মাধ্যমিক পাশ যোগ্যতায় কৃষি দপ্তরে কর্মী নিয়োগ

শুধুমাত্র মাধ্যমিক পাশে কৃষি দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেকোন ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে ছেলে-মেয়ে সবাই এই পদগুলোতে আবেদন করতে পারবেন। নিয়োগকারী সংস্থার নাম- Kendriya Krishi…

Published By: ExamBangla.com | Published On:
শুধুমাত্র মাধ্যমিক পাশে কৃষি দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেকোন ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে ছেলে-মেয়ে সবাই এই পদগুলোতে আবেদন করতে পারবেন।
নিয়োগকারী সংস্থার নাম-
Kendriya Krishi Vikash Sansthan (KKVS). এটি কেন্দ্রীয় সরকার অনুমোদিত একটি সংস্থা। নিয়োগ করা হবে সেন্ট্রাল এগ্রিকালচার ডেভলপমেন্ট ইনস্টিটিউশন (Central Agricultural Development Institution বা CAGDI)- এ।
পদের নাম- 
Chief Investment Officer (শূন্যপদ- 36)
Investment Manager (শূন্যপদ- 99)
Business Rrepresentative (শূন্যপদ- 1036)
Assistant Investment Officer (শূন্যপদ- 996)
মোট শূন্যপদ- 2167
বয়সসীমা- 
Chief Investment Officer- 20 থেকে 35 বছরের মধ্যে।
Investment Manager- 20 থেকে 35 বছরের মধ্যে।
Business Rrepresentative- 20 থেকে 35 বছরের মধ্যে।
Assistant Investment Officer- As per government norms
সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সব ক্ষেত্রেই সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতা- 
Chief Investment Officer- M.Com/ MBA with 3 years experience
Investment Manager- B.Com/ BBA with 1 year experience.
Business Rrepresentative- B.Com
Assistant Investment Officer- অন্তত মাধ্যমিক পাশ।
বেতন- 
Chief Investment Officer- 45,000/-
Investment Manager- 38,000/-
Business Rrepresentative- 20,500/-
Assistant Investment Officer- 16,680/-
কিভাবে আবেদন করবেন?
বাড়িতে বসে সরাসরি অনলাইনে মেইল করে আবেদন করা যাবে। নিচে দেওয়া মেইল আইডিতে Bio-Data পাঠাতে হবে। (বায়ো ডাটা তে অবশ্যই আপনার ছবি থাকতে হবে)
আবেদন ফী- শুন্য।
Bio-Data পাঠানোর মেইল আইডি হলো- [email protected]
আবেদন করার শেষ তারিখ- 25 জুন 2020.
নিয়োগ পদ্ধতি-
কোন লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে এই কর্মী নিয়োগ করা হবে। ইন্টারভিউ এর তারিখ এবং ঠিকানা সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটে পরবর্তীকালে জানানো হবে।
Job Location- 
গুরুগ্রাম, হরিয়ানা।

Visit CAGDI Official Website- Click here

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost. All the post write in local language i.e; bengali, so the all candidates can read carefully.

© Exambangla  | All rights reserved

Sitemap | Career