বিনামূল্যে প্রশিক্ষণ, প্রশিক্ষণ শেষে সরাসরি চাকরিতে নিয়োগ (থাকা, খাওয়া সম্পূর্ণ ফ্রি)

রাজ্যের চাকরিপ্রার্থীদের দক্ষতা উন্নয়ন, উন্নত জীবন ধারণ, সুনিশ্চিত রোজগার ও বেকার যুবক-যুবতীদের স্বনির্ভর করে তোলার উদ্দেশ্যে রাজ্য সরকারের তরফ থেকে বিনামূল্যে আবাসিক প্রশিক্ষণ এবং প্রশিক্ষণ শেষে সরাসরি চাকরিতে নিয়োগ। প্রশিক্ষণ চলাকালীন…

Published By: ExamBangla.com | Published On:
রাজ্যের চাকরিপ্রার্থীদের দক্ষতা উন্নয়ন, উন্নত জীবন ধারণ, সুনিশ্চিত রোজগার ও বেকার যুবক-যুবতীদের স্বনির্ভর করে তোলার উদ্দেশ্যে রাজ্য সরকারের তরফ থেকে বিনামূল্যে আবাসিক প্রশিক্ষণ এবং প্রশিক্ষণ শেষে সরাসরি চাকরিতে নিয়োগ। প্রশিক্ষণ চলাকালীন থাকা খাওয়া সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। এই প্রশিক্ষণের জন্য ছেলে-মেয়ে সবাই আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা- অন্তত উচ্চমাধ্যমিক পাশ।
 
বয়স- 18 থেকে 35 বছরের মধ্যে।
 
কোর্সের নাম-
1)Hand Held Products- HHP (সময়সীমা: 4 মাস)।
2)Room Air Conditioner and Home Appliance- RACHA (সময়সীমা: 5 মাস)।
3)Certificate Course in Audio Video- AV (সময়সীমা: 4 মাস)।
প্রশিক্ষণ কেন্দ্র- Central Tool Room & Training Centre Bonhoogly Industrial Area, Kolkata- 700108. GOVT OF INDIA SOCIETY-MINISTRY OF MICRO, SMALL & MEDIUM ENTERPRISES, GOVERNMENT OF INDIA. আর্থিক সহযোগিতায়- West Bengal Tribal Development Co-operative Corporation Limited (WBTDCC).
আবশ্যিক যোগ্যতা- আবেদনকারীকে অবশ্যই নিম্নলিখিত জেলাগুলির মধ্যে বাসিন্দা হতে হবে। জেলাগুলি হল- দক্ষিণ দিনাজপুর, ঝাড়্গ্রাম, জলপাইগুড়ি, বর্ধমান, পুরুলিয়া, বীরভূম। সঙ্গে আবেদনকারীকে ST ক্যাটাগরিভুকক্ত হতে হবে।
আবেদন করার জন্য প্রয়োজনীয় নথিপত্র- আধার কার্ড, বয়স ও শিক্ষাগত যোগ্যতার প্রমানপত্র, ST সার্টিফিকেট, তিন কপি নিজের ছবি।
আবেদনে আগ্রহী হলে নিম্নলিখিত কোন নাম্বারে যোগাযোগ করুন। কিভাবে ভর্তি হবেন? কোথায় যেতে হবে? আরও বিস্তারিত জানতে, দেরি না করে  নীচে দেওয়া নাম্বারে এক্ষুনি কল করুন।।
 
যোগাযোগ নম্বর- 9163676406, 789000447, 8017085253. 
 
Central Tool Room, Kolkata Official Website- Click here

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost. All the post write in local language i.e; bengali, so the all candidates can read carefully.

© Exambangla  | All rights reserved

Sitemap | Career