১৪ই মার্চ থেকে রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। চলতি বছরের উচ্চমাধ্যমিক নিয়ে প্রথম থেকেই সতর্ক হয়েছে সংসদ। কড়া নিরাপত্তা ব্যবস্থা ও বহু নজিরবিহীন পদক্ষেপ গৃহীত হচ্ছে। এদিকে সূত্রের খবর, আগের বছরের তুলনায় এ বছর পরীক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে উচ্চমাধ্যমিকে। চলতি বছরের পরীক্ষায় বসতে চলেছেন প্রায় ৮ লক্ষ ৫২ হাজার পরীক্ষার্থী।
জানা যাচ্ছে, আগের বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ৭ লক্ষ ৪৫ হাজার জন। সেখানে চলতি বছরের পরীক্ষার্থীর সংখ্যা আগের বছরের বিচারে বৃদ্ধি পেয়েছে লাখের বেশি। শুক্রবার সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, রাজ্যের ২৩টি জেলা থেকে অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা প্রায় এক লক্ষ সাতাশ হাজার বেশি।
চাকরির খবরঃ রাজ্যে রেশন ডিলার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
[quads id=10]
এদিকে কোরোনা পরিস্থিতিতে মাধ্যমিক উত্তীর্ণরা চলতি বছরের উচ্চমাধ্যমিকে বসবেন। সে বছর মাধ্যমিক উত্তীর্ণ হয়েছিলেন প্রায় দশ লক্ষ সত্তর হাজারের বেশি পড়ুয়া। সেক্ষেত্রে এবছর H.S পরীক্ষার্থীর সংখ্যা আট লক্ষের কিছু বেশি হলে বাকি ২ লক্ষ ১৮ হাজার পড়ুয়া কোথায় গেলেন তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে। যদিও সংসদ সভাপতির কথায় পরীক্ষার্থীর সংখ্যা প্রসঙ্গে উদ্বেগজনক কিছু নেই।








