চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

CTET Result | প্রকাশ পেল ‘সিটেট’ পরীক্ষার ফলাফল!

প্রকাশ পেল সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট (সিটেট) পরীক্ষার ফলাফল। এর আগে জানা গিয়েছিল অতি শীঘ্রই ফলাফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। আর এবার রেজাল্ট ঘোষণা করলো সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)। সেক্ষেত্রে অংশগ্রহণকারী পরীক্ষার্থীরা (ctet.nic.in) এ গিয়ে ফলাফল দেখে আসতে পারবেন।

CTET Result Check Now

ফলাফল দেখবেন কিভাবে?

১) সিটেট পরীক্ষার ফলাফল দেখতে পরীক্ষার্থীদের প্রথমে (ctet.nic.in) ওয়েবসাইটে যেতে হবে।
২) এবার হোমপেজে রেজাল্ট দেখার লিঙ্কটিতে ক্লিক করতে হবে।
৩) এরপর প্রয়োজনীয় লগ ইন ডিটেলস দিয়ে সাবমিট করতে হবে।
৪) এবার স্ক্রিনে ফলাফল দেখতে পাবেন।
৫) রেজাল্টের পেজটি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারেন পরীক্ষার্থীরা।

আরও পড়ুনঃ রাজ্যে আশা কর্মী নিয়োগ চলছে

CTET

[quads id=10]

গত ডিসেম্বরের ২৮ তারিখ থেকে ৭ই ফেব্রুয়ারি পর্যন্ত সিটেট পরীক্ষা আয়োজিত হয়েছিল। প্রায় ৭৪ টি শহরের ২৪৩ টি পরীক্ষা কেন্দ্রে বহু সংখ্যক পরীক্ষার্থী ‘সিটেট’ পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। গত ১৪ই ফেব্রুয়ারি প্রকাশ পেয়েছিল সিটেট পরীক্ষার ‘অ্যানসার কি’। আর এবার প্রকাশ পেল রেজাল্ট। সিবিএসই কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষার্থীরা উপযুক্ত তথ্যাবলী দিয়ে মার্কশিট ও যোগ্যতার সার্টিফিকেট ডাউনলোডের সুযোগ পাবেন। এছাড়া পরীক্ষার বিষয়ে বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইটটি ফলো করার নির্দেশ দেওয়া হচ্ছে পরীক্ষার্থীদের।

FB Join

স্কলারশিপ
WBSSC Gr. C D বই
জেনারেল নলেজ