মাধ্যমিক পাশে ক্লার্ক ও MTS নিয়োগ, কেন্দ্রীয় সরকারের দপ্তরে নিয়োগ

Share

মাধ্যমিক/ উচ্চমাধ্যমিক/ আইটিআই পাশে লোয়ার ডিভিশন ক্লার্ক, মাল্টিটাস্কিং স্টাফ, ইলেকট্রিশিয়ান, লাইব্রেরিয়ান সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটি একটি কেন্দ্রীয় সরকারের চাকরি। নিয়োগ করবে The National School of Drama, under the Ministry of Culture, Government of India. যেকোন ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে ছেলে-মেয়ে সবাই এই পদগুলোতে আবেদন করতে পারবেন।LDC, MTS, LIBRARIAN, UDC Recruitment 2020

পদের নাম- মাল্টি টাস্কিং স্টাফ (MTS)

শূন্যপদ- 13 টি (UR- 5, SC- 2, ST-  1, OBC- 4, EWS- 1)

বয়স- 18 থেকে 28 বছরের মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ।

বেতন- মূল বেতন 18,000 – 56,900/- টাকা

পদের নাম- লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC)

শূন্যপদ- 1 টি (OBC)

বয়স- 18 থেকে 28 বছরের মধ্যে।

শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাশ। সঙ্গে কম্পিউটারে অন্তত প্রতি মিনিটে ইংরেজিতে 35 টি শব্দ অথবা হিন্দিতে 30 টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে।

বেতন- প্রতিমাসে 19,900 – 63,200/- টাকা।

পদের নাম- ইলেকট্রিশিয়ান (গ্রেড 1)

শূন্যপদ- 1 টি (UR)

বয়স- বয়স হতে হবে সর্বোচ্চ 30 বছরের মধ্যে।

শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ। ওয়্যারম্যান লাইসেন্স বাধ্যতামূলক, সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে 5 বছরের অভিজ্ঞতা।

বেতন- প্রতিমাসে 25,500 – 81,100/- টাকা।

পদের নাম- কার্পেন্টার (গ্রেড 2)

শূন্যপদ- 1 টি (UR)

বয়স- বয়স হতে হবে সর্বোচ্চ 30 বছরের মধ্যে।

শিক্ষাগত যোগ্যতা- সংশ্লিষ্ট ট্রেডে ডিপ্লোমা (ITI)। এবং সংশ্লিষ্ট ট্রেডে 3 বছরের অভিজ্ঞতা প্রয়োজন।

বেতন- প্রতিমাসে 25,500 – 81,100/- টাকা।

পদের নাম- লাইব্রেরিয়ান

শূন্যপদ- 1 টি (UR)

বয়স- বয়স হতে হবে সর্বোচ্চ 40 বছরের মধ্যে।

শিক্ষাগত যোগ্যতা- লাইব্রেরী এন্ড ইনফরমেশন সাইন্স বিষয়ে মাস্টার ডিগ্রী (2nd class)। যেকোন সরকারি/ স্বনিয়ন্ত্রিত লাইব্রেরীতে 5 বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনে ভালো জ্ঞান থাকা প্রয়োজন।

বেতন- প্রতিমাসে 56,100 – 1,77,500/- টাকা।

পদের নাম- আপার ডিভিশন ক্লার্ক (UDC)

শূন্যপদ- 2 টি (SC- 1, ST- 1)

বয়স- বয়স হতে হবে সর্বোচ্চ 30 বছরের মধ্যে।

শিক্ষাগত যোগ্যতা- যেকোন শাখায় গ্রাজুয়েশন পাশ। লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC) হিসেবে কোন সরকারি প্রতিষ্ঠানে 5 বছর কাজ করার অভিজ্ঞতা বাধ্যতামূলক।

বেতন- প্রতিমাসে 25,500 – 81,100/- টাকা।

পদের নাম- মাস্টার টেইলর

শূন্যপদ- 1 টি (UR)

বয়স- 18 থেকে 28 বছরের মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা- সংশ্লিষ্ট ট্রেডে ডিপ্লোমা (CTI & ITI)

বেতন- প্রতিমাসে 25,500 – 81,100/- টাকা।

পদের নাম- পার্কাসনিস্ট (গ্রেড 2)

শূন্যপদ- 1 টি (UR)

বয়স- বয়স হতে হবে সর্বোচ্চ 30 বছর।

শিক্ষাগত যোগ্যতা- মিউজিক ইন্সট্রুমেন্টে অভিজ্ঞ হতে হবে। Operas, dance, drama, song প্রভৃতি বিষয়  পরিচালনা করার 3 বছরের দক্ষতা বাধ্যতামূলক।

বেতন- প্রতিমাসে 25,500 – 81,100/- টাকা।

পদের নাম- অ্যাসিস্ট্যান্ট ফটোগ্রাফার

শূন্যপদ- 1 টি (UR)

বয়স- বয়স হতে হবে সর্বোচ্চ 30 বছর।

শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাশ। সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে ডিপ্লোমা, এবং ডিজিটাল ফটোগ্রাফি, ডিজিটাল ফটো এডিটিং -এ 5 বছরের অভিজ্ঞতা বাধ্যতামূলক।

বেতন- প্রতিমাসে 25,500 – 81,100/- টাকা।

পদের নাম- রিসেপশন ইনচার্জ

শূন্যপদ- 1 টি (UR)

বয়স- সর্বোচ্চ বয়স 28 বছরের মধ্যে।

শিক্ষাগত যোগ্যতা- যেকোন শাখায় গ্রাজুয়েশন পাশ। PBX/ PABX পরিচালনা করার অভিজ্ঞতা থাকতে হবে, সংশ্লিষ্ট ট্রেডে 3 বছরের অভিজ্ঞতা বাধ্যতামূলক।

বেতন- প্রতিমাসে 25,500 – 81,100/- টাকা।

পদের নাম- সাউন্ড টেকনিশিয়ান

শূন্যপদ- 1 টি (UR)

বয়স- বয়স হতে হবে সর্বোচ্চ 35 বছরের মাধ্যে।

শিক্ষাগত যোগ্যতা- সাউন্ড টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা/ ডিগ্রী কোর্স, সঙ্গে সাউন্ড প্রোডাকশন/থিয়েটার প্রোডাকশানে 5 বছরের অভিজ্ঞতা বাধ্যতামূলক।

বেতন- প্রতিমাসে 44,900 – 1,42,400/- টাকা।

আবেদন পদ্ধতি- আবেদন করতে হবে সরাসরি অনলাইনে। recruitment.nsd.gov.in ওয়েবসাইটে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পরে লগইন করে আবেদন করতে হবে। প্রতিটি পদের জন্য আলাদা আলাদা করে আবেদন করা যাবে। আবেদনকারীর একটি বৈধ মোবাইল নম্বর এবং একটি ইমেল আইডি থাকতে হবে।

আবেদন ফি- জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি জমা দিতে হবে 200/- টাকা। ওবিসি (নন ক্রিমি লেয়ার) প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি জমা দিতে হবে 100/- টাকা। সরাসরি অনলাইনে আবেদন ফি জমা দেয়া যাবে। নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড ডেবিট কার্ড যেকোন মাধ্যমে আবেদন ফি জমা দিতে পারবেন।

Selection Process- CLICK HERE

আবেদনপত্র ডাউনলোড করুন-

অনলাইনে আবেদন করুন- CLICK HERE

This post was last modified on December 15, 2020 2:10 pm

সর্ব শেষ প্রকাশিত

মাধ্যমিক রেজাল্ট ২০২৪ | মাধ্যমিক ২০২৪ মেধা তালিকা

মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে ইতিমধ্যে। মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সাংবাদিক বৈঠক করে এবারের…

16 hours ago

মাধ্যমিক রেজাল্ট ২০২৪ | অনলাইনে চেক করুন মাধ্যমিক রেজাল্ট 2024

মাধ্যমিক রেজাল্ট ২০২৪: অবশেষে প্রকাশিত হলো মাধ্যমিক রেজাল্ট ২০২৪। মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে মাধ্যমিক রেজাল্ট…

19 hours ago

Madhyamik Result 2024 LIVE | প্রকাশিত হল মাধ্যমিক রেজাল্ট ২০২৪, নিজের রেজাল্ট দেখে নিন

মাধ্যমিক রেজাল্ট ২০২৪: দীর্ঘ প্রতীক্ষার পর আজ ২রা মে, ২০২৪ তারিখে প্রকাশিত হল এবারের মাধ্যমিক…

20 hours ago

কয়েক ঘন্টা পরেই প্রকাশিত হবে মাধ্যমিক রেজাল্ট ২০২৪ | নিজের মোবাইলে রেজাল্ট দেখতে এখানে ক্লিক করুন

মাধ্যমিক রেজাল্ট ২০২৪: দীর্ঘ অপেক্ষার পর অবশেষে আজ প্রকাশিত হতে চলেছে মাধ্যমিক রেজাল্ট ২০২৪। সকাল…

21 hours ago

রাত পোহালেই মাধ্যমিক রেজাল্ট! রেজাল্ট দেখতে কি কি ডকুমেন্ট লাগবে দেখে নিন

মাধ্যমিক রেজাল্ট 2024: দীর্ঘ অপেক্ষার পর আগামীকাল সকাল ৯ টায় প্রকাশিত হতে চলেছে এবারের মাধ্যমিক…

1 day ago

মাধ্যমিকের ফলাফল নিয়ে এই মুহূর্তের সবচেয়ে বড় আপডেট! পরীক্ষার্থীরা এক্ষুনি জেনে নিন

বিরাট বড় আপডেট উঠে এল মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে আগামীকাল প্রকাশিত হতে…

1 day ago