছরের মধ্যে।
আবেদন করতে হবে অফলাইনে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা- TO THE PROGRAM OFFICER AND BLOCK DEVELOPMENT OFFICER, MURSHIDABAD JIAGANJ BLOCK, P.O + P.S- MURSHIDABAD, DISTRICT- MURSHIDABAD, PIN- 742149
আবেদনপত্র পৌঁছানোর শেষ তারিখ- 10 ফেব্রুয়ারি।
ইন্ডিয়ান আর্মিতে 186 শূন্যপদে ইঞ্জিনিয়ার নিয়োগ।
এই পদগুলিতে পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন। প্রথমে ট্রেনিং দেওয়া হবে তারপরে বিভিন্ন টেকনিক্যাল শাখায় নিয়োগ করা হবে। 49 সপ্তাহের ট্রেনিং দেওয়া হবে। ট্রেনিং চলাকালীন প্রতিমাসে স্টাইপেন্ড 56,100/- টাকা।
শিক্ষাগত যোগ্যতা- সংশ্লিষ্ট শাখার যেকোনো একটি বিষয়ে ইঞ্জিনিয়ারিং ডিগ্রী পাস করতে হবে।
আবেদন করতে হবে অনলাইনে।
আবেদনের শেষ তারিখ- 20 ফেব্রুয়ারি।

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost. All the post write in local language i.e; bengali, so the all candidates can read carefully.

© Exambangla  | All rights reserved

Sitemap | Career