ভারতীয় কোস্ট গার্ডে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ, আবেদন চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত

ভারতীয় কোস্টগার্ডে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ করা হবে ডোমেস্টিক ব্রাঞ্চ -এর অধীনে। Domestic Branch 10th Entry 01/2021 Batch. যেকোন ভারতীয় এই পদে আবেদন করতে পারবেন। তবে কেবলমাত্র পুরুষ…

Published By: ExamBangla.com | Published On:

ভারতীয় কোস্টগার্ডে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ করা হবে ডোমেস্টিক ব্রাঞ্চ -এর অধীনে। Domestic Branch 10th Entry 01/2021 Batch. যেকোন ভারতীয় এই পদে আবেদন করতে পারবেন। তবে কেবলমাত্র পুরুষ প্রার্থীরাই আবেদনযোগ্য। পশ্চিমবঙ্গে পরীক্ষা কেন্দ্র রয়েছে। এই পদে আবেদন করার জন্য কোনরূপ আবেদন ফি জমা দিতে হবে না। Indian Coast Guard Recruitment 2021

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ- 13/11/2020

পদের নাম- নাবিক (কুক এবং স্টুয়ার্ড)।

কি কাজ করতে হবে?

কুক- আমিষ ও নিরামিষ রান্না করতে হবে। এবং রান্নার প্রয়োজনীয় সামগ্রীর হিসাবপত্র রাখতে হবে।

স্টুয়ার্ড- ওয়েটার হিসেবে অফিসারদের খাদ্য পরিবেশন করতে হবে। টাকার হিসাব পত্র, মেস দেখাশোনা করতে হবে।

শিক্ষাগত যোগ্যতা- যেকোনো অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অন্তত 50 শতাংশ নম্বর নিয়ে মাধ্যমিক পাশ। SC/ ST এবং জাতীয় স্তরের খেলাধুলায়‌ প্রথম/ দ্বিতীয়/ তৃতীয় স্থানাধিকারীদের মাধ্যমিকে অন্তত 45 শতাংশ নম্বর থাকলেও আবেদন করা যাবে।

বয়স- বয়স হতে হবে 18 থেকে 22 বছরের মধ্যে। বয়স হিসাব করবেন 1 এপ্রিল, 2021 তারিখের হিসেবে। এসসি/‌ এসটি শ্রেণীর প্রার্থীরা বয়স সীমায় পাঁচ বছরের ছাড় পাবেন, ওবিসি শ্রেণীর প্রার্থীরা বয়স সীমায় তিন বছরের ছাড় পাবেন।

মোট শূন্যপদ- 50 টি (UR- 20, EWS- 5, OBC- 14, ST- 3, SC- 8)।

বেতন- Pay Level- 3 অনুযায়ী পে স্কেল 21,700/- টাকা।

পদোন্নতি- কুক এবং স্টুয়ার্ড পদ থেকে সর্বোচ্চ ‘প্রধান অধিকারী’ পদ পর্যন্ত প্রমোশন হতে পারে। যার পে স্কেল 47,600/- টাকা।

আবেদন পদ্ধতি- আবেদন করতে হবে সরাসরি অনলাইনে। www.joinindiancoastguard.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। উল্লিখিত এই ওয়েবসাইটে ‘opportunities’ বাটনে ক্লিক করে সরাসরি আবেদন করা যাবে। আবেদনকারীর একটি বৈধ মোবাইল নম্বর এবং একটি ইমেল আইডি থাকতে হবে। উল্লেখ্য, প্রতিবন্ধী প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন না। অনলাইনে আবেদন করতে পারবেন 30 নভেম্বর, 2020 তারিখ থেকে। এবং 30 নভেম্বর, 2020 তারিখ থেকে 7 ডিসেম্বর, 2020 বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে।

আবেদন ফি- শূন্য।

শারীরিক সক্ষমতা-

১) উচ্চতা হতে হবে কমপক্ষে 157 সেমি। পাহাড়ি এলাকার বাসিন্দাদের উচ্চতায় ছাড় দেওয়া হবে (সরকারি নিয়ম অনুযায়ী)।

২) ছাতি হতে হবে সুগঠিত। ছাতির নির্দিষ্ট মাপের থেকে অন্তত 5 সেমি প্রসারণের ক্ষমতা প্রয়োজন।

৩) উচ্চতা অনুযায়ী ওজন হতে হবে। 10 শতাংশ কম বেশি হলেও গ্রহণযোগ্য।

৪) Hearing Capacity- Normal

৫) চোখের দৃষ্টি হতে হবে 6/36 (Better Eye) and 6/36 (Worse Eye).

*গায়ের কোন অংশে ট্যাটু থাকলে গ্রহণযোগ্য হবে না।

Physical Fitness Test (PFT)-

১) 7 মিনিটের মধ্যে 1.6 km দৌড়াতে হবে।

২) 20 Squat ups

৩) 10 Push up

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost. All the post write in local language i.e; bengali, so the all candidates can read carefully.

© Exambangla  | All rights reserved

Sitemap | Career