নিয়োগ দুর্নীতি কান্ডে চারিদিক থেকে বিদ্ধ রাজ্য। একের পর এক মামলায় হারতে হচ্ছে আদালতে। অন্যদিকে নিয়োগ দুর্নীতির আবহে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ বিশেষ ভূমিকা রাখছে চাকরিপ্রার্থীদের জন্য। সম্প্রতি নিয়োগ দুর্নীতি সম্পর্কিত একটি মামলায় হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য। তবে সেখানেও শেষরক্ষা হল না। শীর্ষ আদালতের নির্দেশে মামলায় হারতে হল রাজ্যকে। বহাল রইল হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায়।
প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীকে বেআইনিভাবে চাকরি দেওয়া হয়েছে। এহেন অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হন এক চাকরিপ্রার্থী ববিতা সরকার। দীর্ঘ তদন্তের শেষে বিচারপতির রায় আসে ববিতা সরকারের দিকে। মামলা জিতে চাকরি পান ববিতা সরকার। তবে এরপরই ঘটনার জল গড়ায় অন্য খাতে। আর এক চাকরিপ্রার্থী প্রিয়াঙ্কা সরকার দাবি তোলেন, এই চাকরি পাওয়ার যোগ্য তিনি। কারণ তাঁর প্রাপ্ত নম্বর ববিতার চাইতে বেশি। এদিকে, মামলায় ববিতা সরকার পাল্টা দাবি তুলে ওএমআর শিট প্রকাশের দাবি জানান। ঘটনা বিবেচনা করে বিচারপতি গঙ্গোপাধ্যায় স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দেন, অবিলম্বে একাদশ-দ্বাদশের ওএমআর শিট প্রকাশ করতে হবে।
আরও পড়ুনঃ ডিএ মামলা নিয়ে কড়া পদক্ষেপ করল সুপ্রিম কোর্ট
[quads id=10]
এই ঘটনা প্রসঙ্গে ববিতা সরকারের আইনজীবী ফিরদৌস শামিমের বক্তব্য, ২০১৬ সালের একাদশ-দ্বাদশের নিয়োগ প্রক্রিয়ায় যে ৫০০০ জনের নিয়োগ হয়েছিল, তার মধ্যে ৯০৭ জনের ওএমআর শিটে কারচুপি হয়েছে। তাই ওএমআর শিট প্রকাশ্যে এলেই সবটা খোলসা হবে। হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় স্কুল সার্ভিস কমিশন (SSC)। তবে শীর্ষ আদালত থেকেও ফিরতে হল কমিশনকে। রাজ্যের দাবি খারিজ করে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ বহাল রাখল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের নির্দেশ মাফিক আগামী দুই দিনের মধ্যে একাদশ- দ্বাদশ নিয়োগের ওএমআর শিট প্রকাশ করতে হবে এসএসসিকে।
[quads id=10]







