রাজ্যের সমবায় ব্যাঙ্কে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ, অনলাইনে আবেদন করুন

Share

রাজ্যে গ্রুপ-সি স্থায়ী পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিয়োগ করা হবে রাজ্যের বিভিন্ন জেলার কৃষি এবং সমবায় ব্যাংকগুলিতে। এই নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করবে ওয়েস্টবেঙ্গল কো-অপারেটিভ সার্ভিস কমিশন। পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে আবেদন করা যাবে এই পদগুলিতে। মাধ্যমিক/ উচ্চমাধ্যমিক/ গ্রাজুয়েশন পাশ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় আবেদন করা যাবে এই পদগুলিতে। West Bengal Co-Operative Service Commision Group-C Recruitment

বিজ্ঞপ্তি নম্বর: 03/2020.

ব্যাংকের নাম, পদের নাম, শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত তথ্য নীচে দেওয়া হল-

ব্যাংকের নাম- জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট কো-অপারেটিভ ইউনিয়ন।

পদের নাম- অফিস অ্যাসিস্ট্যান্ট (মোট শূন্যপদ- 1 টি)

পোস্ট কোড- 32007

শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ, সঙ্গে কম্পিউটার চালানোর যোগ্যতা।

বেতন- প্রতিমাসে 19,500/- টাকা।

ব্যাংকের নাম- দক্ষিণ 24 পরগনা কো-অপারেটিভ এগ্রিকালচার এন্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড।

পদের নাম- ফিল্ড অফিসার (মোট শূন্যপদ- 1 টি)

পোস্ট কোড- 32006

শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাশ এবং কম্পিউটার চালানোর দক্ষতা।

বেতন- প্রতিমাসে 11,065/- টাকা।

ব্যাংকের নাম- বর্ধমানের রেঞ্জ-3 ডিস্ট্রিক্ট কো-অপারেটিভ ইউনিয়ন।

পদের নাম- অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রুপ-সি (মোট শূন্যপদ- 1 টি)

পোস্ট কোড- 32007

শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ। গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েট হলে অগ্রাধিকার পাবেন, সঙ্গে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে।

বেতন- প্রতিমাসে 19,500/- টাকা।

ব্যাংকের নাম- বাঁকুড়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড।

পদের নাম- গ্রেড 2, স্কেল 2 (মোট শূন্যপদ-2 টি)

পোস্ট কোড- 32001

শিক্ষাগত যোগ্যতা- যেকোন শাখায় গ্রাজুয়েশন ডিগ্রি, সঙ্গে কম্পিউটার চালানোর অভিজ্ঞতা।

বেতন- প্রতিমাসে 62,042/- টাকা।

ব্যাংকের নাম- বাঁকুড়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড।

পদের নাম- গ্রেড 2, স্কেল 1 (মোট শূন্যপদ-1 টি)

পোস্ট কোড- 32002

শিক্ষাগত যোগ্যতা- কমার্সে গ্রাজুয়েশন ডিগ্রি, সঙ্গে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে।

বেতন- প্রতিমাসে 46,672/- টাকা।

ব্যাংকের নাম- দ্যা বাঁকুড়া টাউন কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড।

পদের নাম- অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 (মোট শূন্যপদ-2 টি)

পোস্ট কোড- 32003

শিক্ষাগত যোগ্যতা- কমার্সে স্নাতক ডিগ্রি সঙ্গে কম্পিউটার চালানোর দক্ষতা।

বেতন- প্রতিমাসে 21,842/- টাকা।

ব্যাংকের নাম- দক্ষিণ 24 পরগনা কো-অপারেটিভ এগ্রিকালচার এন্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড।

পদের নাম- অ্যাসিস্ট্যান্ট একাউন্টেন্ট (মোট শূন্যপদ- 2 টি)

পোস্ট কোড- 32003

শিক্ষাগত যোগ্যতা- কমার্সের স্নাতক ডিগ্রী সঙ্গে কম্পিউটার চালানোর দক্ষতা।

বেতন- প্রতিমাসে 16,120/- টাকা।

ব্যাংকের নাম- রায়গঞ্জ সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড।

পদের নাম- অ্যাসিস্ট্যান্ট/সুপারভাইজার/কেশিয়ার (গ্রেড 3) (মোট শূন্যপদ-10 টি)

পোস্ট কোড- 32004

শিক্ষাগত যোগ্যতা- যেকোন শাখায় স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার চালানোর দক্ষতা আবশ্যিক।

বেতন- প্রতিমাসে 25,247/- টাকা।

ব্যাংকের নাম- বাঁকুড়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড।

পদের নাম- গ্রেড 3 (মোট শূন্যপদ 15 টি)

পোস্ট কোড- 32004

শিক্ষাগত যোগ্যতা- যেকোন শাখায় স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার চালানোর দক্ষতা।

বেতন- প্রতিমাসে 23,256/- টাকা।

ব্যাংকের নাম- বিধান নগর (সল্টলেক) হোলসেল কনজ্যুমার কোপারেটিভ সোসাইটি লিমিটেড।

পদের নাম- সেলস-কাম জেনারেল অ্যাসিস্ট্যান্ট (মোট শূন্যপদ-3 টি)

পোস্ট কোড- 32004

শিক্ষাগত যোগ্যতা- যেকোন শাখায় স্নাতক পাশ করলে আবেদন করা যাবে, কিন্তু কমার্সে গ্রাজুয়েশন পাশ করে থাকলে অগ্রাধিকার পাবেন। সঙ্গে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে।

বেতন- প্রতিমাসে 18,241/- টাকা।

ব্যাংকের নাম- দার্জিলিং ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড।

পদের নাম- গ্রেড 3 (মোট শূন্যপদ- 11 টি)

পোস্ট কোড- 32005

শিক্ষাগত যোগ্যতা- যেকোন শাখায় স্নাতক ডিগ্রী। এবং মাধ্যমিকে নেপালি ভাষা পড়া থাকতে হবে।

বেতন- প্রতিমাসে 28,701/- টাকা।

বয়সসীমা- আবেদনকারী প্রার্থীদের বয়স 18-44 বছরের মধ্যে হতে হবে। SC/ ST/ OBC প্রার্থীরা বয়সে 5 বছরের ছাড় পাবেন। এবং প্রার্থীদের বয়স  01/01/2020 তারিখ অনুযায়ী হিসেব করতে হবে।

আবেদন পদ্ধতি- আবেদন করতে হবে সরাসরি অনলাইনে। আবেদনকারীর একটি বৈধ মোবাইল নম্বর এবং একটি ইমেইল আইডি থাকতে হবে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 17 অক্টোবর, 2020 তারিখ থেকে। অনলাইনে আবেদন করা যাবে 30 নভেম্বর, 2020 তারিখ পর্যন্ত।

আবেদন ফি- জেনারেল এবং ওবিসি প্রার্থীদের পরীক্ষার ফি এবং প্রসেসিং ফি বাবদ 650/- টাকা পেমেন্ট করতে হবে। এসসি/ এসটি প্রার্থীদের পরীক্ষার ফি জমা দিতে হবে না, কেবল প্রসেসিং ফি বাবদ 250/- টাকা জমা দিতে হবে।

অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড করুন-

অনলাইনে আবেদন করুন-

This post was last modified on December 15, 2020 2:12 pm

সর্ব শেষ প্রকাশিত

মে মাসে যেসব চাকরির আবেদন চলছে, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখে নিন

আপনি কি পশ্চিমবঙ্গের বাসিন্দা? নূন্যতম যোগ্যতায় ভালো চাকরি খুঁজছেন? তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্য। আজকের…

12 hours ago

WB Gram Panchayet Practice Set 2024 | গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট ৭

WB Gram Panchayet Practice Set 2024: পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে…

1 day ago

রাজ্যের স্বাস্থ্য দপ্তরে ইন্টারভিউর মাধ্যমে কর্মী নিয়োগ, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখে নিন

রাজ্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ইন্টারভিউর মাধ্যমে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোনও লিখিত পরীক্ষা…

1 day ago

কলকাতা CSIR দপ্তরে কর্মী নিয়োগ, বিস্তারিত আবেদন পদ্ধতি দেখে নিন

সেন্ট্রাল গ্লাস এন্ড সিরামিক রিসার্চ ইনস্টিটিউট -এর পক্ষ থেকে বেশকিছু শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ…

1 day ago

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 | 04 মে 2024 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির…

1 day ago

প্রায় ২৫ হাজার চাকরি বাতিলের পর এবার, ৭০ হাজার প্রাইমারি শিক্ষকের চাকরি নিয়ে তৈরি হচ্ছে সংশয়

শিক্ষক নিয়োগে ভয়াবহ দুর্নীতির পরিণামে আমূল ভেঙ্গে পড়বে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা? কি হতে পারে পশ্চিমবঙ্গের…

2 days ago